SSC Bangla 2nd Paper Model Test 2023 ~এসএসসি বাংলা ২য় /দ্বিতীয় পত্র নৈর্ব্যক্তিক সাজেশন ২০২৩ | এস এস সি/SSC বাংলা ২য় পত্র মডেল টেস্ট প্রশ্ন ২০২৩

এসএসসি বাংলা ২য় /দ্বিতীয় পত্র নৈর্ব্যক্তিক সাজেশন ২০২৩


আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ও নমুনা প্রশ্ন ২০২৩ শেয়ার করবো। আসা করি তোমাদের উপকারে আসবে। 

   
       

    SSC Bangla 2nd Paper Model Test 2023


    এসএসসি পরীক্ষা-২০২
    বাংলা দ্বিতীয় পত্র (নৈর্ব্যক্তিক সাজেশন) সকল বোর্ডের জন্য

    ১। দ্বিরুক্ত অর্থ কী?
    উ: দুইবার উক্ত।
    ২। 'রাশি রাশি' শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায় ?
    উ: আধিক্য ।
    ৩। 'জ্বর জ্বর লাগছে'-কোন অর্থে দ্বিরুক্তি?
    উঃ সামান্য ।
    ৪। কোনটি ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ?
    ক) জন্ম-মৃত্যু খ) ডাল-ভাত গ) বনজঙ্গল
    ঘ) হাতাহাতি
    ৫। কোনটি অব্যয়ের দ্বিরুক্তি?
    ক) বার বার সে কামান গর্জে উঠল খ) নামিল নভে বাদল ছলছল বেদনায়
    গ) চিকচিক করে বালি কোথা নাই কাদা ।
    ঘ) ডেকে ডেকে হয়রান হয়েছি।
    ৬। আধিক্য' অর্থে দ্বিরুক্তি কোনটি?
    ক) জ্বরজ্বর ভাব
    খ) ধামা ধামা ধান
    গ) শীতশীত
    ঘ) টকটক
    ৭। অনুভূতি বোঝাতে কোন বাক্যে অব্যয়ের দ্বিরুক্তি হয়েছে?
    ক) আমি জ্বরজ্বর বোধ করছি
    খ) ভালো ভালো আম নিয়ে এসো
    গ) দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো
    ঘ) ফোঁড়াটা টনটন করছে
    ৮। কোনটি যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ?
    ক) চুপচাপ খ) ঝি ঝি গ) ঘচাঘচ ঘ) ঘেউ ঘেউ
    (শব্দের আদিস্বর পরিবর্তন করে)
    ৯ । ডেকে ডেকে হয়রান হয়েছি-কোন পদের দ্বিরুক্তি?
    ক)অব্যয় খ) সর্বনাম গ) ক্রিয়া ঘ) বিশেষণ
    ১০। 'লোকটা হাড়ে হাড়ে শয়তান' এখানে 'হাড়ে হাড়ে  কী অর্থ প্রকাশ করেছে?
    ক) আধিক্য খ) সতর্কতা গ) কালের বিস্তার ঘ) ভাবের প্রদান
    ১১। কোন দ্বিরুক্তিটি ধ্বন্যাত্মক শব্দ?
    ক) টপাটপ খ) শীতশীত গ) পড়োপড়ো ঘ) হাতেনাতে (প্রথম শব্দটির শেষে আ-যোগ করে)
    ১২। 'অনুভূতিজাত' ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দ কোনটি?
    ক) রিমঝিম খ) টুপটাপ গ) মিউমিউ ঘ) সাঁ সাঁ
    ১৩। 'কলকলিয়ে উঠলো সেথায় নারীর প্রতিবাদ-এখানে ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
    ক) বিশেষ্য খ) বিশেষণ গ) ক্রিয়া ঘ) ক্রিয়া বিশেষণ
    ১৪। 'পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির'-এখানে দ্বিরুক্তিটি কোন পদ? ক) বিশেষ খ) বিশেষণ গ) অব্যয় ঘ) সর্বনাম
    ১৫। থেকে থেকে শিশুটি কাঁদছে-এখানে দ্বিরুক্তিটি কী অর্থ প্রকাশ করছে?
    ক) সতর্কতা খ) আধিক্য গ) কালের বিস্তার ঘ) ভাবের প্রদান
    ১৬। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
    উ: চার প্রকার (অঙ্কবাচক, পরিমাণবাচক, ক্রমবাচক, তারিখবাচক)
    ১৭। 'চৌঠা' কোন ধরনের শব্দ?
    উ: তারিখ বাচক। (৪ঠা এপ্রিল)
    ১৮। কোনটি গণনাবাচক শব্দ?
    ক) বারো
    গ) বারোই
    ঘ) দ্বাদশ
    খ) ১২
    ১৯। একাধিকবার একই গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কী বাচক সংখ্যা বলে?
    উ: পরিমাণবাচক
    ২০। তেহাই বলতে কী বোঝায়?
    ক) তিন ভাগের এক ভাগ।
    ২১। কোনটি পূরণবাচক/ক্রমবাচক শব্দ?
    ক) কুড়ি খ) দোসরা গ) নবম ঘ) ২০ SIR
    ২২। 'দ্বিতীয় লোকটিকে ডাক'-এ বাক্যে 'দ্বিতীয়' কোন ধরনের শব্দ? উঃ ক্রমবাচক।
    ২৩। 'ঊনবিংশ' শব্দটি কোন ধরনের সংখ্যাবাচক শব্দ?
    উঃ পূরণবাচক।
    (ক্রমবাচকের আর এক নাম পূরণবাচক)
    ২৪। বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত হয়?
    উঃ হিন্দি নিয়মে।
    ২৫। 'একুশে ফেব্রুয়ারি তারিখবাচক শব্দটি কোন নিয়মে সাধিত?
    উ: বাংলার।
    ২৬। 'সপ্তাহ' কোন ধরনের শব্দ?
    উঃ পরিমাণবাচক ।
    ২৭। সংখ্যা গণনার মূল একক কী?
    উঃ এক।
    ২৮। নিচের কোনটি ন্যূনতাজ্ঞাপক সংখ্যাবাচক শব্দ?
    ক) তেহাই খ) সওয়া গ) দেড় ঘ) আড়াই
    ২৯। পদাশ্রিত নির্দেশক-এর অপর নাম-
    উ: পদাশ্রিত অব্যয়
    ৩০। বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায়-
    ক) The-কে।
    ৩১ । পদাশ্রিত নির্দেশকে বিভিন্নতা হয় কিসের ভেদে-
    ক) বচন ভেদে।
    ৩২। 'ন্যাকামিটা এখন রাখো'- বাক্যে 'ন্যাকামি' শব্দের সঙ্গে 'টা' যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করে?
    উঃ নিরর্থকতা।
    ৩৩। নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা কী হয়?
    ক) সুনির্দিষ্ট।
    ৩৪। 'সারাটি বিকেল তোমার আশায় বসে আছি- এখানে 'সারাটি' কোন অর্থ প্রকাশ করেছে?
    উঃ নিরর্থক ভাব।
    ৩৫। 'এক' শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে কী বোঝায়?
    উ: অনির্দিষ্টতা।
    ৩৬। কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য?
    ক) গাছা
    খ) খানা
    গ) টাক
    ঘ) গোটা
    ৩৭। পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে?
    উঃ শেষে।
    ৩৮। 'পোয়াটাক দুধ দাও'-এ বাক্যে ব্যবহৃত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে? পদাশ্রিত
    উ: অনির্দিষ্টতা।
    ৩৯ । সমাস নিষ্পন্ন পদটির নাম কী?
    উ: সমস্ত পদ।
    ৪০। বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?
    ক) কর্মধারয় সমাস ।
    (সিদ্ধ যে আলু=আলুসিদ্ধ; এখানে সিদ্ধ বিশেষণ আলু বিশেষ্য )
    ৪১। সমাস কত প্রকার?
    ক) ৬ প্রকার।
    (দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব, দ্বিগু
    ৪২। সমাস মূলত কয় প্রকার?
    উঃ ৪ প্রকার।
    (দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব, দ্বিগু)
    ৪৩। জমা-খরচ' কোন শব্দযোগে দ্বন্দ্ব সমাস?
    ক) বিপরীতার্থক।
    ৪৪। 'মহাকীর্তি'-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
    উ: মহতী যে কীর্তি।
    ৪৫। উপমান কর্মধারয় সমাস কোনটি?
    ক) মুখচন্দ্ৰ খ) ক্রোধানল গ) তুষারশুভ্র ঘ) মনমাঝি
    (তুষারের ন্যায় শুভ্র-মাঝখানে ন্যায় দেখলে উপমান কর্মধারয়)
    ৪৬। 'চন্দ্ৰমুখ' কোন কর্মধারয় সমাসের উদাহরণ?
    উ: উপমান কর্মধারয়
    (চন্দ্রের ন্যায় মুখ)
    ৪৭। কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?
    অথবা, অরুণরাঙা কোন সমাসের উদাহরণ? ক) অরুণরাঙা খ) মনমাঝি গ) পুরুষসিংহ ঘ) ক্রোধানল
    ৪৮। 'মনমাঝি'-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
    উ: মন রূপ মাঝি ।
    ৪৯। 'বালিকা-বিদ্যালয়' কোন সমাস?
    উ: চতুর্থী তৎপুরুষ।
    (বালিকাদের জন্য বিদ্যালয় ব্যাসবাক্যে জন্য থাকলে ৪র্থী তৎপুরুষ)
    ৫০। পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, গণ, যূথী ইত্যাদি সমষ্টিবাচক শব্দ থাকলে কোন সমাস হয়?
    উ: ৬ষ্ঠী তৎপুরুষ।
    (যেমন: ছাত্রের বৃন্দ-৬ষ্ঠী তৎপুরুষ)
    ৫১। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস কোনটি?
    ক) তুরঙ্গ খ) তেমাথা গ) চৌরাস্তা ঘ) চৌচালা -চৌ (চার) চাল যে ঘরের
    ৫২ । নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
    ক) একঘরে খ) একগুঁয়ে গ) সেতার ঘ) দ্বীপ
    (দুই দিকে অপ যার)
    ৫৩। 'কানাকানি' কোন সমাস?
    উ: ব্যতিহার বহুব্রীহি। (কানে কানে যে কথা
    আরও উদাহরণ-চুলাচুলি, গলাগলি, কোলাকুলি, হাসাহাসি ইত্যাদি।
    ৫৪। উদ্বেল' শব্দটি কী অর্থে অব্যয়ীভাব সমাস ?
    উ: অতিক্রান্ত অর্থে । (বেলাকে অতিক্রান্ত-উদ্বেল)
    ৫৫। অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান?
    উ: পূর্বপদ ।
    (মরণ পর্যন্ত-আমরণ)
    ৫৬। নিত্য সমাসের উদাহরণ কোনটি?
    ক) দেশান্তর খ) বাগদত্তা গ) সেতার ঘ) ক্রোধানল (দেশান্তর-অন্য দেশ, গ্রামান্তর-অন্য গ্রাম, গ্রহান্তর-অন্য গ্রহ)
    ৫৭। 'পরী যে বচন-প্রবচন' কোন সমাস?
    উ: প্রাদি সমাস । (শুরুতে প্র থাকলে প্রাদি সমাস)
    ৫৮ । 'তেপায়া’-কোন সমাসের উদাহরণ?
    উঃ বহুব্রীহি
    (তে পায়া আছে যার)-শেষে যার থাকলে বহুব্রীহি।
    ৫৯। 'ন সুর = অসুর’-কেন সমাস?
    উ: নঞ তৎপুরুষ।
    ৬০। 'ন জ্ঞান যার = অজ্ঞান-কোন সমাস?
    উঃ নঞ বহুব্রীহি। (ন দিয়ে শুরু হয়ে শেষে যার থাকলে)
    ৬১। উপপদ তৎপুরুষ সমাস কোনটি?
    ক) পকেটমার খ) গৃহান্তর গ) প্রভাত ঘ) আরক্তিম (পকেট মারে যে)-ব্যাসবাক্যের শেষে যে থাকবে।  বস্তু হলে 'যা' থাকবে।
    ৬২। উপসর্গের কাজ কী?
    উ: নতুন শব্দ গঠন।
    ৬৩। কোনটির অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যেতকতা আছে?
    ক) উপসর্গ ।
    ৬৪। বাংলা উপসর্গ কয়টি?
    ক) একুশটি।
    (অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা)
    ৬৬। কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়?
    ৬৫। অঘা, অজ, অনা-কোন উপসর্গ?
    উ: বাংলা।
    (শিক্ষার্থী বন্ধুরা- নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ ?
    এমন আর প্রশ্ন আসতে পারে। যদি বাংলা উপসর্গগুলো জানা থাকে তাহলে এ ধরনের সব প্রশ্নের উত্তর দিতে পারবে।)
    ক) আ, সু, বি, নি।
    ৬৭। 'নিদাঘ' শব্দে 'নি' উপসর্গ কী অর্থে ব্যবহার হয়েছে? ক) আতিশয্য খ) নিশ্চয় গ) নিষেধ ঘ) অভাব
    (নিদাঘ অর্থ উত্তাপ বা প্রচন্ড উত্তাপ-সাধারণত গ্রীষ্মকালে বেশি গরমে নিদাঘ শব্দটি ব্যবহৃত হয়)।
    ৬৮। 'আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সাগরে'-এখানে 'অবেলা' শব্দের 'অ' কোন উপসর্গ?
    উ: বাংলা উপসর্গ।
    ৬৯। তৎসম উপসর্গ
    ক) গর খ) অন্য
    গ) লা
    ঘ) পাতি
    (তৎসম উপসর্গ ২০টি-প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ)
    ৭০। 'আতিশয্য' অর্থে 'সু' উপসর্গের ব্যবহার হয়েছে কোনটিতে?
    ক) সুগম খ) সুসাধ্য গ) সুচরিত্র ঘ) সুনিপুণ
    ৭১। 'নিমরাজি' শব্দটিতে ব্যবহৃত 'নিম' কোন উপসর্গ?
    উ : ফারসি।
    ৭২। 'লাপাত্তা' শব্দের 'লা' কোন শ্রেণির উপসর্গ?
    ক) আরবি।
    ৭৩। গরমিল শব্দের 'গর' উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে।
    ক) আতিশয্য খ) নিশ্চয় গ) নিষেধ ঘ) অভাব
    (গরমিল-মিলের অভাব)
    ৭৪। উপসর্গ কত প্রকার?
    ঘ) ৩ প্রকার।
    ৭৫। 'কদাকার' শব্দের 'কদ্' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? খ) পূর্ণতা গ) ক্রমাগত ঘ) উৎকৃষ্ট
    ক) নিন্দিত
    ৭৬। 'বিজ্ঞান' শব্দের 'বি' কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক) অভাব খ) গতি গ) সাধারণ ঘ) বিশেষ

    সাধারণত প্রত্যয়জাত শব্দের দুটি অংশ থাকে। একটি  প্রকৃতি অপরটি প্রত্যয়।শব্দ বা ক্রিয়াপদের মূলকে প্রকৃতি বলে ।
    ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল।
    অর্থাৎ ক্রিয়াপদকে ভাঙলে যে মৌলিক অংশ পাওয়া যায় তাই ধাতু ।
    যেমন-'চলন্ত' একটি ক্রিয়াপদ।
    পদটি ভাঙলে পাওয়া যায়-চল্+অন্ত; এখানে 'চল' ক্রিয়ামূল বা ধাতু। ক্রিয়ামূল বোঝানোর জন্য (v) ধাতু চিহ্নটি ব্যবহার করতে হয় ।

    ৭৭। ধাতু বোঝাতে কোন চিহ্ন বসে?
    ক) > খ) < গ) v
    ৭৮। প্রত্যয় কত প্রকার?
    ক) দুই প্রকার ।
    ৭৯ । কোনো কোনো ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যোগ করলে কৃৎ প্রকৃতির আদি স্বর পরিবর্তিত হয়-এ পরিবর্তনকে কী বলে?
    উ: গুণ ও বৃদ্ধি
    ৮০। 'মোড়ক' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
    ক) মুড় + অক।
    ৮১। 'ক্রেতা' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
    ক) ক্রী + তৃচ্
    ৮২ কোনো কোনো ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যোগ করলে কৃৎ প্রকৃতির আদি স্বর পরিবর্তিত হয়-এ পরিবর্তনকে কী বলে?
    উ: গুণ ও বৃদ্ধি।
    ৮৩। 'দোলনা'-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
    ক) √দুল্ + অনা ।
    ৮৪। কৃৎ-প্রত্যয় সাধিত পদটিকে কী বলা হয়?
    ক) কৃদন্ত পদ।
    ৮৫। 'দাতা' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
    ক) √দা + তৃচ্
    ৮৬। 'চলিষ্ণু' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
    ক) √চল + ইষ্ণু
    ৮৭। অন্ত প্রত্যয়যোগে কোন পদ গঠিত হয়?
    ক) বিশেষণ । √চর্ + অন্ত = চলন্ত (বিশেষণ পদ )
    ৮৮। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দটির নাম কী ? ক) তদ্ধিতান্ত শব্দ।
    ৮৯ । কোন শব্দে প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে? ক) নিমাই খ) কেষ্টা গ) মুটে ঘ) কানাই
    ৯০। উপজীবিকা অর্থে 'ইয়া' প্রত্যয় যুক্ত শব্দ কোনটি ? ক) জেলে খ) মেটে গ) বেলে ঘ) খুনে
    ৯১। 'দার' ও 'বাজ' প্রত্যয় দুটি কোন ভাষার? ক) ফারসি।
    ৯২। 'নীলিমা'-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ক) নীল + ইমন।
    ৯৩। 'মহিমা'-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ক) মহৎ + ইমন ।
    ৯৪। শৈশব'-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? ক) শিশু + ষ্ণ। ক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ও
    ৯৫। 'মানব'-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ক) মনু + ষ্ণ।
    ৯৬। 'সাহিত্যিক'-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
    ক) সাহিত্য + ষ্ণিক।
    ৯৭। বাংলা শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়?
    ক) তিন ভাগে ।
    ৯৮। কোন দুইটি যৌগিক শব্দ?
    ক) দৌহিত্র, গায়ক খ) হস্ত, গবেষণা
    গ) গরমিল, ডুবুরি ঘ) রাজপুত্র, মহাযাত্রা
    ৯৯। 'দৌহিত্র' কোন শব্দ?
    ক) যৌগিক শব্দ।
    ১০০। গঠন অনুসারে শব্দ কত প্রকার?
    ক) দুই প্রকার।
    ১০১। যে শব্দ মূল শব্দের অর্থ না হয়ে অন্য অর্থ হয় তাকে বলে- ক) রুঢ়ি শব্দ । (হস্তী-হস্ত+ইন; অর্থ-হস্ত আছে যার (আরও রূঢ়ি শব্দ-বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ)
    ১০২। নিচের কোনটি রূঢ়ি শব্দ?
    ক) সন্দেশ খ) চিকামারা গ) মধুর ঘ) মহাযাত্ৰা
    ১০৩। যোগরূঢ় শব্দ কোনটি? ক) বাঁশি খ) পাঞ্জাবি গ) পঙ্কজ ঘ) বাবুয়ানা
    (আরও যোগরূঢ় শব্দ-রাজপুত, মহাযাত্রা, জলধি)
    ১০৪। পানির কোনটি যোগরূঢ় শব্দ? ক) তৈল খ) প্রথমবীণ
    গায়ক
    জলধি

    এসএসসি বাংলা ২য় /দ্বিতীয় পত্র নৈর্ব্যক্তিক সাজেশন ২০২৩ PDF

    Click Here To Download 

    এস এস সি/SSC বাংলা ২য় পত্র মডেল টেস্ট প্রশ্ন ২০২৩


     Tag:SSC Bangla 2nd Paper Model Test 2024, এস এস সি/SSC বাংলা ২য় পত্র মডেল টেস্ট প্রশ্ন ২০২৩

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)