আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক দেখতে দেখতে পবিত্র মাহে রমজান আমাদের মাঝে চলে আসতেছে। আজ ২৫ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত। শবে বরাতের ১৫ দিন পর অর্থাৎ ১২ মার্চ পবিত্র মাহে রমজান। নবী করিম (সা:) রমজান মাস আসার আগেই রমজানের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। বিশেষ করে সাবান মাস আসলে নবী করিম (সা:) সব চেয়ে বেশি ইবাদত করতেন।রাসুলুল্লাহ (সা.) রজব ও শাবান মাসব্যাপী এ দোয়া বেশি বেশি পড়তেন, ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ওয়া বাল্লিগ না রমাদান’। অর্থাৎ ‘হে আল্লাহ! রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন; রমজান আমাদের নসিব করুন।’ (মুসনাদে আহমাদ, প্রথম খণ্ড: ২৫৯, শুআবুল ইমান, বায়হাকি,৩: ৩৭৫)।
শাবান মাসের ১৪ তারিখ দিবাগত ১৫ তারিখের রাতকে ‘শবে বরাত’ বলা হয়। শবে বরাত কথাটি ফারসি। শব মানে রাত, বারাআত মানে মুক্তি; শবে বরাত অর্থ মুক্তির রাত। শবে বরাতের আরবি হলো ‘লাইলাতুল বারাআত’ তথা মুক্তির রজনী। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে।
শবে বরাত ২০২৪ পিকচার
শবে বরাতের সময় আমরা অনেকে সোসাল মিডিয়ায় বন্ধুদের মাঝে শবে বরাতের শুভেচ্ছা জানানোর জন্য ভিবিন্ন পিকচার শেয়ার করে থাকি। আর এই পিকচার আমরা ভিবিন্ন ওয়েবসাইটে খুজে থাকি। তাই আজকে আমরা দারুন কিছু শবে বরাত ২০২৪ পিক তোমাদের মাঝে শেয়ার করবো।
শবে বরাতের পিকচার ২০২৪
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)