ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৫ম পত্র সাজেশন ২০২৪
ডিগ্রি ৩য় বর্ষের দর্শন ৫ম পত্র ফাইনাল সাজেশন ২০২৪ নিচে দেওয়া হলো দেখে নিন।
ডিগ্রি দর্শন ৫ম পত্র সাজেশন ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. বাংলাদেশ বা বাঙালি দর্শনের সূচনা কোথা থেকে হয় ?
উত্তর: প্রদেশ চিন্তা ধারা থেকে বাংলাদেশে বাঙালি দর্শনের সূচনা হয়।
২. বাংলা ভাষায় দর্শন চর্চার সূচনা করেন কারা?
উত্তর: বাংলা ভাষা দর্শন চর্চার সূচনা করেন আর্যরা।
৩. বাঙালির আদি দর্শন কী?
উত্তর: বাঙালির আদি দর্শন হলো সংখ্যা, যোগ ও তন্ত্র।
৪. সুফি শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত?
উত্তর: সুফি শব্দটি আরবি 'সুফ' (পশম) শব্দ থেকে উদ্ভূত।
৫. প্রথম সুখী হিসেবে পরিচিত কে?
উত্তর: প্রথম সুখী হিসেবে পরিচিত ইমাম হাসান আল-বাসরী।
৬. শরীয়তের মূল ভিত্তি কী?
উত্তর: শরীয়তের মূল ভিত্তি হলো কুরআন ও হাদিস। ৭. রেনেসাঁ শব্দটির অর্থ কী?
উত্তর: রয়েছে শব্দটির অর্থ হলো জীবনের নতুন জাগৃতি, নবজাগরণ, নবজন্ম প্রভৃতি।
৮. বুদ্ধির মুক্তি আন্দোলন কী?
উত্তর: বিশ শতকের গোড়ার দিকে বাঙালি মুসলমানদের মধ্যে প্রগতিশীল চিন্তাধারার আন্দোলন
গড়ে ওঠে তাই বুদ্ধির মুক্তি আন্দোলন।
৯. উনিশ শতকের নবজাগরণের পথিকৃৎ কে?
উত্তর: উনিশ শতকে নবজাগরণের পথিকৃৎ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
১০. 'সত্যের সন্ধানে' কে লিখেছেন?
উত্তর: সত্যের সন্ধানে লিখেছেন আরজ আলী মাতুব্বর।
১১. স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কী?
উত্তর: স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত।
১২. 'আত্মীয় সভা' কত সালে গঠিত হয়?
উত্তর: আত্মীয় সভা 1815 সালে গঠিত হয়।
১৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান দুটি সংস্কার উল্লেখ কর।
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান দুটি সংস্কার হল- ১. সতীদাহ প্রথা রোধ এবং ২. হিন্দু বিধবা
পুনর্বিবাহ।
১৪. কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।
১৫. বাউল কারা?
উত্তর: বাংলার একশ্রেণির অর্ধশিক্ষিত, অশিক্ষিত, একতারা, আশ্রয়ী ও ভাব বিদ্রোহী গায়ক ও
সম্বন্ধয়মুলক মরমি নাম বাউল।
১৬. সুফিবাদের মতে জ্ঞানের উৎস কী?
উত্তর: সুফিবাদের মতে জ্ঞানের উৎস হল স্বজ্ঞা।
১৭. কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট' উপাধি লাভ করেন?
উত্তর: 1915 সালে রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট' উপাধি লাভ করেন।
১৮. ধূমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ধূমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1922 সালে।
১৯. 'সুফি' শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? উত্তর: সুফি' শব্দের উৎপত্তি হয়েছে তাসউফ বা সুফ শব্দ থেকে।
২০. কাজী নজরুল ইসলামের দুটি গ্রন্থের নাম লেখ। উত্তর: কাজী নজরুল ইসলামের দুটি গ্রন্থের নাম হল- ১. অগ্নিবীণা ও ২. আলেয়া।
২১. কোন গ্রন্থে বরকতুল্লাহ দার্শনিক চিন্তার প্রকাশ পায়?
উত্তর: 'মানুষের ধর্ম' গ্রন্থে মোহাম্মদ বরকতুল্লাহ দার্শনিক চিন্তার প্রকাশ পায়।
২২. বিশ শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম কী?
উত্তর: বিশ শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম মুসলিম সাহিত্য সমাজ।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. বাঙালির দর্শনের উদ্ভব ও ক্রমবিকাশ সংক্ষেপে আলোচনা কর।
২. বাংলাদেশ দর্শন কী প্রকৃত দর্শন? ব্যাখ্যা কর।
৩. সুফি শব্দের উৎপত্তি সম্পর্কে যা জান লেখ।
৪. বৈষ্ণব দর্শন কী?
৫. বৈষ্ণবীয় প্রেমতত্ত্ব সংক্ষেপে আলোচনা কর।
৬. 'এই মানুষে সেই মানুষ আছে।'- বলতে লালনশাহ কী বুঝিয়েছেন? ৭. বাউল দর্শনের প্রেমতত্ত্ব সংক্ষেপে আলোচনা কর।
৮. ফরায়েজী আন্দোলন বলতে কী বুঝ?
৯. বিধবাবিবাহ প্রবর্তন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল?
১০. আরজ আলী মাতুব্বরকে কী দার্শনিক বলা হয়? যুক্তি দেখাও।
১১. সংক্ষেপে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদী দর্শন ব্যাখ্যা কর।
১২. জগৎ ও জীবন সম্পর্কে নজরুলের দার্শনিক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা কর। ১৩. কাজী নজরুল ইসলামকে কোন অর্থে দার্শনিক বলা যায়?
১৪. বুদ্ধির মুক্তি আন্দোলনের সদস্য হিসেবে আবুল হোসেনের ভূমিকা কী?
১৫. মানবতাবাদী দার্শনিক হিসেবে জি. সি. দেবের দর্শন ব্যাখ্যা কর।
১৭. বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন? গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১৬. নারী মুক্তি আন্দোলন ও শিক্ষা বিস্তারে বেগম রোকেয়ার ভূমিকা কী?
গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলী
১. বাংলাদেশ দর্শনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
৩. সুফিবাদের মূল নীতিগুলো আলোচনা কর।
৪. বৈষ্ণব দর্শনের স্বরূপ ব্যাখ্যা কর।
৫. বাউল কারা? বাউল তত্ত্বের দার্শনিক প্রেক্ষাপট আলোচনা কর।
৬. বাউল কারা বাউল দর্শনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর।
৭. বৈষ্ণবীয় প্রেমতত্ত্ব আলোচনা কর।
৮. 'বাউল দর্শনের মানবতাবাদের উৎকৃষ্ট বিকাশ ঘটেছে।'- উক্তিটি ব্যাখ্যা কর।
৯. বিধবা বিবাহ প্রবর্তন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা কর।
১০. ঊনিশ ও বিশ শতকের সমাজ সংস্কারের বাংলাদেশের দার্শনিকদের অবদান বর্ণনা কর।
১১. কাজী নজরুল ইসলামের দার্শনিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
১২. বাংলাদেশের দর্শনে বুদ্ধির মুক্তি আন্দোলন এর ভূমিকা বর্ণনা কর।
১৩. বাংলাদেশ দর্শনে আবুল হোসেনের অবদান ব্যাখ্যা কর।
১৪. ড. জি. সি. দেবের সম্বয়ী ভাববাদ ব্যাখ্যা কর। ১৫. মানবতা বাদী দার্শনিক হিসেবে গোবিন্দ চন্দ্র দেব এর দার্শনিক মত এর ব্যাখ্যা দাও।
Tag:ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৫ম পত্র সাজেশন ২০২৪ (ডিগ্রী পাস ২০২২), Degree 3rd Year Philosophy 5th Paper Suggestion 2024, দর্শন ৫ম পত্র সাজেশন ২০২৪

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)