বাংলাদেশ ক্রিকেটারদের বেতন ২০২৪ (নতুন চুক্তি অনুযায়ী) | বাংলাদেশের ক্রিকেটারদের কার বেতন কত | Bangladesh cricketer salary per month

 


আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠকবৃন্ধ আজকে আমরা তোমাদের নতুন চুক্তি অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশের কোন ক্রিকেটার কত টাকা বেতন পাবেন এবং কারা কারা এই বেতন এর আওতায় রয়েছেন বিস্তারিত সকল বিষয় এই আর্টিকেলে তুলে ধরার চেষ্টা করবো।

প্রিয় পাঠকবৃন্ধ ২০২৪ সালের জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই তালিকা মোট জায়গা পেয়েছেন ২১ জন ক্রিকেটার। 

    বাংলাদেশ ক্রিকেটারদের বেতন ২০২৪

    1. নাজমুল হোসেন শান্ত- ৯ লাখ ১০ হাজার
    2. সাকিব আল হাসান- ৭ লাখ ৯০ হাজার
    3. মুশফিকুর রহিম- ৬ লাখ ৫০ হাজার
    4. লিটন দাস- ৬ লাখ ৫ হাজার
    5. তাসকিন আহমেদ- ৫ লাখ ৭৫ হাজার
    6. মেহেদি হাসান মিরাজ- ৫ লাখ ৫০ হাজার
    7. শরিফুল ইসলাম- ৫ লাখ ৫০ হাজার
    8. মুমিনুল ইসলাম- ৪ লাখ ৫০ হাজার
    9. তাইজুল ইসলাম- ৪ লাখ ৫০ হাজার
    10. মাহমুদউলাহ রিয়াদ- ৪ লাখ
    11. মুস্তাফিজুর রহমান- ২ লাখ ৮৭ হাজার ৫০০
    12. তাওহিদ হৃদয়- ২ লাখ ৬২ হাজার ৫০০
    13. হাসান মাহমুদ- ২ লাখ
    14. নুরুল হাসান সোহান- ১ লাখ ৭৫ হাজার
    15. মাহমুদুল হাসান জয়- ১ লাখ ৭৫ হাজার
    16. খালেদ আহমেদ- ১ লাখ ২৫ হাজার
    17. নাঈম হাসান- ১ লাখ ২৫ হাজার
    18. নাসুম আহমেদ- ১ লাখ ২৫ হাজার
    19. শেখ মেহেদি- ১ লাখ
    20. তানজিম সাকিব- ১ লাখ


    এবার ক্রিকেটারদের ভাগ করা হয়েছে এ+, এ, বি, সি আর ডি এই পাঁচ ক্যাটাগরিতে। টেস্টে এ+ গ্রেডের বেতন সাড়ে ৪ লাখ টাকা। ওয়ানডেতে ৪ লাখ আর টি-টোয়েন্টিতে সংখ্যাটা সাড়ে তিন। একইভাবে এ ক্যাটাগরিতে টাকার পরিমাণ সাড়ে তিন লাখ, তিন লাখ আর ২ লাখ ৭৫ হাজার টাকা। টেস্ট, ওয়ানডে আর টি-টি-টোয়েন্টি ভেদে টাকার পরিমাণ ভিন্ন বি, সি আর ডি ক্যাটাগরিতেও।

    তিন ফরম্যাটেই এ+ ক্যাটাগরিতে মোটে দুই জন। সাবেক আর নতুন অধিনায়ক সাকিব আর শান্ত। শান্ত এ+ ক্যাটাগরিতে এলেন এবারই প্রথম। তিন ফরম্যাটেই চুক্তিতে থাকা বাকি তিন ক্রিকেটার লিটন দাস, মেহেদী হাসান মিরাজ আর শরিফুল ইসলাম আছেন ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে।

    সিনিয়র ক্যাম্পেইনার মুশফিক টেস্ট আর ওয়ানডে দুটোতেই আছেন এ+ ক্যাটাগরিতে। শুধু টেস্টের চুক্তিতে থাকা মুমিনুল হক ও তাইজুল ইসলামও এ+ ক্যাটাগরিতে। জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় সি আর মোহাম্মদ নাঈম ও খালেদ আহমেদ আছেন ডি ক্যাটাগরিতে।

    এর বাইরে সাদা বলের চুক্তিতে থাকা একমাত্র মাহমুদউল্লাহ রিয়াদই আছেন এ+ ক্যাটাগরিতে। অপরিবর্তিত মুস্তাফিজুর রহমান। ওয়ানডেতে তাওহিদ হৃদয় ঢুকে গেছেন বি ক্যাটাগরিতে।

    তবে তিন ফরম্যাটে থাকলেই যে চুক্তির পুরো টাকা পাবেন বিষয়টি তেমন নয়। নিয়মানুযায়ী প্রথম চুক্তির শতভাগ, দ্বিতীয় চুক্তির ৫০ শতাংশ আর তৃতীয় চুক্তির ৪০ শতাংশ অর্থ ঢুকবে তার একাউন্টে।

    Tag:বাংলাদেশ ক্রিকেটারদের বেতন ২০২৪ (নতুন চুক্তি অনুযায়ী),বাংলাদেশের ক্রিকেটারদের কার বেতন কত

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)