দাখিল ফরম ফিলাপ ২০২২ কত টাকা | Dakhil form fill up 2022 notice

 এতদ্বারা মাদ্রাসা শিক্ষা বোর্ড , ঢাকা এর আওতাধীন সকল মাদ্রাসা প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে , ২০২২ সালে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষার Online এ ফরম পূরণ ও প্রয়োজনীয় ফি মাদ্রাসা বোর্ডে জমা দেয়ার তারিখ , ফি এর হার ও নিয়মাবলি নিম্নে উল্লেখ করা হলো । 

১। Online এ শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ( probable list ) প্রদর্শন : শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.ebmeb.gov.bd ) এ ১০/০৪/২০২২ তারিখে দেওয়া হবে । উক্ত সম্ভাব্য তালিকা হতে ১৩/০৪/২০২২ থেকে ২৪/০৪/২০২২ তারিখের মধ্যে Online এ নিম্নবর্ণিত প্রক্রিয়ায় ফরম পূরণ ( eFF ) সম্পন্ন করতে হবে।  

( ক ) প্রতিষ্ঠানসমূহ মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে OEMS / eFF এ ক্লিক করে EIIN ও Password দিয়ে Login করে Probable list এ যেতে হবে এবং Print করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্ধারণ করতে হবে ।

 ( খ ) উক্ত হার্ডকপি Probable list এ টিক চিহ্নিত পরীক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত probable list থেকে Select করতে হবে ।

 ( গ ) Temporary List Print করে ভালভাবে যাচাই বাছাই করে প্রয়োজন হলে Select / Unselect করা যাবে ।

 ( ঘ ) এর পর Pay Slip Print করতে হবে । নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় ( যে শাখায় সোনালী সেবা চালু আছে ) Pay Slip এ উল্লিখিত পরিমাণ টাকা জমা প্রদান করতে হবে । উল্লেখ্য Pay Slip Print করলে আর কোন অবস্থাতেই Select / UnSelect করা যাবে না । 

( ঙ ) ফি এর টাকা ব্যাংকে জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে Final Candidate List Print Active হবে । 

( চ ) Final Candidate List Print করে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করতে হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন । 

( ছ ) প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ছাত্র / ছাত্রীদের মধ্য থেকে ফরম পূরণের কাজ একইভাবে সম্পন্ন করতে পারবে । 

২। পরীক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত প্রিন্ট কপি শিক্ষা প্রতিষ্ঠানে ১ ( এক ) কপি সংরক্ষণ করতে হবে ।


গুরুত্বপূর্ণ কিছু তারিখ সমূহ 

অনলাইন ফরম পূরণ শুরুঃ-- ১৩/০৪/২০২২ হতে ২৪/০৪/২০২২ পর্যন্ত 

ফি জমার সর্বশেষ তারিখ : ২৫/০৪/২০২২

       
       

    দাখিল ফরম ফিলাপ/পূরন ২০২২ কত টাকা | Dakhil form fill up 2022 notice

    দাখিল ফরম ফিলাপ ২০২২ কত টাকা | Dakhil form fill up 2022 notice

    দাখিল ফরম ফিলাপ ২০২২ কত টাকা | Dakhil form fill up 2022 notice

    দাখিল ফরম ফিলাপ ২০২২ কত টাকা | Dakhil form fill up 2022 notice

    দাখিল ফরম ফিলাপ ২০২২ কত টাকা | Dakhil form fill up 2022 notice




    দাখিল ফরম ফিলাপ ২০২২ PDF

    Click Here To Download 

    Tag:দাখিল ফরম ফিলাপ ২০২২ কত টাকা,  Dakhil form fill up 2022 notice,দাখিল ফরম পুরন ২০২২ pdf


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন