ডিগ্রি/ডিগ্রী ৩য় বর্ষ ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন ২০২২ (ডিগ্রি পাস ২০২০) | Degree 3rd Year Geography and environment 5th Paper Suggestion 2022


       
       

    ডিগ্রি/ডিগ্রী ৩য় বর্ষ ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন ২০২২ (ডিগ্রি পাস ২০২০)


    ডিগ্রি ৩য় বর্ষ পরিক্ষা ২০২২ ইং

    #ভূগোল (দক্ষিন এশিয়ার আঞ্চলিক ভূগোল)

    #সাজেশন

    ৫ম পত্র


    Degree 3rd Year Geography and environment 5th Paper Suggestion 2022


    # ক বিভাগ

    ১।south asia গ্রন্থের একজন লেখকের নাম

    লিখ?

    উত্তরঃ বুশরা আফজাল আব্বাসি

    ২। দক্ষিন এশিয়ার মূল ভূখন্ডের সর্বশেষ দক্ষিন

    প্রান্তের নাম কি?

    উত্তরঃকুমারীকা অন্তরীপ।

    ৩। দক্ষিন এশিয়ার কে পূর্বপশ্চিম বিভক্তকারী

    রেখার নাম কি?

    উত্তরঃ ৮১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা।

    ৪। রোহিঙ্গারা কোন অঞ্চলের অধিবাসী?

    উত্তরঃ মিয়ানমারের আরাকানের। বা দক্ষিন পূর্ব এশিয়া।

    ৫। ভারতের সাত বোনের রাজ্য গুলো নাম কি

    কি?

    উত্তরঃ আসাম,মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম,

    অরুণাচল, কেরালা,হিমাচল।

    ৬। কাশ্মির কোন কোন দেশের দ্বারা শাসিত?

    উত্তরঃভারত ও আফগানিস্তান।

    ৭।দক্ষিন এশিয়ার কোন কোন দেশের উপর কর্কটক্রান্তি রেখা অতিক্রম হয়েছে?

    উঃ বাংলাদেশ, ভারত ও মায়ানমার

    ৮। ইলোরা ও অজান্তা পাহাড়ের অবস্থান কোথায়?

    উত্তরঃ ভারত পাকিস্তান

    ৯। সুলেমান ক্ষীর থর পর্বতমালা অবস্থান

    কোথায়?


    উত্তরঃপাকিস্তান। 

    ১০। রানীগঞ্জ কয়লা খনি কোন দেশে

    অবস্থিত?

    উত্তরঃ বাংলাদেশে

    ১১। জৈন ধর্মের অনুসারী প্রধান অবস্থান

    কোথায়?

    উত্তরঃভারত।

    ১২। দক্ষিন এশিয়ার কোন পযয়ায় অথনৈতিক

    কমকান্ডের শ্রমজীবী বেশি?

    উত্তরঃ১ম পযায়।

    ১৩। দক্ষিন এশিয়ার স্থল বেষ্ঠিত দেশগুলোর নাম কি?

    উঃ নেপাল,  ভূটান ও আফগানিস্তান  ফারাবি

    ১৪। কোন জায়গাকে প্রাচ্যের ডান্ডি বলা হয়?

    উত্তরঃ নারায়ণগঞ্জ কে।

    ১৫। সার্কের সদর দফতর কোথায়?

    উত্তরঃ নেপালে কাঠমুন্ডু তে।

    ১৬। দক্ষিন পূর্ব দিক থেকে দক্ষিন এশিয়ার প্রবেশের জলপথের নাম কি?

    উঃ সুলাইমান পর্বত গিরি

    ১৭। পামীর গ্রন্থি থ্রক্র দক্ষিন পশ্চিম প্রলম্বিত পর্বত শ্রেনিদয়েত নাম কি?

    উঃ সুলাইমান ক্ষীর থর  পর্বত

    ১৮। শ্রীলংকার জলবায়ু কেমন?

    উঃ ক্রান্তীয় মৌসুমী

    ১৯। দক্ষিন এশিয়ার একটি সোনার খনির নাম লিখ?

    উঃ সালেম ও চিতোর খনি।

    ২০। ভারতের কার্পাস বয়ন শিল্পের সর্বাপেক্ষা প্রসিদ্ধ কেন্দ্র কোনটি?

    উঃ মহারাষ্ট্র

    ২১। দক্ষিনন এশিয়ার শিক্ষার হার বেশি  কোন দেশে? /

    উঃ মালদ্বীপ ও শ্রীলংকা

    ২২। পাকিস্তান এর গ্রান্ড ট্রাংক রোডের দুই শেষ প্রান্তের স্থান নাম কি ম

    উঃ ওয়াগা ও খাইবার

    ২৩। লোহা ও ইসপাতের সেরা দেশ দুটির নাম কি?

    উঃ ভারত ও পাকিস্তান।

    ২৪। দক্ষিন এশিয়ার কোন দেশের লোক বেশিরভাগ কৃষির উপর নির্ভর করে?

    উঃ ভারত।

    ২৫। সারকভুক্ত কোন দেশে নদী নাই?

    উ; ম


    [বন্দুকের গুলি মিস হতে কিন্তু আমার সাজেশন থেকে ৯৯.৯৯% কমন মিস হবেনা " ইনশাআল্লাহ।।]


    #ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

    ১। যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাওঃ ১০×১=১০


    ক) দক্ষিণ এশিয়াকে পূর্ব - পশ্চিমে সমভাবে বিভক্তকারী রেখার নাম লিখ।

    খ) দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ কোনটি?

    গ) দক্ষিণ এশিয়ায় কোন মরুভূমি অবস্থিত?

    ঘ) দক্ষিণ এশিয়ার কোন দেশে রেলপথ নেই?

    ঙ) ভারতের সাথে বাংলাদেশের আতিক সীমারেখার দৈর্ঘ্য লিখ।

    চ) আদমশুমারী কী?

    ছ) ডুয়ান্ড লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত?

    জ) দক্ষিণ এশিয়ার ধান উতপাদনের সর্বপ্রধান দেশ কোনটি?

    ঝ) সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?

    ঞ) আফগানিস্তানের প্রধান রপ্তানি দ্রব্যের নাম লিখ।

    ট) যৌথ নদী কমিশন কবে গঠিত হয়?

    ঠ) ছিটমহল কী?


    #খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

    যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৫×৪=২০


    ২। দক্ষিণ এশিয়ার ভৌগলিক গুরুত্ব লিখ।

    ৩। দক্ষিণ এশিয়ার ম্যানগ্রোভ বনভূমির বর্ণনা কর।

    ৪। ভারতের অজ্ঞ নদীর নদী সংযোগ বর্ণনা কর।

    ৫। উদাহরণসহ পুশইন - পুশব্যাক ব্যাখ্যা কর।

    ৬। সার্ক গঠনের লক্ষ্য - উদ্দেশ্য বর্ণনা কর।

    ৭। দক্ষিণ এশিয়ার জনমিতির বৈশিষ্ট্য লিখ।

    ৮। বাণিজ্যের ভারসাম্য বলতে কি বুঝ?

    ৯। সার্কের দূর্বলতা মূল্যায়ন কর।


    #গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)

    যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ৫×১০=৫০


    ১০। দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক পটভূমি বর্ণনা কর।

    ১১। দক্ষিণ এশিয়ার প্রধান প্রধান নদ - নদীর বর্ণনা দাও।

    ১২। দক্ষিণ এশিয়ার কৃষি পদ্ধতি বর্ণনা কর।আসাদস্যার

    ১৩। দক্ষিণ অর্থনীতির বৈশিষ্ট্য ও প্রকারভেদ বর্ণনা কর।

    ১৪। দক্ষিণ এশিয়ার যেকোন একটি দেশের কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও।

    ১৫। দক্ষিণ এশিয়ার দেশসমূহের হাইওয়ের গুরুত্ব বর্ণনা কর।

    ১৬। দক্ষিণ এশিয়ার বৈদেশিক বাণিজ্যের বিবরণ দাও।

    ১৭। সার্কের সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ কর। 



    Tag: ডিগ্রি/ডিগ্রী ৩য় বর্ষ ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন ২০২২ (ডিগ্রি পাস ২০২০),  Degree 3rd Year Geography and environment 5th Paper Suggestion 2022

                                   
    Previous Post Next Post
    আমাদের ফেসবুক পেইজে যুক্ত হতে ক্লিক করুন  

     


    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)