গোসলের ফরজ কয়টি কি কি | গোসলের ফরজ হওয়ার কারণ


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 


গোসলের ফরজ হওয়ার কারণ

আসসালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই কেমন আছেন, আশা করি  সকলেই ভাল আছেন। আজ তোমাদের সাথে একটি বিষয় শেয়ার করবো, যা প্রত্যেক মুসলমান নর নারী সকলের জন্য জানা জরুরী। তাহলো গোসলের ফরজ কয়টি ও কি কি এবং গোসল ফরজ হওয়ার কারণ কি।


গোসলের ফরজ কয়টি ও কি কি


গোসলের ফরজ তিনটি

১. কুলি করা। ২. নাকে পানি দেওয়া।৩.সমস্ত শরীর ধৌত করা।


গোসলের ফরজ হওয়ার কারণ

গোসল ফরজ হয় ছয়টি কারণে। 

১.মনী বের হলে, চাই তা ইচ্ছাকৃত বের হোক অথবা অনিচ্ছায়।

২.সহবাস করলে চাই মনী বের হোক অথবা না হোক।

৩.বেহোশ থেকে হুশ ফিরার পর যদি কাপড়ে আর্দ্রতা পায় এবং তা শুক্র বলে ধারণা হয় তাহলে গোসল ফরজ। 

৪.হায়েয 

৫.নিফাস হলে।

৬.কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে তাকে গোসল দেওয়া ফরজে কিফায়া।


Tag:গোসলের ফরজ কয়টি কি কি,   গোসলের ফরজ হওয়ার কারণ


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন





p