আসছালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্ধ সবাই কেমন আছেন? আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা তোমাদের X-Jelly এর কাজ কি | X-Jelly ব্যবহারের নিয়ম | X-Jelly এর দাম কত শেয়ার করার চেষ্টা করবো। এর আগে আমরা জেনে নেই x জেল এর কাজ কি এটি কেন ব্যবহার করা হয়।
X-Jelly এর কাজ কি
বন্ধুরা অনেক সময় আমাদের শরীর প্রয়োজনীয় পরিমান লুব্রিকেশন তৈরি করতে পারে না।তখন লুব্রিকেন্ট জেল ব্যবহার করা হয়। লুব্রিকেন্ট জেল দৈহিক মি*লনকে সহজতর এবং আনন্দময় করার জন্য পিচ্ছিলকারক হিসেবে ব্যবহার নির্দেশিত। ইহা কন*ডম ব্যতীত অথবা কন*ডম এর সাথেও ব্যবহার উপযোগী। কন*ডম এর সাথে ব্যবহারের ক্ষেত্রে ইহা পিচ্ছিলকারক হিসাবে কন*ডম এর বাহিরে প্রয়োগ করতে হয়। অনেক ক্ষেত্রে কন*ডম প্রয়োগ সহজতর করতে কন*ডম এর ভিতরেও ব্যবহার করা যেতে পারে।
X-Jelly ব্যবহারের নিয়ম
সহ*বাসের পূর্বে প্রয়োজনমত জেলি নিয়ে যৌ**নাঙ্গে মাখিয়ে নিতে হবে। প্রয়োজন হলে পুনরায় ব্যবহার করা যাবে। শিশুদের ক্ষেত্রে এই জেলি ব্যবহার করা যাবেনা।
X-Jelly এর পার্শ্বপ্রতিক্রিয়া
লুব্রিকেন্ট জেলির তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই। কিছু এলার্জিক রিএ্যাকশন দেখা যেতে পারে, যেমন চুলকানি, শ্বাসকষ্ট, স্ফীতি ইত্যাদি।
X-Jelly এর দাম কত | কি জেলি প্রাইস ইন বাংলাদেশ
X-Jelly 50gm দাম ১৭৫/- টাকা
X-Jelly কোথায় পাওয়া যায়
X-Jelly আপনার নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন।
Tag:X-Jelly এর কাজ কি, X-Jelly ব্যবহারের নিয়ম, X-Jelly এর দাম কত
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)