সম্মানিত পাঠকবৃন্দ আসা করি সবাই ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের ইমকন ১ খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া - Emcon 1 side effects bangla এই নিয়ে আলোচনা করবো।
ইমকন-১ ইমার্জেন্সি পিল সহবাসের ৭২ ঘন্টার মধ্যে সেবন করলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এই পিলের পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না অনেকে জানতে চান। তাই আজকের আমাদের এই আর্টিকেল।
ইমকন ১ খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া
সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সমূহ
- বমি বা বমিভাব ঝিমুনিভাব
- অবসন্নতা ,
- মাথাব্যথা
- পেটে ব্যথার অনুভূতি
- স্তনে ব্যথার অনুভূতি
- যোনিপথে রক্তক্ষরণ হতে পারে
উপরোক্ত অসুবিধাসমূহ ব্যতিত অন্য কোন অযাচিত প্রতিক্রিয়া ঘটে থাকলে ডাক্তারকে অবহিত করুন ।
সতর্কতা ও সতর্কবাণী
লিভোনরজেস্ট্রেল ব্যবহারে বিশেষ সতর্কতা ও ইমার্জেন্সি জন্মনিরোধক বিশেষ অবস্থায় ব্যবহার করা উচিত , কারণ লিভোনরজেস্ট্রেল ব্যবহারের প্রতিবারেই জন্মনিরোধ নাও হতে পারে । নিয়মিত ব্যবহারে সহযোগী হরমোনের মাত্রা বৃদ্ধি পরামর্শযোগ্য নয় । লিভোনরজেস্ট্রেল নিয়মিত জন্মনিরোধক নয় । লিভোনরজেস্ট্রেল ব্যবহারে মাসিক স্রাব স্বাভাবিক এবং কাঙ্খিত সময়ে হয় ; তথাপি মাসিক স্রাব নির্ধারিত সময়ের আগে ও পরেও হতে পারে । এই ওষুধ খাওয়ার পরে যদি নির্ধারিত সময়ে অস্বাভাবিক রক্তক্ষরণ হয় অথবা ঋতুস্রাব যদি ৫ দিন পিছিয়ে যায় তবে প্রেগন্যান্সি টেস্ট করে নিতে হবে । ইমার্জেন্সি জন্মনিরোধক যৌনবাহিত রোগ প্রতিরোধ করে না এবং যে ক্ষেত্রে যৌনবাহিত রোগ সংক্রমণের সম্ভাবনা বেশি সে ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে । ওষুধ সেবনের ২ ঘণ্টার মধ্যে বমি হলে সঙ্গে সঙ্গে আরও একটি লিভোনরজেস্ট্রেল ট্যাবলেট সেবন করতে হবে । ব্যবহারের পরে জন্মনিরোধক ট্যাবলেট বিহীন দিনগুলিতে যদি মাসিক স্রাব না হয় তবে গর্ভধারণ হয়েছে কিনা তা নিশ্চিত হতে একটি প্রেগন্যান্সি টেস্ট করা উচিত ।
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)