ডিগ্রি ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র সাজেশন ২০২৪ ( কোড ১১১৯০১) সেশন ২০২২ 💯কমন | রাষ্ট্রবিজ্ঞান সাজেশন PDF | Degree 1st Year Political Science 1st Paper Suggestion 2024

 


আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের ডিগ্রি ১ম বর্ষের ৫ মার্চ রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র সাজেশন নিয়ে হাজির হয়েছি।আসা করি তোমাদের উপকারে আসবে। 


    ডিগ্রি ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র সাজেশন ২০২৪

    ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত ২০২৪

    বিষয়ঃ রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র (রাজনৈতিক তত্ত্ব : ১১১৯০১ )

     

    ক. বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।]


    ১। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক যতবাদ কোনটি?

     উঃ রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদটি হলো- ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।

     ২। সার্বভৌমত্বের একত্ববাদী ধারণার প্রবক্তা কে?

    উঃ জন অস্টিন।

    ৩। এ্যারিস্টটলের মতে উত্তম সরকার কোনটি?

    উঃ পলিটি (Polity) বা মধ্যতন্ত্র। 

    ৪। The Republic' গ্রন্থের লেখক কে?

    উঃ The Republic গ্রন্থটির রচয়িতা প্লেটো।

    ৫। The Prince' গ্রন্থের লেখক কে?

    উঃ নিকোলো ম্যাকিয়াভেলি।

    ৬। রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব"- ইহা কার উক্তি?

    উঃ অধ্যাপক উইলোবির উক্তি।

     ৭। সদৃগুণই জ্ঞান- উক্তিটি কার?

    উঃ গ্রিক দার্শনিক সক্রেটিস এর। 

    ৮। রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

    উঃ সার্বভৌমত্ত্বা

    ৯। সংসদীয় পদ্ধতির সরকার প্রধান কে?

    উঃ প্রধানমন্ত্রী।

    ১০। সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? 

    উঃ সরকারের চতুর্থ অঙ্গ হলো- নির্বাচকমন্ডলী।

    ১১। 'City of God' গ্রন্থটির লেখক কে? 

    উঃ St. Augustine (সেন্ট অগাস্টিন)।

    ১২। জাতীয়তাবাদের তিনটি উপাদানের নাম লিখ।

    উঃ ১. ভৌগলিক ঐক্য, ২. বংশগত ঐক্য, ৩. আচরণ ও রীতিনীতির ঐক্য এবং ও ৪. রাজনীতি ঐক্য প্রভৃতি। 

    ১৩। “সার্বভৌমের আদেশই আইন"- উক্তিটি কার? উঃ জন অস্টিনের।

    ১৪। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লিখ। 

    উঃ ১. তুলনামূলক পদ্ধতি; ২. দার্শনিক পদ্ধতি ও ৩. ঐতিহাসিক পদ্ধতি।

    ১৫। রাষ্ট্রের উৎপত্তিতে সঠিক মতবাদ কোনটি? 

    উঃ রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদটি হল ঐতিহাসিক বা বিবর্তনমূলক বাদ।

    ১৬। সার্বভৌমত্বের একত্ববাদী ধারণার প্রবক্তা কে? 

    উঃ জন অস্টিন।

    ১৭। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

    উঃ সার্বভৌমত্ব।

    ১৮। সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?

    উঃ সরকারের চতুর্থ অঙ্গ হলো নির্বাচকম। 

    ১৯। আইনের শাসন কি?

    উঃ সাধারণভাবে আইনের ভিত্তিতে পরিচালিত শাসনব্যবস্থাকে আইনে শাসন বলে।

    ২০। "Virtue is knowledge" কার উক্তি? 

    উঃ গ্রিক দার্শনিক সক্রেটিস এর।


    ২১। "Virtue is knowledge" কার উক্তি? 

    উঃ গ্রিক দার্শনিক সক্রেটিস এর।

    ২২। সম্মতি তত্ত্বের প্রবক্তা কে?

    উঃ জন লক।

    ২৩। 'Political Science begins and ends  the State" উক্তিটি কার?

    উঃ উক্তিটি অধ্যাপক গার্নার এর।

    ২৪। সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? 

    উত্তঃ-নির্বাচকমন্ডলী।

    ২৫। মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?

    উঃ সেন্ট টমাস একুইনাসকে।

    ২৬। এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী?

     উঃ লাইসিয়াম।

    ২৭। The Prince' গ্রন্থটির লেখক কে? 

    উঃ নিকোলো ম্যাকিয়াভেলী।

    ২৮। রুশোর বিখ্যাত বইটির নাম লিখ। 

    উঃ The Social Contract.

    ২৯। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? 

    উঃ সার্বভৌমত্ব।

    ৩০। রাষ্ট্রের উৎপত্তির যেকোনো দুইটি মতবাদের নাম লিখ।

    উঃ ১. ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ও ২. সামাজিক চুক্তি মতবাদ। 

    ৩১। আইনের দুটি উৎসের নাম লিখ।

    উঃ বিজ্ঞানসম্মত আলোচনা ও বিচার বিভাগীয় রায়।

    ৩২। স্বাধীনতার রক্ষাকবচের দুটি নাম লিখ। 

    উঃ ১. আইনের শাসক ২. দ্বায়িত্বশীল সরকার।

    ৩৩। Summa Theologica' গ্রন্থটির রচয়িতা কে?

    উঃ সেন্ট টমাস একুইনাস।

    ৩৪। দুই তরবারী তত্ত্বের প্রবক্তা কে?

     উঃ দুই তরবারি তত্ত্বের প্রবক্তা সেন্ট অগাস্টিন।

    ৩৫। প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি?

     উঃ একাডেমি।

    ৩৬। জাতীয়তাবাদের দুইটি উপাদানের নাম লিখ।

     উঃ ১. ভৌগলিক ঐক্য ২. বংশগত ঐক্য।

    ৩৭। সার্বভৌমত্বের বহুত্ববাদের সমর্থক দুইজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লিখ। 

    উঃ অধ্যাপক লাস্কি ও বার্কার।

    ৩৮। Man is born free, but every where he is in chain'-উক্তিটি কার?

    উঃ-জ্যা-জ্যাক রুশোর।

    ৩৯। রেনেসাঁ অর্থ কী 

    উঃ রেনেসাঁ অর্থ পুর্ণজাগরন।

    ৪০। "সার্বভৌমের আদেশই আইন উক্তিটি কার?

    উঃ জন অস্টিনের।

    খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।


    ১। ম্যাকিয়াভেলীবাদ কি?

    ২। যুক্তরাষ্ট্রীয় সরকার কি? ১০০%

    ৩। রুশোর সাধারণ ইচ্ছা কি? ১০০%

    ৪। রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য কি? ১০০%

    ৫। জাতীয়তাবাদ কি?জাতীয়তাবাদের উপাদান সমূহ কি কি? ১০০%

    ৬। প্লেটোর দার্শনিক রাজার গুণাবলি আলোচনা কর। ১০০% 

    ৭। এ্যারিস্টটলের মতে বিপ্লবের কারণ কি? ১০০%

    ৮। জন লকের সম্পত্তি তত্ত্বের মূল বক্তব্য কি? ১০০% 

    ৯। রুশোর সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য লিখ। ১০০%

    ১০। আইন কি? উতসসমূহ কিকি? ১০০%

    ১১। সাম্য ও প্লেটোর সাম্যবাদ কি? প্লেটোর আদর্শ রাষ্ট্র কি? ৯৯%

    ১২। মানব প্রকৃতি সম্বন্ধে হবসের ধারণা কি? ৯৯% 

    ১৩। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লিখ। ৯৯%

    ১৪। সার্বভৌমত্ব কি? এর বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৮%


    গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]


    ১। রাষ্ট্রবিজ্ঞান কি? রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়নের পদ্ধতিসমূহ আলোচনা কর। ১০০% 

    ২। স্বাধীনতা কি? গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষাকবচসমূহ আলোচনা কর। ১০০%

    ৩। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি যতবাদটি সমালোচনাসহকারে আলোচনা কর। ১০০% 

    ৪। সার্বভৌমত্ব কি? জন অস্টিনের সার্বভৌম তত্ত্বটি সমালোচনাসহকারে ব্যাখ্যা কর। ১০০%

    ৫। ন্যায়বিচার কি? সমালোচনাসহ প্লেটোর ন্যায়বিচার তত্ত্বটি আলোচনা কর। ১০০% 

    ৬। রাষ্ট্র চিন্তায় এ্যারিস্টটলের অবদান আলোচনা কর। ১০০%

    ৭। জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন? আলোচনা কর। ১০০%

    ৮। মানব প্রকৃতি এবং প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা কর। ১০০% 

    ৯। প্লেটোর শিক্ষাতত্ত্ব বা শিক্ষা পরিকল্পনা আলোচনা কর। ৯৯%

    ১০। বিপ্লবের কারণ ও প্রতিকার সম্পর্কে এরিস্টোটলের মতামত আলোচনা কর। ৯৯%

    ১১। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর। ৯৯%

    ১২। দাস প্রথা সম্পর্কে এরিস্টোটলের ধারণা আলোচনা কর। তুমি কি তার ধারণার সাথে একমত?উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর। ৯৯%

     ১৩। আইন কি? আইনের উৎসসমূহ আলোচনা কর। ৯৯%

    ১৪। মেকিয়াভেলিবাদ কি? মেকিয়াভেলীকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন আলোচনা করো?

         

      Tag:ডিগ্রি ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র সাজেশন ২০২৪ ( কোড ১১১৯০১) সেশন ২০২২ 💯কমন | রাষ্ট্রবিজ্ঞান সাজেশন PDF 

                                     
      Previous Post Next Post


      Any business enquiry contact us

      Email:- Educationblog24.com@gmail.com



      Any business enquiry contact us

      Email:- Educationblog24.com@gmail.com

      (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)