কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট/তালিকা (১৯১৬-২০২৪) | কোপা আমেরিকা কোন দল কতবার নিয়েছে | Copa América Winners List By Year

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট (১৯১৬-২০২৪) | কোপা আমেরিকা কোন দল কতবার নিয়েছে | Copa América Winners List By Year


   
       

    কোপা আমেরিকা খেলা

    কোপা আমেরিকা হচ্ছে একটি ফুটবল প্রতিযোগিতা, যেখানে দক্ষিণ আমেরিকার ফুটবল অ্যাসোসিয়েশনের (কনমেবল) সদস্যপ্রাপ্ত পুরুষদের জাতীয় ফুটবল দলগুলো প্রতিযোগিতা করে। এই প্রতিযোগিতায় বিজয়ী দল দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। এই প্রতিযোগিতাটি ১৯১৬ সালে সর্বপ্রথম অনুষ্ঠিত হয়। এটি মূলত দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল, অতঃপর ১৯৭৫ সালে বর্তমান নামে পরিবর্তন করা হয়েছে। এটি বর্তমানে চলমান প্রাচীনতম আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি বিশ্বের তৃতীয় সর্বাধিক দেখা ফুটবল প্রতিযোগিতা।১৯৯০-এর দশকের পর থেকে উত্তর আমেরিকা এবং এশিয়ার দলগুলোকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

    ১৯৯৩ সাল থেকে এই প্রতিযোগিতায় সাধারণত ১২টি দল অংশগ্রহণ করে — কনমেবল থেকে ১০টি দল এবং অন্যান্য কনফেডারেশন থেকে অতিরিক্ত ২টি দল। মেক্সিকো ১৯৯৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রতিটি আসরে অংশগ্রহণ করেছে, ১৯৯৯ সাল (উক্ত আসরে এএফসি হতে জাপান অংশগ্রহণ করেছিল) এবং ২০১৯ সাল ব্যতীত (উক্ত আসরে এএফসি হতে জাপান এবং কাতার অংশগ্রহণ করেছিল) কনকাকাফ থেকে একটি অতিরিক্ত দল অংশগ্রহণ করেছিল। এই প্রতিযোগিতার ২০১৬ সালের আসরটি কোপা আমেরিকার ১০০তম বছর পূর্তি উৎযাপন করেছিল, যা কোপা আমেরিকা সেন্সেনারিও নামে পরিচিত; উক্ত আসরে কনমেবল থেকে ১০টি দল ছাড়াও কনকাকাফের ৬টি দল অংশগ্রহণ করেছিল।মেক্সিকোর দুই বার রানার-আপ হওয়া এই প্রতিযোগিতায় কনমেবল বহির্ভূত দলের জন্য সবচেয়ে বড় সাফল্য।

    ১৯১৬ সালে এই প্রতিযোগিতার উদ্বোধনী আসরের পর থেকে এপর্যন্ত ৪৭টি আসরে সর্বমোট ৮টি জাতীয় দল শিরোপা জয়লাভ করেছে। উরুগুয়ে এবং আর্জেন্টিনা হচ্ছে এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল, যারা এপর্যন্ত ১৫টি করে শিরোপা জয়লাভ করেছে; পরবর্তী অবস্থানে রয়েছে ব্রাজিল, যারা ৯টি শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও প্যারাগুয়ে, চিলি ও পেরু ২টি করে এবং কলম্বিয়া ও বলিভিয়া ১টি করে শিরোপা জয়লাভ করেছে। আজ পর্যন্ত, আর্জেন্টিনা এই প্রতিযোগিতার ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা তিনবার শিরোপা জয়লাভ করেছে; আর্জেন্টিনা ১৯৪৫ এবং ১৯৪৬ সালে টানা দুইবার শিরোপা জয়লাভ করার পর পুনরায় ১৯৪৭ সালে শিরোপা জয়লাভ করতে সক্ষম হয়েছিল।

     অন্যদিকে, আর্জেন্টিনা (যারা ১৯১৬ সালের উদ্বোধনী আসর আয়োজন করেছিল) সর্বাধিক বার (৯ বার) এই প্রতিযোগিতা আয়োজন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র কনমেবল বহির্ভূত দেশ হিসেবে এই প্রতিযোগিতা আয়োজন করেছে, যারা ২০১৬ সালে কোপা আমেরিকার ১০০তম বছর পূর্তি উৎযাপন করা কোপা আমেরিকা সেন্সেনারিও আয়োজন করেছে। তিন বার (১৯৭৫, ১৯৭৯ এবং ১৯৮৩ সালে) দক্ষিণ আমেরিকার একাধিক দেশ একত্রে এই প্রতিযোগিতা আয়োজন করেছে।


    সর্বশেষ আসরটি ২০২১ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে; রিউ দি জানেইরুর মারাকানা স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করে ১৯৯৩ সালের পর প্রথম, এই প্রতিযোগিতার ইতিহাসে পঞ্চদশতম বারের মতো শিরোপা জয়লাভ করেছে।

    সুত্রঃ-wikipedia


    কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট

    উরুগুয়ে এবং আর্জেন্টিনা হচ্ছে এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল, যারা এপর্যন্ত ১৫টি করে শিরোপা জয়লাভ করেছে; পরবর্তী অবস্থানে রয়েছে ব্রাজিল, যারা ৯টি শিরোপা জয়লাভ করেছে।

    সালবিজয়ীরানার-আপহোস্ট
    ২০২১আর্জেন্টিনাব্রাজিলব্রাজিল
    ২০১৯ব্রাজিলপেরুব্রাজিল
    ২০১৬চিলিআর্জেন্টিনাযুক্তরাষ্ট্র
    ২০১৫চিলিআর্জেন্টিনাচিলি
    ২০১১উরুগুয়েপ্যারাগুয়েআর্জেন্টিনা
    ২০০৭ব্রাজিলআর্জেন্টিনাভেনেজুয়েলা
    ২০০৪ব্রাজিলআর্জেন্টিনাপেরু
    ২০০১কলম্বিয়াম্যাক্সিকোকলম্বিয়া
    ১৯৯৯ব্রাজিলউরুগুয়েপ্যারাগুয়ে
    ১৯৯৭ব্রাজিলবলিভিয়াবলিভিয়া
    ১৯৯৫উরুগুয়েব্রাজিলউরুগুয়ে
    ১৯৯৩আর্জেন্টিনাম্যাক্সিকোইকুয়েডর
    ১৯৯১আর্জেন্টিনাব্রাজিলচিলি
    ১৯৮৯ব্রাজিলউরুগুয়েব্রাজিল
    ১৯৮৭উরুগুয়েচিলিআর্জেন্টিনা
    ১৯৮৩উরুগুয়েব্রাজিল
    ১৯৭৯প্যারাগুয়েচিলি
    ১৯৭৫পেরুকলম্বিয়া
    ১৯৬৭উরুগুয়েআর্জেন্টিনাউরুগুয়ে
    ১৯৬৩বলিভিয়াপ্যারাগুয়েবলিভিয়া
    ১৯৫৯উরুগুয়েআর্জেন্টিনাইকুয়েডর
    ১৯৫৯আর্জেন্টিনাব্রাজিলআর্জেন্টিনা
    ১৯৫৭আর্জেন্টিনাব্রাজিলপেরু
    ১৯৫৬উরুগুয়েচিলিউরুগুয়ে
    ১৯৫৫আর্জেন্টিনাচিলিচিলি
    ১৯৫৩আর্জেন্টিনাব্রাজিলপেরু
    ১৯৪৯ব্রাজিলপ্যারাগুয়েব্রাজিল
    ১৯৪৭আর্জেন্টিনাপ্যারাগুয়েইকুয়েডর
    ১৯৪৬আর্জেন্টিনাব্রাজিলআর্জেন্টিনা
    ১৯৪৫আর্জেন্টিনাব্রাজিলচিলি
    ১৯৪২উরুগুয়েআর্জেন্টিনাউরুগুয়ে
    ১৯৪১আর্জেন্টিনাউরুগুয়েচিলি
    ১৯৩৯পেরুউরুগুয়েপেরু
    ১৯৩৭আর্জেন্টিনাব্রাজিলআর্জেন্টিনা
    ১৯৩৫উরুগুয়েআর্জেন্টিনাপেরু
    ১৯২৯আর্জেন্টিনাপ্যারাগুয়েআর্জেন্টিনা
    ১৯২৭আর্জেন্টিনাউরুগুয়েপেরু
    ১৯২৬উরুগুয়েআর্জেন্টিনাচিলি
    ১৯২৫আর্জেন্টিনাব্রাজিলআর্জেন্টিনা
    ১৯২৪উরুগুয়েআর্জেন্টিনাউরুগুয়ে
    ১৯২৩উরুগুয়েআর্জেন্টিনাউরুগুয়ে
    ১৯২২ব্রাজিলপ্যারাগুয়েব্রাজিল
    ১৯২১আর্জেন্টিনাব্রাজিলআর্জেন্টিনা
    ১৯২০উরুগুয়েআর্জেন্টিনাচিলি
    ১৯১৯ব্রাজিলউরুগুয়েব্রাজিল
    ১৯১৭উরুগুয়েআর্জেন্টিনাউরুগুয়ে
    ১৯১৬উরুগুয়েআর্জেন্টিনাআর্জেন্টিনা


    কোপা আমেরিকা কে বেশি কাপ নিছে


    দলশিরোপাঅংশগ্রহণ
    উরুগুয়ে১৫৪৫
    আর্জেন্টিনা১৫৪৩
    ব্রাজিল২৮
    পেরু৩৩
    প্যারাগুয়ে৩৮
    চিলি৪০
    বলিভিয়া২৮
    কলম্বিয়া২৩

    কোপা আমেরিকা কত বছর পর পর হয়

    ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত, এই প্রতিযোগিতাটি প্রতি তিন বছর অন্তর অন্তর হয়েছিল এবং ২০০৭ সাল থেকে প্রতি চার বছর অন্তর অন্তর (২০১৬ কোপা আমেরিকা ব্যতীত) আয়োজন করা হয়

    কোপা আমেরিকা কাপ আর্জেন্টিনা কতবার নিয়েছে

    কোপা আমেরিকা কাপ আর্জেন্টিনা মোট ৪৩ বার অংশগ্রহণ করে ১৫ বার নিয়েছে।

    Brazil কতবার কোপা আমেরিকা জিতেছে

    ব্রাজিল কোপা আমেরিকা কাপ মোট ২৮ বার অংশগ্রহণ করে ৯ বার নিয়েছে।

    Tag:কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট (১৯১৬-২০২৪), কোপা আমেরিকা কোন দল কতবার নিয়েছে,Copa América Winners List By Year

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)