আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ বন্ধুরা আপনাদের সবাইকে Educationblog24.Com এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন।
প্রিয় বন্ধুরা আজকে আমাদের এই পোস্টের মূল উপপাদ্য হলো হজ্জের ফরজ ও ওয়াজিব কয়টি এবং কি কি সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।
হজ হলো ইসলামের মূল পাঁচটি স্তম্ভের মধ্যে ৫ম তম স্তম্ভ। হজ আল্লাহ তাআলার একটি বিশেষ বিধান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, [‘আল্লাহর তরফ থেকে সেই সব মানুষের জন্য হজ ফরজ, যারা তা আদায়ের সামর্থ্য রাখে।’] (সুরা: আলে ইমরান; আয়াত: ৯৭)। শারীরিক ও আর্থিকভাবে সমর্থ নারী-পুরুষের ওপর হজ ফরজ করা হয়েছে। সামর্থ্যবানদের জন্য একবার হজ করা ফরজ। আর একবারের অধিক হজ করা নিজের ঐচ্ছিক বিষয়।
তো প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আছেন হজ পালনে আগ্রহী। আর হজের পালন করার জন্য অজানা তথ্য হজের ফরজ ও ওয়াজিব কয়টি কি কি সেই সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাচ্ছেন। আজকে তাদের জন্য আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো হজের ফরজ কয়টি এবং হজ্জের ওয়াজিব কয়টি ও কি কি। আশা করি আমাদের পোস্টে দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে আপনাদের অনেক উপকার হবে।
হজ্জের ফরজ কয়টি ও কি কি
আসুন হজ্জের ফরজ কয়টি জেনে নি—
হজের ফরজ—
হজের ফরজ তিনটি। যথা:—
১. ইহরামের নিয়ত বা ইচ্ছা করা।
২. অকুফে আরাফা করা, ৯ জিলহজ জোহর থেকে ১০ জিলহজ ফজরের পূর্ব পর্যন্ত যেকোনো সময় আরাফাতের ময়দানে অবস্থান করা।
৩. তাওয়াফে জিয়ারত করা, ১০ জিলহজ ভোর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যেকোনো সময় কাবাঘর তাওয়াফ বা সাতবার প্রদক্ষিণ করা।
হজ্জের ওয়াজিব কয়টি ও কি কি
হজের ওয়াজিব—
হজের ওয়াজিব সাতটি। যথা:—
১. আরাফাত থেকে মিনায় ফেরার পথে মুজদালিফা নামক স্থানে ১০ জিলহজ ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে কিছু সময় অবস্থান করা।
২. সাফা ও মারওয়া সাই করা বা দৌড়ানো।
৩. ১০, ১১ ও ১২ জিলহজ জামরায় শয়তানকে পাথর মারা।
৪. তামাত্তু ও কিরান হজে কোরবানি করা।
৫. মাথার চুল কামিয়ে বা কেটে ইহরাম খোলা।
৬. বিদায়ী তাওয়াফ করা।
৭. মদিনা শরিফে রওজাতুন নবী (সা.) জিয়ারত করা। (আসান ফিকাহ, ইউসুফ ইসলাহি, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা: ২৫১)।
Tag: হজ্জের ফরজ ও ওয়াজিব কয়টি ও কি কি

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)