গর্ভনিরোধক ট্যাবলেট এর নাম | গর্ভনিরোধক ট্যাবলেট খাওয়ার নিয়ম | গর্ভনিরোধক ট্যাবলেট খেলে কি হয়

 

গর্ভনিরোধক ট্যাবলেট এর নাম | গর্ভনিরোধক ট্যাবলেট খাওয়ার নিয়ম | গর্ভনিরোধক ট্যাবলেট খেলে কি হয়

আসছালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা সবাই কেমন আছেন?আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠকবৃন্ধ আজকে আমরা এই নিবন্ধে গর্ভনিরোধক ট্যাবলেট এর নাম | গর্ভনিরোধক ট্যাবলেট খাওয়ার নিয়ম | গর্ভনিরোধক ট্যাবলেট খেলে কি হয়এই বিষয় নিয়ে আলোচনা করবো। আসা করি যারা গর্ভনিরোধক ট্যাবলেট এর নাম | গর্ভনিরোধক ট্যাবলেট খাওয়ার নিয়ম | গর্ভনিরোধক ট্যাবলেট খেলে কি হয় এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন।

       

       

     গর্ভনিরোধক ট্যাবলেট খাওয়ার নিয়ম

    গর্ভনিরোধক ট্যাবলেট অনেক রকমের থাকে। প্রতিটি ট্যাবলেটের আলাদা আলাদা খাওয়ার নিয়ম রয়েছে। সাধারন গর্ভনিরোধক পিল গুলো সহবাসের ৭২ থেকে ১২০ ঘন্টার মধ্যে খেতে হয়। তাই আজকে আমরা কিছু কমন পিলের খাওয়ার নিয়ম শেয়ার করবো। আসা করি তোমাদের উপকারে আসবে। তাহলে চলুন দেখে নেই ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম।যেসব গর্ভনিরোধক পিল খাওয়ার নিয়ম দেওয়া হবে দেখে নিন।

    গর্ভনিরোধক ট্যাবলেট এর নাম

    • নোরিক্স ১
    • ইমকন ১
    • ফেমিকন
    • পিউলি ইমার্জেন্সি পিল
    • আই পিল (i pill)
    • নরপিল

    নরপিল পিল খাওয়ার নিয়ম

    ট্যাবলেটটি যত তাড়াতাড়ি সম্ভব সেবন করতে হবে যা অরক্ষিত যৌন মিলনের ১২ ঘণ্টার মধ্যে এবং কোনক্রমেই ৭২ ঘণ্টার পরে নয় মাসিকচক্রের যে কোন সময়ে নরপিল ১ সেবন করা যেতে পারে।

    ইমকন ১ ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম

    ইমকম -১ পিল খাওয়ার নিয়ম হলো অনিরাপদ সময়ে সহবাস করার ৭২ ঘন্টার মধ্যে সেবন করতে হবে । এর পর এর ঐষন আর কাজ করে না। এই পিল ১টা সেবন করে পিল খাওয়ার ৭২ ঘন্টার মধ্যে কয়েক বার সহবাস করতে পারবেন।


    আরো জানতে আমাদের ইমকন ১ নিয়ে বিস্তারিত আর্টিকেল পড়তে পারেনঃ- Click Here to Read

    আই পিল (i-pill) খাওয়ার নিয়ম

    i-pill রেগুলার খাওয়ার বড়ি নয়। । আই পিল খাওয়ার নিয়ম হলো অনিরাপদ সময়ে সহবাস করার ৭২ ঘন্টার মধ্যে সেবন করতে হবে । এর পর এর ঔষন আর কাজ করে না। এই পিল ১টা সেবন করে পিল খাওয়ার ৭২ ঘন্টার মধ্যে কয়েক বার সহবাস করতে পারবেন।

    নোরিক্স ১ ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম

    ইমার্জেন্সি নোরিক্স  পিল খাওয়ার  নিয়ম হলো অনিরাপদ মিলনের ৭২ ঘন্টার মধ্যে ১ টি নোরিক্স পিল সেবন করলে প্রেগন্যান্সি রোধ করা সম্ভব হয় । এটা শুধু ইমার্জেন্সি ক্ষেত্রে প্রযোজ্য যা কোন এক মাসে ১ টি পিল সেবনের পর পরবর্তীতে পিরিয়ড না হওয়া পর্যন্ত আর একটি অর্থাৎ ২য় টি পিল উচিৎ নয়।  কেনো না এই নোরিক্স পিল ১ টা সেবন করার পর পিরিয়ড অনিয়মিতভাবে হতে থাকে, এই পিলের পার্শ্বপ্রতিক্রিয়া খুবেই প্রভাব ফেলে যা সেবন কারীর জন্য ক্ষতিকর তাই একটি পিলের পার্শ্বপ্রতিক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বা পিরিয়ড ক্লিয়ার না হওয়া পর্যন্ত আর একটি পিল খাওয়া অনুচিত তবে খেলেও প্রেগন্যান্সি রোধ করবে কিন্ত পার্শ্বপ্রতিক্রিয়া খুবেই প্রভাব ফেলতে পারে। ইমার্জেন্সি পিল দাড়া বুঝায় যে ।ইমার্জেন্সি মানেই হলো জরুরী। অর্থাৎ আপনি হঠাৎ আপনার স্ত্রীর সাথে প্রটেকশন ব্যতীত মিলন করলেন সে ক্ষেত্রে এই ইমার্জেন্সি নোরিক্স পিল মিলনের ৭২ ঘন্টার মধ্যে স্ত্রীকে খাওয়ালে প্রেগন্যান্ট হবে না। এটা শুধু জরুরী ক্ষেত্রে প্রযোজ্য এই পিল নিয়মিত ভাবে খাওয়া যাবে না। হ্যা নোরিক্স ইমার্জেন্সি পিল যা মিলনের ৭২ ঘন্টার মধ্যে সেবন করা যায় অথবা ১ টি পিল সেবন করার পর ৭২ ঘন্টার মধ্যে কয়েক বার মিলন করলে প্রেগন্যান্ট হবে না। আশা করি বুঝতে পারছেন।

    আরো জানতে আমাদের নোরিক্স ১ নিয়ে বিস্তারিত আর্টিকেল পড়তে পারেনঃ- Click Here to Read

    পিউলি ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম

    এই পিলটি অরিক্ষিত মিলনের পরে সর্বোচ্চ ১ বার সেবন করতে হয়।
    মিলনের পরে যতো তারাতাড়ি সম্ভব সেবন করতে হয়ে। মনে রাখবেন কোনক্রমেই যেনো ৭২ ঘন্টা পার না হয়।
    মাসিক চক্রের যেকোন সময়ে এই পিল সেবন করা যায়।
    এই পিলটি বাজারের অন্যান্য ট্যাবলেটের মতো পানি দিয়ে মুখে দিয়ে গিলে ফেলতে হয়।

    আরো জানতে আমাদের পিউলি পিল নিয়ে আর্টিকেল পড়তে পারেনঃ- Click Here to Read

    ফেমিকন পিল খাওয়ার নিয়ম

    ফেমিকন খেতে মনস্থির করলে পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
    মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে তীর দিয়ে নির্দেশনা দেওয়া সাদা বড়ি থেকে খাওয়া শুরু করুন
    পরের দিন থকে প্রতিদিন একটা করে সাদা বড়ি সেবন করুন। মনে রাখবেন এই পিলটি প্রতিদিন এক সময়ে খাওয়া উচিত, তাই ভালো হয় প্রতিদিন রাতে ঘুমানোর আগে।
    ২১ দিনে ২১টি সাদা বড়ি সেবনের পরে বাদামী বড়ি খাওয়া শুরু করবেন।
    বাদামী রঙ এর বড়ি খাওয়াকালীন আপনার মাসিক শুরু হবে, এমতাবস্থায় বাদামী বড়ি খাওয়া চালিয়ে যেতে হবে।
    এই সময়ের মধ্যে মাসিক শুরু না হলে আপনি অন্তঃসত্তা কিনা তা টেস্ট করুন।
    ৭টি বাদামি পিল শেষ হলে আপনি নতুন ঠিক এইকই নিয়মে আরেকটি ফেমিকনের পাতা শুরু করতে পারেন।
    এভাবে আপনি যতদিন বাচ্চা নিতে না চান চালিয়ে যাবেন।

    আরো জানতে আমাদের ফেমিকন নিয়ে আর্টিকেল পড়তে পারেনঃ- Click Here to Read

    গর্ভনিরোধক পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়

    উত্তরঃ- মাসিক হওয়ানোর জন্য ইমারজেন্সী পিল খাওয়ানো হয়না। অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করার জন্য ইমারজেন্সী পিল সেবন করা হয়। তবে অনেক সময় এর প্রভাবে মাসিক আগে বা পরে হতে পারে আবার ঠিক সময়েও হতে পারে। কেননা সব ধরনের ইমারজেন্সী পিলেই পার্শ্বপ্রতিক্রিয়া বিদ্যমান। এটা নিয়ে দুশ্চিন্তার করার কোনো প্রয়োজন নেই। নারীদেরর সব সময়েই নির্দিষ্ট সময়ে মাসিক হয় না, হরমোনের কারনে,  বিভিন্ন ধরনের পিল/ওষুধ সেবন করার ফলে মাসিকের তারিখ ৫/৭ দিন বা ৮/১০ দিন পিছিয়ে যেতে পারে। তাই এখনই দুশ্চিতা না করে আরো কিছুদিন দেখুন। অপেক্ষা করে দেখুন কিছু দিনের মধ্য হয় কি না..? যদি মাসিকের সময় হতে দ্বিগুন সময় অতিক্রম হয়ে যায়। তাহলে যথা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


    গর্ভনিরোধক ট্যাবলেট খেলে কি হয়

    উত্তরঃ- অসতর্কতায় বা অনিরাপদ যৌন সংসর্গের পর গর্ভধারণের ঝুঁকি কমাতে গর্ভনিরোধক ট্যাবলেট গ্রহণ করা হয়। এই পিল গর্ভপাত করায় না, কেবল ডিম্ব স্ফুটনের বা ওভুলেশনের সময়কে পিছিয়ে দেয়। ফলে শুক্রাণু গর্ভসঞ্চার করার সুযোগ না পেয়ে জরায়ুতে তত দিনে নষ্ট হয়ে যায়। এভাবেই এটি গর্ভধারণের ঝুঁকি কমায়।

    Tag:ট্যাবলেট এর নাম,  গর্ভনিরোধক ট্যাবলেট খাওয়ার নিয়ম | গর্ভনিরোধক ট্যাবলেট খেলে কি হয়

                                   
    Previous Post Next Post

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)