আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের ডিগ্রি ১ম বর্ষের ৪ মার্চ দর্শন ১ম পত্র সাজেশন নিয়ে হাজির হয়েছি।আসা করি তোমাদের উপকারে আসবে।
ডিগ্রি ১ম বর্ষ দর্শন ১ম পত্র সাজেশন ২০২৫ (সেশন ২০২৩)
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। "Critique of Pure Reason" কার লেখা?
উঃ ইমানুয়েল কান্টের (Immanuel kant) এর লেখা।
২। "আমি চিন্তা করি, সুতরাং আমি আছি” – উক্তিটি কার? -
উঃ রনে দেকার্ত (Rene Descartes)।
৩। বাস্তববাদ কত প্রকার?
উঃ চার প্রকার। ১. লৌকিক বাস্তববাদ, ২. বৈজ্ঞানিক বাস্তববাদ, ৩. নব্য বাস্তববাদ, ৪. নব্য সবিচার বাস্তববাদ।
৪। ক্রিয়া-প্রতিক্রিয়াবাদের প্রবৃত্তা কে?
উঃ ক্রিয়া-প্রতিক্রিয়াবাদের প্রবক্ত হলেন রনে দেকার্ত।
৫। 'Philos' শব্দের অর্থ কী?
উঃ অনুরাগ বা ভালবাসা।
৬। দর্শন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ গ্রীক দার্শনিক পিথাগোরাস (Pythagoras ) ।
৭। ডেকার্টের দার্শনিক পদ্ধতির নাম কী?
উঃ সংশয় পদ্ধতি।
৮। বার্কলির ভাববাদের নাম কী?
উঃ আত্মগত ভাববাদ।
৯। লকের মতে গুণ কত প্রকার?
উঃ দুই প্রকার। যথা- ১. মুখ্য গুণ ও ২. গৌণ গুণ
১০। সমান্তরালবাদের প্রবক্তা কে?
উঃ সমান্তরালবাদের প্রবক্তা হলেন স্পিনোজা' (Spinoza)।
১১। “বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না।" —উক্তিটি কার?
উঃ জন লক (John Locke ) ।
১২। একজন সংশয়বাদী দার্শনিকের নাম লিখ।
উঃ বৃটিশ দার্শনিক ডেভিড হিউম (David Hume) ।
১৩। সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা কে?
উঃ হেনরী বার্গসোঁ (Henri Bergson ) ।
১৪। লকের মতে জন্মের সময় আমাদের মন কিসের মত থাকে?
উঃ লকের মতে জন্মের সময় আমাদের মন সাদা কাগজের মত থাকে।
১৫। আত্মার অমরত্ব সম্পর্কটি দু'টি মতবাদের নাম লিখ।
উঃ তত্ত্ববিষয়ক যুক্তি, নৈতিক যুক্তি ও ধর্মীয় যুক্তি।
১৬। সমান্তরালবাদের প্রবক্তা কে?
উঃ দার্শনিক স্পিনোজা (Philosopher Spinoza)
১৭। কান্ট কোন দেশের দার্শনিক ছিলেন?
উঃ জার্মান দার্শনিক।
১৮। দুইজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লিখ।
উঃ রনে দেকার্ত (Rene Descartes), স্পিনোজা (Spinoza)।
১৯। দার্শনিক আলোচনার পদ্ধতি কি কি?
উঃ নির্বিচারবাদ, সংশয়বাদ, বিচারবাদ, দ্বান্দ্বিকবাদ, স্বত্ত্বাবাদ।
২০। “অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর-এটি কার উক্তি?
উঃ দার্শনিক জর্জ বার্কলি (George Berkeley)।
২১। 'A Treatise of Human Nature' গ্রন্থটির লেখক কে?
উঃ ডেভিড হিউম (David Hume)।]
২২। সত্য সম্পর্কিত মতবাদগুলো কি?
উঃ সত্য সম্পর্কিত মতবাদগুলো স্বতঃপ্রতীতিবাদ, অনুরূপতাবাদ, সঙ্গতিবাদ, প্রয়োগবাদ।
২০। একজন সর্বেশ্বরবাদী দার্শনিকের নাম লিখ।
উঃ একজন সর্বেশ্বরবাদী দার্শনিক স্পিনোজা।
২৪। 'দর্শন' শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী?
উঃ জ্ঞানের প্রতি অনুরাগ।
২৫। দুইজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লিখ।
উঃ জন লক (John Locke) ও ডেভিড হিউম (David Hume) ।
২৬। "অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর”-এই উক্তিটি কার?
উঃ দার্শনিক জর্জ বার্কলি (George Berkeley)।
২৭। জ্ঞেয় বস্তুর প্রকৃতি সংক্রান্ত মতবাদ দুটির নাম লিখ।
উঃ বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ
২৮। ডেকার্টের মতে ধারণা কত প্রকার ও কী কী ?
উঃ রনে দেকার্ত (Rene Descartes) মতে ধারণা তিন প্রকার। যথা- ১. আগন্তুক ধারণা, ২. কৃত্রিম ধারণা ও ৩.সহজাত ধারণা।
২৯। দুইজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লিখ।
উঃ জন লক (John Locke) ও ডেভিড হিউম (David Hurme) ।
৩০। "An Outline of Philosophy" গ্রন্থটির লেখক কে?
উঃ বার্ট্রান্ড রাসেল (Bertrand Russell)
৩১। “বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না"- উক্তিটি কার?
উঃ জন লক (John Locke ) ।
৩২। দুইজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লিখ।
উঃ উইলিয়াম জেমস (William James), এফ.সি.এস. শীলার (F.C.S. Schiller), জন ডিউঈ (John Dewey) ।
৩৩। "সবই ঈশ্বর এবং ঈশ্বরই সব"- উক্তিটি কার?
উঃ "সবই ঈশ্বর এবং ঈশ্বরই সব" -উক্তিটি সর্বেশ্বরবাদের।
৩৪। নির্বিচারবাদ কি?
উঃ জ্ঞানের উৎপত্তি, শর্ত, সীমা, বৈধতা অবৈধতা সম্পর্কে কোনো প্রমাণ ছাড়াই কেবলমাত্র অন্ধবিশ্বাস ও পূর্বধারণার উপর ভিত্তি করে দার্শনিক আলোচনা শুরু করার নাম নির্বিচারবাদ।
৩৫। স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা কে?
উঃ স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা হেনরী বার্গসোঁ (Henri Bergson) I
৩৬। 'দর্শন' শব্দটির বুৎপত্তিগত অর্থ কি?
উঃ জ্ঞানের প্রতি অনুরাগ।
৩৭। ডেকার্ট কোন ধরনের দার্শনিক?
উঃ দ্বৈতবাদী দার্শনিক।
৩৮। “বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দিয়ের মধ্যে ছিল না”—উক্তিটি কার?
উঃ জন লক (John Locke
৩৯। লক কোন ধরনের দার্শনিক?
উঃ অভিজ্ঞতাবাদী দার্শনিক।
৪০। দুইজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লিখ?
উঃ উইলিয়াম জেমস (William Jare Cho.. (FC.S. Schiller), জন ডিউঈ (John Dewey)।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। স্বজ্ঞাবাদ কী? ১০০%
২। দেশ ও কাল কাকে বলে? ১০০%
৩। সৃষ্টিবাদ বলতে কী বোঝ? ১০০%
৫। বার্কলির আত্নগত ভাববাদ ব্যাখ্যা কর। ১০০%
৪। সহজাত ধারণা বলতে কী বোঝ? ১০০%
৬। দর্শন কিভাবে বিজ্ঞানের সাথে সম্পর্কিত? ১০০%
৭। ভাববাদ ও বাস্তববাদের মধ্যে পার্থক্য কর। ১০০%
৮। দর্শনের পদ্ধতি হিসেবে নির্বিচারবাদ আলোচনা কর। ১০০%
৯। জন লক কিভাবে ডেকার্টের সহজাত ধারণা খণ্ডন করেন? ১০০%
১০। ইচ্ছার স্বাধীনতা বলতে কি বুঝায়? ১০০%
১১। লক।কিভাবে মুখ্য ও গৌণ গুণের পার্থক্য করেন? ৯৯%
১২। সংক্ষেপে "একত্ববাদ" ব্যাখ্যা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। ইচ্ছার স্বাধীনতা বিষয়ক হিসেবে নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা কর।
২। জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বুদ্ধিবাদ আলোচনা কর। ১০০%
৩। সত্যতা কি? সত্য তা সম্পৰ্কীয় মতবাদ হিসেবে প্রয়োগবাদ আলোচনা কর। ১০০%
৪। দেহ-মন সম্পর্কিত মতবাদ হিসেবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আলোচনা কর। ১০০%
৫। মূল্য কী? মূল্য আত্নগত না বস্তুগত? আলোচনা কর। ১০০%
৬। আত্মা কি? আত্মার অমরত্ব বিষয়ক যে কোনো দুটি যুক্তি আলোচনা কর। ১০০%
৭। বিবর্তনবাদ কী? যান্ত্রিক বিবর্তনবাদ ব্যাখ্যা কর। ১০০%
৮। বিবর্তন কি? সৃজনমূলক বিবর্তনবাদ আলোচনা কর। ১০০%
৯। বাস্তববাদ কাকে বলে? বাস্তববাদের বিভিন্ন রূপ আলোচনা কর। ১০০%
১০। দর্শনের সংজ্ঞা দাও। দর্শন কিভাবে ধর্মের সাথে সম্পর্কিত? ৯৯% Rocketsuggestionbd.com
১১। জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে অভিজ্ঞতাবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করা?
Tag:ডিগ্রি ১ম বর্ষ দর্শন ১ম পত্র সাজেশন ২০২৫ ( কোড ১১১৭০১) সেশন ২০২৩ 💯কমন | দর্শন সাজেশন PDF | Degree 1st Year philosophy 1st Paper Suggestion 202
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)