অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে ~ অগ্রনী ব্যাংক একাউন্ট খুলার নিয়ম

 

অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে ~ অগ্রনী ব্যাংক একাউন্ট খুলার নিয়ম

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক বর্তমান সময়ে ব্যাংকে একাউন্ট নেই এমন খুব কম মানুষ পাওয়া যাবে। বিশ্বের যে কোন জায়গা থেকে সহজে টাকা পাঠাতে ব্যাংকের একাউন্ট প্রয়োজন সেটা যে কোন ব্যাংক হতে পারে। এই ব্যাংক একাউন্ট খুলার সময় আপনার কি কি প্রয়োজন হতে পারে সেটা জানা জরুরি। তাই আজকে আমরা অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে ~ অগ্রনী  ব্যাংক একাউন্ট খুলার নিয়ম সেটা শেয়ার করবো। আসা করি যারা অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে।

   
       

    অগ্রনী ব্যাংক একাউন্ট খুলার নিয়ম

    অগ্রনী ব্যাংক বাংলাদেশের সরকারের রাষ্ট্রয়াত্ব অন্যতম একটি ব্যাংক। এই ব্যাংকে আপনি ভিবিন্ন ধরনের একাউন্ট করতে পারবেন।

    অগ্রণী ব্যাংকে সাধারণত আমরা ৩ ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবো;

    1. Saving Account
    2. Student Account
    3. Current Account

    অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে নিচে দেওয়া হলো:-

    অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে

    অগ্রণি ব্যাংক একাউন্ট করতে যা যা লাগবে:-

    1. আবেদনকারীর NID Card কপি / ড্রাইভিং লাইসেন্স / Activity (যেকোনো একটি ডকুমেন্টের কপি)।
    2. আবেদনকারীর পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি।
    3. যাকে নমিনি করবেন তার এক কপি ছবি ও NID Card কপি / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট (যেকোনো একটি ডকুমেন্টের কপি)।
    4. নুন্যতম ৫০০ টাকা জমা দিতে হবে।
    5. ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের কপি; (অনেক সময় প্রয়োজন হতে পারে আবার না ও হতে পারে )

      অগ্রনী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে

      1. স্টুডেন্ট আইডি কার্ড (একাডেমিক ডকুমেন্টস)।
      2. আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র / জন্ম সনদ / পাসপোর্ট কপি (যেকোনো একটি দিলে হবে)।
      3. আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (ছবি রঙিন হতে হবে এবং পরিষ্কার)।
      4. যে ব্যক্তিকে নমিনি দিচ্ছেন সে ব্যক্তির ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
      5. নমিনির জাতীয় পরিচয় পত্র / জন্ম সনদ / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট (যেকোনো একটির কপি।


      বন্ধুরা উপরে উল্লেখিত ডকুমেন্টস নিয়ে আপনি সরাসরি নিকটস্থ অগ্রনী ব্যাংকে গিয়ে আপনি সরাসরি একাউন্ট করতে পারবেন। বাকি যা যা করতে হবে আপনাকে ব্যাংকে দায়িত্বশীল কর্মকর্তা আপনাকে জানিয়ে দেবো।

      Tag:-অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে ~ অগ্রনী  ব্যাংক একাউন্ট খুলার নিয়ম


      Any business enquiry contact us

      Email:-Educationblog24.com@gmail.com

      (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                     
      Previous Post Next Post


      Any business enquiry contact us

      Email:- Educationblog24.com@gmail.com


       

      কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন