কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৫ যোগ্যতা,তারিখ,আসন সংখ্যা,মানবন্টন (৯ টি বিশ্ববিদ্যালয়) | গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪-২০২৫ ~ acas.edu.bd Admission Circular 2025 PDF


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 


 

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪
গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার 

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক ১৭ এপ্রিল প্রকাশিত হয়েছে কৃষি গুচ্ছ ৯ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার ২০২৩-২০২৪। যারা গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪ জানতে আগ্রহী নিচে বিস্তারিত সার্কুলার তুলে ধরা হলো দেখে নিন।

   
       

    বাংলাদেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ থেকে এবং আবেদন চলবে ১৬ মার্চ ২০২৪ পর্যন্ত।

    ভর্তি পরীক্ষা ও আসন সংখ্যা

    • ভর্তি পরীক্ষা: ১২ এপ্রিল ২০২৪ (শুক্রবার)
    • সময়সীমা: বেলা ১১:৩০ – ১২:৩০
    • মোট আসন: ৩,৮৬৩টি (গত বছর ছিল ৩,৭১৮টি, অর্থাৎ ১৪৫টি আসন বৃদ্ধি পেয়েছে)।
    • ভর্তি ফি: ১,২০০ টাকা (ট্রান্সজেকশন ফি ছাড়া)।
    • ভর্তি পরীক্ষা পদ্ধতি: এমসিকিউ (১০০ নম্বর)

    ভর্তি পরীক্ষার আসন বণ্টন

    বিশ্ববিদ্যালয়আসন সংখ্যা
    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)১,১১৬টি
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর৪৩৫টি
    শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা৭০৫টি
    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়৪২৩টি
    চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়২৭৫টি
    সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়৫৮০টি
    খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়১৫০টি
    হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়৯৯টি
    কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়৮০টি

    আবেদনের যোগ্যতা

    ১. শিক্ষাবর্ষ: ২০২০/২০২১/২০২২ সালে এসএসসি/সমমান এবং ২০২৩/২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।
    ২. নির্দিষ্ট বিষয়: জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে।

    3. ন্যূনতম জিপিএ:

    • এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রতি ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.০০ (চতুর্থ বিষয় ছাড়া)।
    • মোট জিপিএ ৮.৫০ (চতুর্থ বিষয় ছাড়া)।
    1. O ও A লেভেল:
      • O লেভেলে কমপক্ষে ৫টি বিষয় এবং A লেভেলে বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
      • উভয় পরীক্ষায় ন্যূনতম GPA ৪.০০ এবং মোট GPA ৮.৫০ থাকতে হবে (A = ৫, B = ৪ হিসেবে গণনা)।

    কোটা সংক্রান্ত তথ্য

    • মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদনকারীদের
      • সরকার কর্তৃক স্বীকৃত মুক্তিযোদ্ধার সনদপত্রের সফট কপি অনলাইনে আপলোড করতে হবে।
    • উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/পার্বত্য অঞ্চলের অ-উপজাতি কোটায় আবেদনকারীদের
      • সংশ্লিষ্ট জেলা প্রশাসকের দেওয়া স্থায়ী বাসিন্দা সম্পর্কিত প্রত্যয়নপত্রের সফট কপি অনলাইনে আপলোড করতে হবে।

    পরীক্ষার নম্বর বণ্টন

    ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

    বিষয়নম্বর
    ইংরেজি১০
    প্রাণিবিজ্ঞান১৫
    উদ্ভিদবিজ্ঞান১৫
    পদার্থবিজ্ঞান২০
    রসায়ন২০
    গণিত২০
    মোট১০০

    ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ

    ভর্তি পরীক্ষা ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে:

    1. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
    2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
    3. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
    4. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
    5. চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
    6. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট
    7. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা
    8. হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ
    9. কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম

    ফলাফল প্রস্তুতকরণ পদ্ধতি

    ভর্তি পরীক্ষার মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল তৈরি করা হবে:

    • ভর্তি পরীক্ষার নম্বর: ১০০
    • এসএসসি/সমমান (২৫ নম্বর): চতুর্থ বিষয় ছাড়া প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
    • এইচএসসি/সমমান (২৫ নম্বর): চতুর্থ বিষয় ছাড়া প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।

    ভর্তি সংক্রান্ত আরও তথ্য ও আবেদন লিংক:

    📌 ওয়েবসাইট: https://acas.edu.bd

    📌 অনলাইনে আবেদন: ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকা অনুযায়ী আবেদন ফরম পূরণ করতে হবে।

     কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ নির্দেশিকা











    কৃষি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ PDF

    Click Here To Download 


    ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইট acas.edu.bd এ পাওয়া যাবে।

    Tag:কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৫ যোগ্যতা,তারিখ,আসন সংখ্যা,মানবন্টন (৯ টি বিশ্ববিদ্যালয়) | গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪-২০২৫~ acas.edu.bd Admission Circular 202



    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   

     পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন