Bou ssc routine 2024 pdf download | উন্মুক্ত এসএসসি পরীক্ষার রুটিন ২০২৪ | বাউবি এসএসসি পরীক্ষার রুটিন ২০২৪


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 


বাউবির ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারী থেকে। এই রুটিনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন নিয়মিত ভাবে।👇

  • ২০২৩ ব্যাচ ১ম বর্ষ পরীক্ষা দিবেন। 
  • ২০২২ ব্যাচ ২য় বর্ষ ফাইনাল পরীক্ষা দিবেন। 
  •  অনিয়মিত ২০১৮,২০১৯,২০২০,২০২১ ব্যাচ পর্যন্ত যাদের ১ম ও ২য় বর্ষে কোনো বিষয় F আছে অথবা কোনো বিষয় (AB,PR,RP,IC,WC) ইত্যাদি আছে এবং পুনঃ পরীক্ষা বা (re-exam) এর টাকা জমা দিয়েছেন তারা ওই বিষয় গুলো পুনরায় পরীক্ষা দিতে পারবেন।
  •  ২০২২ ব্যাচ ১ম বর্ষে কোনো বিষয় (F,Ab,Pr,Rp,Ic,Wc) রেজাল্ট যাদের এখনো এমন আছে তারা পুনঃ পরীক্ষার টাকা জমা দিয়ে থাকলে ওই বিষয় গুলো পুনরায় পরীক্ষা দিতে পারবেন ১ম বর্ষের সাথে।

    উন্মুক্ত এসএসসি পরীক্ষার রুটিন ২০২৪

    উন্মুক্ত এসএসসি পরীক্ষার রুটিন ২০২৪

    Bou ssc routine 2024 pdf download

    Click Here To Download


    বিশেষ নির্দেশাবলি:


    • পরিচয় পত্র (আইডি কার্ড) ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
    • প্রত্যেক শিক্ষার্থী কেবলমাত্র নিবন্ধিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই অনিবন্ধিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
    • প্রশ্নপত্রের উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
    • প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। লিখোকোডযুক্ত উত্তরপত্রে শিক্ষার্থীকে প্রোগ্রাম কোড (১০), আইডি নম্বর এবং বিষয় কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে।
    • কোনো অবস্থাতেই উত্তপত্র ভাঁজ করা যাবে না।
    • শিক্ষার্থীগণ পরীক্ষায় নন-প্রোগ্রাম্যাবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
    • শিক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
    • কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।
    • তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ৭ দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
    • ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব পরীক্ষা কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
    • ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২৪-এ অংশগ্রহণের সর্বশেষ সুযোগ।
    • De-Novo রেজিস্ট্রেশনকৃত ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২৪-এ অংশগ্রহণের ১ম সুযোগ এবং ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ।
    • কর্তৃপক্ষ প্রয়োজনবোধে এই সময়সূচির যে কোনো পরিবর্তন করতে পারবে।

    Tag:Bou ssc routine 2024 pdf download,উন্মুক্ত এসএসসি পরীক্ষার রুটিন ২০২৪,বাউবি এসএসসি পরীক্ষার রুটিন ২০২৪


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post