শবে বরাতের নামাজ কি সুন্নত নাকি নফল | শবে বরাতের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয়

শবে বরাতের নামাজ কি সুন্নত নাকি নফল | শবে বরাতের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয়


আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আজ ৭ ই মার্চ পবিত্র শবে বরাত পালিত হবে। পবিত্র শবে বরাতের অনেক ফজিলত রয়েছে। শবে বরাত মুসলিম ধর্মাবলম্বীদের জন্য খুবই পবিত্র একটি রাত। এই রাতে মুসলিমরা সারা রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকেন।

রাসূলুল্লাহ (সা.) বলেন, যখন শাবানের মধ্য দিবস আসে, তখন তোমরা রাতে নফল ইবাদত কর ও দিনে রোজা পালন কর। (সুনানে ইবনে মাজাহ)। এছাড়া প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ আইয়ামে বিজের নফল রোজা তো রয়েছেই, যা আদি পিতা হজরত আদম (আ.) পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদও (সা.) পালন করতেন, যা মূলত সুন্নত।

   
       

    শবে বরাতের নামাজ কি সুন্নত নাকি নফল

    শবে বরাত শাবান মাসের ১৪ তারীখ দিবাগত রাতে। এ বছর ২৫ ফেব্রুয়ারি রবিবারে শবে বরাত হবে। শবে বরাতের নামাজ ও রোজা উভয়টি নফল। রাতে নিজের সাধ্য অনুযায়ী নফল নামাজ, জিকির, দুআ করবে। নামাজের কোনো নির্দিষ্ট রাকাত বা পরিসংখ্যান নেই। অন্যান্য নফল নামাজের মতোই তার নামাজ। এর জন্য আলাদা কোনো নিয়মও নেই। আর পরদিন রোজা রাখবে।

    শবে বরাতের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয়


    শবে বরাতের নামাজ কি কি শুরা দিয়ে পড়বেন এটার কোন নির্দিষ্ট সুরা কোথাও উল্লেখ নেই। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন ঠিক এই ভাবেই শবে বরাতের নামাজ আদায় করবেন।



    Tag:শবে বরাতের নামাজ কি সুন্নত নাকি নফল,শবে বরাতের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয়





    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন