গ্যাস্ট্রিকের ঔষধ এর নাম ও দাম ২০২৪ | গ্যাস্ট্রিক এর ঔষধ খাওয়ার নিয়ম | গ্যাস্ট্রিকের ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া

গ্যাস্ট্রিকের ঔষধ এর নাম ও দাম | গ্যাস্ট্রিক এর ঔষধ খাওয়ার নিয়ম | গ্যাস্ট্রিকের ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া


আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ বন্ধুরা আপনাদের সবাইকে Educationblog24.Com এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। 

প্রিয় পাঠকবৃন্দ বন্ধুরা আমাদের আজকের এই পোস্ট দ্বারা আপনারা জানতে পারবেন গ্যাস্টিকের ঔষধ সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি গ্যাস্টিকের ঔষধ এর কার্যকারীতা ও এই ঔষধের অন্যান্য তথ্য জেনে আপনাদের উপকার আসবে। 

আপনারা অনেকেই অনেক রকম ভাবে ইন্টারনেটের মাধ্যমে খোঁজাখুজি করছেন গ্যাস্টিকের ঔষধের নাম ও দাম এবং খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ সব তথ্য জানতে চান। 

তাই শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আজকে আপনাদের মাঝে এই পোস্টের মাধ্যমে শেয়ার করবো গ্যাস্ট্রিকের ঔষধ এর নাম ও দাম, গ্যাস্ট্রিক এর ঔষধ খাওয়ার নিয়ম, গ্যাস্ট্রিকের ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আমাদের পোস্টে দেওয়া এই গ্যাস্টিকের ঔষধের ইনফরমেশন গুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে আপনাদের অনেক উপকার হবে। 


    গ্যাস্ট্রিকের ঔষধ এর নাম ও দাম  

    গ্যাস্টিক সমস্যা জন্য যে ঔষধগুলো কার্যকরী সেই ঔষধগুলো নাম নিচে দেওয়া হলো—

    ★ওমিপ্রাজল 

    ★রেনিটিডিন

    ★সেকলো 

    ★পেন্টানিক্স

    ★এক্সিলক ২০

    ★ ইসুটিন ২০

    ★ওপি ২০ 

    ★নিউ ট্রাক  

    ★ওর ট্রাক 

    ★সার্জেল 

    ★মাক্সপ্রো 

    ★লোসেকটিল 

    ★ফিনিক্স ২০ 

    ★রাবিপ্রাজল 

    ★এন্টারসিড 

    ★ইসোমিপ্রাজল বিপি

    ★প্যানটোপ্রাজল

    গ্যাস্টিকের ঔষধের দাম—

    বন্ধুরা আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসী থেকে ঔষধগুলো সংগ্রহ এবং গ্যাস্টিকের ঔষধের দাম সম্পর্কে ও জানতে পারবেন। 


    গ্যাস্ট্রিক এর ঔষধ খাওয়ার নিয়ম  

    কিছু কিছু মতে, গ্যাস্টিকের ঔষধ সবসময় খাওয়ার আগে বা খালিপেটে খেলে ভালো হয়। আবার খাওয়ার পরে খেলেও সমস্যা হয় না। কিন্তু খালিপেটে খাওয়াই উত্তম। 


    PPI বা Proton Pump Inhibitor:

    এগুলো এসিড ক্ষরণের সর্বশেষ ধাপে কাজ করে এবং এগুলো গ্যাস্ট্রিকের সবচেয়ে কার্যকরী ঔষধ। PPI সাধারণত চার ধরনের হয়

    ★ওমিপ্রাজল (Omeprazole) যেমন সেকলো, ওমেপ, ওপি ইত্যাদি।

    ★ইসমিপ্রাজল (Esomeprazole) যেমন নেক্সাম, এক্সিয়াম, ম্যাক্সপ্রো ইত্যাদি।

    ★প্যানটোপ্রাজল (Pantoprazole) যেমন পেন্টানিক্স, প্যান্টিড ইত্যাদি

    ★র‍্যাবেপ্রাজল (Rabeprazole) যেমন রেব, ব্যারেগাট, ফিনিক্স ইত্যাদি

    PPI খাবারের আগে সাধারণত ৩০ মিনিট আগে বা কমপক্ষে ১০-১৫ মিনিট আগে খেতে হয়।


    H2 blocker: 

    এই ঔষধগুলো হিস্টামিন রিসেপ্টর এর উপর কাজ করে এসিড ক্ষরণ কমায়। 

    H2 Blocker কয়েক ধরনের হয়। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 

    ★রেনিটিডিন (যেমন রেনিটিড, নিউট্যাক) এবং 

    ★ফ্যামোটিডিন (যেমন ফেমোট্যাক)।

    H2 Blocker ও PPI এর মতো খাবার ৩০ মিনিট পূর্বে বা কমপক্ষে ১০ থেকে ১৫ মিনিট পূর্বে খেতে হয়।


    গ্যাস্ট্রিকের ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া

    গ্যাস্ট্রিকের ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া দেখে নিন—

    অনেকদিন ধরে গ্যাস্ট্রিকের ঔষধ বিশেষ করে পিপিআই সেবনে নিম্নোক্ত পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে-

    ★শরীরের আয়রন কমে গিয়ে রক্ত শূন্যতা তৈরি হতে পারে।

    ★পাকস্থলীতে হেলিকো বেকটর পাইলুরি নামক জীবাণু সংক্রমণ হতে পারে। এই জীবাণু পাকস্থালীর ক্যান্সারের জন্য দায়ী।

    ★শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, সেসব মানুষের হাড় অল্পতে ভেঙে যেতে পারে বিশেষ করে উরু অস্থির উপরি ভাগে যাকে নেক ফিমার বলে তা।


    বিঃদ্রঃ ডাক্তার পরামর্শ ছাড়া কোন ধরনের ঔষধ সেবন করবেন না। 



    Tag: গ্যাস্ট্রিকের ঔষধ এর নাম ও দাম, গ্যাস্ট্রিক এর ঔষধ খাওয়ার নিয়ম, গ্যাস্ট্রিকের ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)