ডিগ্রি ২য় বর্ষ ব্যবস্থাপনা ৩য় পত্র সাজেশন ২০২৪-ডিগ্রী পাস ২০২২ | Degree 2nd year Management 3rd Paper Suggestion 2024

 

ডিগ্রি ২য় বর্ষ ব্যবস্থাপনা ৩য় পত্র সাজেশন ২০২৩-ডিগ্রী পাস ২০২১ | Degree 2nd year Management 3rd Paper Suggestion 2023


   
       

    ডিগ্রি ২য় বর্ষ ব্যবস্থাপনা ৩য় পত্র সাজেশন ২০২৪-ডিগ্রী পাস ২০২২

    ক বিভাগ


    অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি:

    ১. চুক্তি কাকে বলে? 

    উত্তর:- আইনের সাহায্যে বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলে। (৯৯%)

    ২. চুক্তি আইন কী? 

    উত্তর:- মানুষ তার প্রয়োজনে বিবিন্ন পক্ষের সাথে যে পারস্পারিক প্রতিশ্রুতি প্রদান করে তা পালনের বাধ্যবাধতার জন্য রাষ্ট্র যে বিধি বিধান প্রবর্তন করে তাকে চুক্তি আইন বলে।

    ৩. প্রায় চুক্তি কী?

     উত্তর:- অঙ্গীকার ছাড়াও আইনের

     ৪. বাতিল চুক্তি কী? 

    উত্তর:- চুক্তি আইনের এক বা একাধিক পক্ষের ইচ্ছানুসারে বলবৎযোগ্য হয়। কিন্তু অপর পক্ষের ইচ্ছানুসারে বলবৎযোগ্য হয় না, তাকে বাতিলযোগ্য চুক্তি বলে ।

    ৫. অব্যক্ত চুক্তি কী?

     উত্তর:- কোনো চুক্তি যখন চুক্তির পক্ষগুলোর মধ্যে কোনো আলাপ- আলোচনা ছাড়াই সম্পাদিত হয় তখন তাকে অব্যক্ত চুক্তি বলে। (৯৯%)

    ৬. সম্মতি কী? 

    উত্তর:- কোনো চুক্তিকে আইনত বলবৎযোগ্য করতে হলে চুক্তি পক্ষসমূহকে কোনো কাজ করা বা বিরত থাকার বিষয়ে একমত হওয়াকে সায় বা সম্মতি বলে।

    ৭।প্রস্তাব বলতে কী বুঝ? 

    উত্তর:- চুক্তিতে আবদ্ধ হবার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তির নিকট কিছু করা না করার ইচ্ছা প্রকাশকে প্রস্তাব বলে। (৯৯%)

    ৮. প্রতিদান কী? উত্তর:- কোনো প্রতিশ্রুতির বিনিময়ে যা কিছু পাওয়া যায় এবং দেওয়া হয় তাকে প্রতিদান বলে।

    ৯।স্বীকৃতির সংজ্ঞা দাও।

     উত্তর:- যার বা যাদের উদ্দেশ্য প্রস্তাব দেয়া হয়েছে উক্ত ব্যক্তি বা ব্যাক্তিবর্গ কর্তৃক প্রস্তাবে সায় দেয়াকে স্বীকৃতি বলা হয়। (৯৯%)

    ১০. অব্যক্ত প্রস্তব কী? 

    উত্তর:- কোনো ব্যক্তির আচরণ থেকে যখন কোনো প্রস্তাব বুঝা যায় তাকে অব্যক্ত প্রস্তাব বলে।

    ১১. অতীত প্রতিদান কী?

     উত্তর:- অতীতে সম্পাদিত কোনো কাজের জন্য বা সেবার জন্য বর্তমানে যে মূল্য বা প্রতিদানের প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে অতীত প্রতিদান বলে। (৯৯%)

    ১২. দুটি জনস্বার্থ বিরোধী চুক্তির নাম লিখ। 

    উত্তর:- দুটি জনস্বার্থ বিরোধী চুক্তির নাম হলো: ১) বক্তিগত স্বাধীনতার প্রতিবন্ধকতা, 

    ২) পিতামাতার অধিকারের বাধা সৃষ্টিকারী সম্মতি। (৯৯%)

    ১৩. অনুচিত প্রভাব বলতে কী বুঝ? 

    উত্তর:- চুক্তি আইনের ১৬(১) ধারায় বলা হয়েছে যে, যেক্ষেত্রে চুক্তিভঙ্গ পক্ষগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক এমন যে, এক পক্ষ অপর পক্ষের ইচ্ছার উপর প্রভুত্ব বিস্তার করতে সমর্থ হয় এবং যখন অপর পক্ষের নিকট হতে অন্যায় সুবিধা গ্রহণের জন্য সে সম্পর্ককেহ প্রয়োগ করে চুক্তি সম্পাদন করে থাকে তখন এরূপ সম্পাদিত চুক্তিকে অনুচিত প্রভাব বলে। (৯৯%)

    ১৪. চুক্তি আইনের সেচ্ছাসায় বলতে কী বুঝ? 

    উত্তর:- মিথ্যে বর্ণনা বল প্রয়োগ, অনুচিত প্রভাব প্রতারণা বা ভুলের বশবর্তী না হয়ে সায় প্রদত্ত হলে তাকে সেচ্ছাসায় বলে।

    ১৫. বল প্রয়োগ কী? 

    উত্তর:- কোনো ব্যক্তিকে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে কোনো কাজ উদ্ধার করা বা কাজ হতে বিরত রাখাকে বল প্রয়োগ বলে। (৯৯%)

    ১৬. ক্রেতা সাবাধান নীতি কী?

     উত্তর:- ক্রেতা সাবধান নীতি হলো কনো পণ্য বা দ্রব্য ক্রয়ের সময় ক্রেতা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে । দ্রব্যটির গুণাগুণ, বৈশিষ্ট্য এবং দোষত্রুটি ভাল করে পরীক্ষা করে নিবে।

    ১৭. নাবালক কী? 

    উত্তর:- বাংলাদেশের বলবৎ যোগ্য ১৮৭৫ সালের ভারতীয় সাবালকত্ত্ব আইনের ৩নং ধারা অনুযায়ী ১৮ বৎসর পূর্ণ না হলে কোনো ব্যক্তিকে নাবালক বলে গণ্য করা হয়। (৯৯%)

    ১৮. উপ-চুক্তি বলতে কী বুঝ?

     উত্তর:- যেক্ষেত্রে চুক্তি আইন অনুসারে কোনো চুক্তির উদ্ভব না হয়ে চুক্তি ন্যায় সম্পর্কের সৃষ্টি হয় তাকে উপ-চুক্তি বলে।

    ১৯. প্রতারণা কাকে বলে?

     উত্তর:- কোনো একপক্ষকে ঠকানো বা প্রবঞ্চনার উদ্দেশ্যে কোনো অন্যায় পন্থা অবলম্বন, মিথ্যে ভাষণ বা চতুরতার আশ্রয় গ্রহণ করাকে প্রতারণা বলে। (৯৯%)

    २०. চুক্তি পালন বলতে কী বুঝ? 

    উত্তর:- চুক্তিভঙ্গ পক্ষগুলোর কার্যসম্পাদন বা কাজ থেকে বিরত থাকাকে চুক্তি পালন বলে।

    ২১. চুক্তিভঙ্গ কি?

     উত্তর:- প্রতিশ্রুতিদাতা প্রতিশ্রুতি পালন না করলে এবং প্রতিশ্রুতি গ্রহীতা চুক্তি পালন সম্পর্কে উদাসীনতা বা অক্ষমতা প্রকাশ করলে তখন তাকে চুক্তিভঙ্গ বলে।

    ২২. চুক্তিভঙ্গ কত প্রকার ও কী কী? 

    উত্তর:-দুই প্রকার। ক) প্রকৃত চুক্তি ভঙ্গ ও খ) পূর্বাহ্নে চুক্তি ভঙ্গ। (৯৯%)

    ২৩. পূর্বাহ্নে চুক্তিভঙ্গ কী? 

    উত্তর:-চবুক্তি পালননের সময় উপস্থিত হওয়ার আগেই যখন প্রতিশ্রুতিদাতা দ্ব্যর্থহীনভাবে অনিচ্ছা প্রকাশের বা চুক্তি পালনের দায় প্রত্যাখ্যান করে যে, প্রতিশ্রুতিদাতা চুক্তি অনুযায়ী কাজ করবে না, তখন পূর্বাহ্নে চুক্তিভঙ্গ বলে। (৯৯%)

    ২৪. নামমাত্র খেসারত কী? 

    উত্তর:- যেক্ষেত্রে চুক্তি ভঙ্গের আবেদনকারীর পক্ষে কোনো ক্ষতি হয় নি অথবা ক্ষতি হলেও সামান্য হয়েছে বলে আদাতল যে সামান্য ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয় তাকে নামমাত্র খেসারত বলে।

    ২৫. গচ্ছিত প্রদান কী? 

    উত্তর:- উদ্দেশ্য পূরণ হলে তা অর্পনকারীকে ফেরৎ দেয়া হবে বা তার নির্দেশমত পরবর্তী কার্যব্যবস্থা গ্রহণ করা হবে এ মর্মে কারও নিকট কোনো দ্রব্য সামগ্রী রাখাকে গচ্ছিত প্রধান বলে। (৯৯%) 

    ২৬. গচ্ছিত গ্রহীতা বলতে কী বুঝ? 

    উত্তর:- যার নিকট পণ্য অর্পিত হয় তাকে গচ্ছিত গ্রহিতা বলে।

    ২৭. বন্ধক বা জামানতরক্ষণ কী? 

    উত্তর:- ঋণ পরিশোধের বা অঙ্গীকার রক্ষার জামিন হিসেবে কোনো পণ্য জিম্মায় রাখাকে বন্ধক বা জামানতকরক্ষণ বলে । (৯৯%)

    ২৮. প্রতিনিধির সংজ্ঞা দাও। 

    উত্তর:- প্রতিনিধি হচ্ছে এমন একজন মধ্যস্থ ব্যক্তি যিনি মুখ্য ব্যক্তির হয়ে তৃতীয় পক্ষের সাথে কোনো লেনদেন সম্পন্ন করেন। (৯৯%)

    ২৯. উপ-প্রতিনিধি কী? 

    উত্তর:- উপ-প্রতিনিধি হলো এমন কোনো ব্যক্তি যে প্রতিনিধিত্বের কাজে মূল প্রতিনিধি কর্তৃক নিযুক্ত হয় এবং তার নিয়ন্ত্রাধীনে। কাজ করে। (৯৯%)

    ৩০. কে প্রতিনিধি নিয়োগ করতে পারে? 

    উত্তর:- দেশের প্রচলিত আইন অনুসারে সাবালক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যেকোনো ব্যক্তি প্রতিনিধ নিয়োগ করতে পারে। (৯৯%)

    ৩১. প্রতিনিধির কাজ কী?

     উত্তর:- প্রতিনিধির কাজ হলো মুখ্য ব্যক্তির সাথে তৃতীয় পক্ষের চুক্তিগত সম্পর্ক স্থাপনে সহায়তা করা।

    ৩২. CBA এর পূর্ণরূপ লিখ।

     উত্তর:-Combined

    .৩৩. ক্রেতা কে? 

    উত্তর:- যে ব্যক্তি পণ্য ক্রয় করে বা ক্রয়ের অঙ্গীকার করে তাকে ক্রেতা বলে।

    ৩৪. বিক্রোত কে? 

    উত্তর:- যে ব্যক্তি পণ্য বিক্রয় করে অথবা বিক্রয় মূল্য করতে সম্মত হয় তাকে বিক্রেতা বলে। (৯৯%)

    ৩৫. স্বত্ব কী? 

    উত্তর:- পণ্যের উপর সাধারণ অধিকারকেই স্বত্ব বলে।

    ৩৬. নির্দিষ্ট পণ্য কী? 

    উত্তর:- চুক্তি করার সময় যে পণ্য সনাক্ত করা যায় এবং উভয়পক্ষই পণ্যের পরিচিত সুষ্পষ্টভাবে বুঝতে পারে, তাকে নির্দিষ্ট পণ্য বলে।

    ৩৭. বায়না কী? 

    উত্তর:- কোনো নির্দিষ্ট চুক্তির বিপক্ষে নির্ধারিত মূল্যের একটি অংশ ক্রেতা কর্তৃক বিক্রেতার আগাম হিসেবে পড্রদান করাকে বায়না বলে।

    ৩৮. প্রকীকমূলক অর্পণ কী? 

    উত্তর:- বিক্রেতা কর্তৃক ক্রেতা বা তার প্রতিনিধিকে সাংকেতিক চিহ্নগত অর্পন বা প্রতীক অর্পনকে প্রতীকমূলক অর্পন বলে। (৯৯%)

    ৩৯. অপরিশোধিত বিক্রেতা কে?

     উত্তর:- যে ব্যক্তির বিক্রীত পণ্যের মূল ক্রেতা কর্তৃক পরিশোধিত করা হয় নি তাকে অপরিশোধিত বিক্রেতা বলে ।

    ৪০. শ্রম আদালত কী? 

    উত্তর:- যে আদালত শ্রমিকদের স্বার্থ রক্ষা তথা বিরোধ নিষ্পত্তি করা হয় তাকে শ্রম আদালত বলে। (৯৯%)

    ৪১. নূন্যতম মজুরি কী?

     উত্তর:- দেশের আর্থিক অবস্থা, বাজারের হালচাল প্রচলিত আইন অনুযায়ী যে পরিমাণ অর্থের কম একজন শ্রমিককে দেয়া যায় না তাকে নূন্যতম মজুরি বলে ।

    ৪২. ১৯৬৫ সালের কারখানা আইন অনুসারে কারখানা এর সংজ্ঞা দাও।

     উত্তর:-

    ৪৩. বাংলাদেশের শ্রম আইন কত সালের?

     উত্তর:- ২০০৬ সালের।(৯৯%)

    ৪৪. প্রকৃতি কল্যাণ কী? 

    উত্তর:- কোনো মহিলা শ্রমিককে তার প্রসূতি হওয়ার কারণে প্রদেয় মজুরীসহ ছুটি। (৯৯%)

    ৪৫. পোষ্য কী?

     উত্তর:- যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির উপর নির্ভরশীল তাকে পোষ্য বলে ।

    ৪৬. আইনগত সম্পর্ক কী? 

    উত্তর:- আইনগত সম্পর্ক বলতে উভয় পক্ষের মধ্যে দায় ও অধিকারের সম্পর্কে বুঝায়। (৯৯%)

    ৪৭. ক্ষুদ্র শিল্পের সংজ্ঞা দাও ।

    উত্তর:- যেসব প্রতিষ্ঠানে ৫০ জনের কম শ্রমিক কাজ করে এবং স্থায়ী পুজি বিনিয়োগের পরিমাণ ১০ কোটি টাকার কহম তাকেই ক্ষুদ্র শিল্প বলে ।

    ৪৮. WTO এর পূর্ণরূপ লিখ ? 

    উত্তর:-World Trade Organization. (৯৯%)

    ৪৯. তালাবদ্ধ কী? 

    উত্তর:- কোনো মালিক কর্তৃক কোনো কর্মস্থান অথবা এর কোনো অংশ বন্ধ করে দেয়া অথবা এত সম্পূর্ণ বা আংশিকভাবে কাজ স্থগিত রাখা অথবা কোনো মালিক কর্তৃক চূড়ান্তভাবে শর্তসাপেক্ষে তার যে কোনো সংখ্যক শ্রমিককে চাকরিতে নিয়োজিত রাখা অস্বীকৃতিকে তালাবদ্ধকরণ বলে।

    ৫০. BIM এর পূর্ণরূপ কি?

     উত্তর:- Bangladesh Institute of Mangement. (৯৯%)

    ৫১. শিল্পোদ্যোগের সংজ্ঞা দাও।

    উত্তর:- কোনো ব্যবসায় সংগঠন পরিচালনা এবং ঝুঁকি গ্রহণের প্রক্রিয়াকে শিল্পোদ্যোগ বলে ।

    খ-বিভাগ→ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)


    ১. প্রতিদান কাকে বলে? (৯৯%)

    ২. মজুরির সংজ্ঞা দাও ।

    ৩. প্রস্তাব জ্ঞাপন কখন সম্পূর্ণ হয়? (৯৯%) 

    ৪. অতীত প্রতিািদন বলতে কী বুঝ ?

    ৫. ঘটনা সাপেক্ষ চুক্তি বলতে কী বুঝ?

    ৬. শ্রমিক সংঘ বলতে কী বুঝ? (৯৯%)

    ৭. প্রতিদান পর্যাপ্ত না হলেও চলে-ব্যাখ্যা কর। 

    ৮. প্রতিনিধি ও ভৃত্যের মধ্যে পার্থক্য লিখ। (৯৯%)

    ৯. প্রস্তাব ও স্বীকৃতির মধ্যে পার্থক্য লিখ।

    ১০. কর্মচুত্যি ও বরখাস্তকরণ এর মধ্যে পার্থক্য কি?

    ১১. শ্রমিক ছাটাই সংক্রান্ত বিধানসমূহ উল্লেখ কর। (৯৯%)

    ১২. প্রতারণা ও মিথ্যা বর্ণনার মধ্যে পার্থক্য দেখাও।

    ১৩. চুক্তির সংজ্ঞা দাও। চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য লিখ।

    ১৪. বাতিল ও বাতিলযোগ্য চুক্তির মধ্যে পার্থক্য লিখ। (৯৯%)

    ১৫. প্রতিনিধির সংজ্ঞা দাও । প্রতিনিধিত্ব সৃষ্টির বিভিন্ন পদ্ধতি আলোচনা কর ।

    ১৬. বাজি ধরার চুক্তি কাকে বলে? বাজি ও বিমা চুক্তির মধ্যে পার্থক্য লিখ ।

    ১৭. চুক্তি আইন কী? বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য লিখ ।

    ১৮. শ্রমিক সংঘ নিবন্ধনের প্রয়োজনীয় পদক্ষেপসমূহ আলোচনা কর। (৯৯%) 

    ১৯. স্থায়ী শ্রমিক কে? ১৯৬৫ সালের শ্রমিক নিয়োগ স্থায়ী আদেশ আইন অনুসারে চাকরির শর্তাবলি বর্ণনা কর।

     ২০. চুক্তি পালন বলতে কী বুঝ? যে সকল চুক্তি পালনের প্রয়োজন নেই সেগুলো বর্ণনা কর। (৯৯%)


    গ-বিভাগ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)


    ১. সকল চুক্তিই সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি নয়-উক্তিটি বাখ্যা কর। (৯৯%) 

    ২. বৈধ চুক্তি বলতে কী বুঝায়? চুক্তির অপরিহার্য উপাদানসমূহের বর্ণনা কর। (৯৯%)

    ৩. প্রস্তাব কিভাবে অর্পণ করা যায়? বিনা প্রতিদানে চুক্তি হয় না- ব্যাখ্যা কর । 

    ৪. চুক্তি আইন অনুসারে প্রতিদান সম্পর্কিত নিয়মাবলি উল্লেখ কর।(৯৯%)

    ৫. চুক্তি সম্পাদনের যোগ্যতা বলতে কী বুঝ? চুক্তির পরিসমাপ্তির বিভিন্ন উপায় বর্ণনা কর। 

    ৬. গচ্ছিত দাতার অধিকার বলতে কী বুঝায়? গচ্ছিত গ্রহীতার দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর।

    ৬।প্রতিনিধির প্রতি মুখ্য ব্যক্তির দায়িত্ব বর্ণনা কর। (৯৯%) 

    ৮. পণ্য বিক্রয় চুক্তির মুখ্য শর্ত ও গৌণ শর্তের মধ্যে পার্থক্য কি?

    ৯. ক্রেতা সাবধান নীতি কী? কখন ও কিভাবে মুখ্য শর্ত গৌণ শর্তে পরিণত হয়? (৯৯%)

    ১০. অপরিশোধিত বিক্রেতা কী? অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ বর্ণনা কর।

    ১১. কোনো পণ্য বিক্রেতা তার নিজ অপেক্ষা পণ্যের উন্নতর স্বত্ব এর ক্রেতাকে অর্পণ করতে পারে না ব্যকিমসহ নিয়মটি লিখ।(৯৯%)

    ১২. বিক্রয় ও বিক্রয় সম্মতির পার্থক্য লিখ। কিভাবে পণ্যের মালিকানা বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়? (৯৯%)

    ১০. ১৯৬৫ সালের কারখানা আইন অনুসারে কারখানা এর সংজ্ঞা দাও এবং নারী শ্রমিক নিয়োগ সংক্রান্ত ১৯৬৫ সালের কারখানা আইনের বিধানসমূহ কী কী?

    ১৪. ১৯৩৫ সালের কারখানা আইনে শ্রমিকের কল্যাণমূলক যে সকল ব্যবস্থার বিধান রাখা হয়েছে সেগুলো বর্ণনা কর । 

    ১৫. শ্রম আদালত গঠন সংক্রান্ত. ১৯৬৯ সালের শিল্প সম্পর্ক অর্ডিন্যাণ্ডে বিধান উল্লেখ কর। (৯৯%)

    ১৬. যৌথ দরকষাকষি প্রতিনিধির অধিকার, ক্ষমতা ও দায়িত্ব আলোচনা কর ।

    ১৪. শিল্প বিরোধ কী? যৌথ দরকষাকষি প্রতিনিধি নিয়োগ ও নির্বাচন সংক্রান্ত বিধানাবলি আলোচনা কর। 

    ১৮. ধর্মঘট বলতে কী বুঝ? ধর্মঘট ও তালাবদ্ধ সংক্রান্ত আইনের বিধানগুলো আলোচনা কর। (৯৯%)

    ১৯. প্রতিনিধির ক্ষমতাসমূহ বর্ণনা কর। উপ-প্রতিনিধি ও সহ প্রতিনিধির মধ্যে পার্থক্য দেখাও ।

    ২০. শ্রমিক নিয়োগ (স্থায়ী আদেশ) আইন অনুসারে শ্রমিকদের কখন চাকরি বরখাস্ত করা যায়?

     ২১. নাবালক কে? বাংলাদেশের আইন অনুযায়ী নাবালকের চুক্তি সম্পর্কে আইনের বিধানসমূহ আলোচনা কর ।(৯৯%)


    নমুনা মডেল টেস্ট(০১)

    [ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০২১ অনুষ্ঠিত ২০২০) 

    বিষয়: ব্যবসায়ের আইনগত পরিবেশ

    ব্যবস্থাপনা তৃতীয় পর

    বিষয় কোড: ১২২৬০১


    ক-বিভাগ


    ১. ধৰ্মঘট কী?

    ২. প্রয়োজন প্রতিনিধ বলতে কী বুঝ?

    ৩. শিল্প বিরোধ কাকে বলে? 

    ৪. বিসিক কাকে বলে?

    ৫. সাময়িক কার্যবন্ধ কী? 

    ৬. অসল শিল্পোদ্যোগ কী?

    ৭. ঝুকি হস্তান্তর বলতে কী বুঝ?

    ৮. পণ্য অর্পণ কী?

    ৯. ভৃত্য কাকে বলে?

    ১০. কুঠির শিল্প কী?

    ১১. শ্রম আদালত কী?

    ১২. গচ্ছিত গ্রহীতা বলতে কী বুঝ ?


    খ বিভাগ (যে কোন পাচঁটি প্রশ্নের উত্তর দাও)

    মান - ৪x৫ = ২০


    ১. পণ্য বিক্রয় চুক্তি কী? মুখ্য ও গৌণ শর্ত কী?

    ২. প্রতিষ্ঠান বন্ধ রাখার বিধানবলি উল্লেখ কর। 

    ৩. জামিন চুক্তির অত্যাবশকীয় উপাদান কী কী?

    ৪. কোন কোন অবস্থায় প্রতিনিধির মধ্যে পার্থক্য দেখাও।

    ৫. গচ্ছিত প্রদান কাকে বলে? এর প্রকারভেদ লিখ

    ৬. বন্ধক দাতার অধিকারগুলো আলোচনা কর।

    ৭. মজুরির সংজ্ঞা দাও ।


    গ বিভাগ যে কোন পাচঁটি প্রশ্নের উত্তর দাও)

    মান- ১০X৫=৫০


    ১. যৌথ দরকষাকষি প্রতিনিধি কাকে বলে? কীভাবে যৌথ কষাকষি প্রতিনিধি নিযুক্তি হয়? 

    ২. ১৯৬৫ সালের কারখানা আইনের শ্রমিকের স্বাস্থ্যরক্ষা সংক্রান্ত বিধান সমূহ আলোচনা কর ।

    ৩. কারখানা আইনের বর্ণিত শ্রমিকদের ছুটিচ সংক্রান্ত বিধানসমূহ নিয়মাবলি আলোচনা কর। 

    ৪. বৈধ চুক্তি বলতে কী বুঝায়? চুক্তির অপরিহার্য উপাদানসমূহের বর্ণনা কর।

    ৫. প্রস্তাব কিভাবে অর্পণ করা যায়? বিনা প্রতিদানে চুক্তি হয় না- ব্যাখ্যা কর। 

    ৬. চুক্তি আইন অনুসারে প্রতিদান সম্পর্কিত নিয়মাবলি উল্লেখ কর।

    প্রশ্নব্যাংক-২০১৯

     ক-বিভাগ


    ১. চুক্তি কাকে বলে?গবিগত ২০১৯ |

    ২।প্ৰতিশ্ৰুতি কী? [বিগত ২০১৯

    ৩. অতীত প্রতিদান কী? | বিগত ২০১৯ |

    ৪. অবলৎযোগ্য চুক্তি কাকে বলে?

    ৫. তালবান্ধ কী? [বিগত ২০১৯

    ৫. অনুচিত প্রভাব বলতে কী বুঝ? [ বিগত ২০১৯

    ৭. সাময়িক কার্যক্রম বন্ধ কী? [ বিগত ২০১৯

    ৮. ক্রেতা সাবধান নীতি বলতে কী বুঝ? | বিগত ২০১৯

    ৯. শিল্প বিরোধ কাকে বলে? [ বিগত ২০১৯ |

    ১০. শ্রমিক সংঘ কী? [বিগত ২০১৯ |

    ১১. উপ-প্রতিনিধি কে? | বিগত ২০১৯

    ১২. সাধারণ পূর্বস্বত্ব কী? [বিগত ২০১৯


    প্রশ্নব্যাংক-২০১৯

    খ-বিভাগ


    ১. সকল চুক্তিই সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি নয়-ব্যাখ্যা কর। [বিগত ২০১৯

    ২. প্রস্তাব কিভাবে অর্পণ করা যায়? [বিগত ২০১৯

    ৩. পণ্য বিক্রয় চুক্তি মুখ্য ও গৌণ শর্তের মধ্যে পার্থক্য লিখ ।[ বিগত ২০১৯

    ৪. বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য লিখ । বিগত ২০১৯ 

    ৫. চুক্তির পরিসমাপ্তির বিভিন্ন উপায় বর্ণনা কর। [ বিগত ২০১৯

    ৬. জামিন চুক্তির অত্যাবশ্যকীয় উপাদান কী? [বিগত ২০১৯

    ৭. ধর্মঘট বলতে কী বুঝ? [ বিগত ২০১৯

    চ. কখন একজন জামিনদার তার দায় হতে মুক্ত? বিগত ২০১৯


    প্রশ্নব্যাংক-২০১৯

    গ-বিভাগ


    ১. চুক্তি সম্পাদনের যোগ্যতা বলতে কী বুঝ? একটি বৈধ চুক্তির অপরিহার্য উপাদানসমূহ আলোচনা কর। বিগত ২০১৯)

    ২. প্রতিদান কাকে বলে? বিনা প্রতিদানে চুক্তি হয় না-এ নিয়মের ব্যকিক্রমসমূহ উল্লেখ কর । বিগত ২০১৯

     ৩. বিক্রয় ও বিক্রয় সম্মতির মধ্যে পার্থক্য কী? বিগত ২০১৯

    ৮. কিভাবে পণ্যের মালিকানা বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। (বিগত ২০১৯ 

    ৫. নাবালক কে? বাংলাদেশেল আইন অনুযায়ী নাবালকের চুক্তি সম্পর্কে আইনের বিধানসমূহ আলোচনা কর। বিগত

    ৬* যৌথ দরকষাকষি প্রতিনিধি কাকে বলে? কিভাবে যৌথ দর কষাকষি প্রতিনিধি নিযুক্ত হয়? (বিগত ২০১৯

    ৭. অপরিশোধিত বিক্রেতা কে? অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ বর্ণনা কর । বিগত ২০১৯

    ৮. গচ্ছিত দাতার অধিকার বলতে কী বুঝ? গচ্ছিত গ্রহীতার দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর । বিগত ২০১৯


    আরো দেখুন





    Tag:ডিগ্রি ২য় বর্ষ ব্যবস্থাপনা ৩য় পত্র সাজেশন ২০২৪-ডিগ্রী পাস ২০২২, Degree 2nd year Management 3rd Paper Suggestion 202


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     


     পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন