আসছালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্ধ সবাই কেমন আছেন।আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা তোমাদের ঘরে প্রবেশের ছোট দোয়া- | ঘরে প্রবেশের দোয়া ছবি |ঘরে প্রবেশের সুন্নত সমূহ শেয়ার করবো। যারা ঘরে প্রবেশের ছোট দোয়া- | ঘরে প্রবেশের দোয়া ছবি |ঘরে প্রবেশের সুন্নত সমূহ খুজতেছেন আজকের পোস্টটি তোমাদের জন্য।
ঘরে প্রবেশের ছোট দোয়া
بِسْمِ اللّٰهِ وَلَجْنَا، وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا، وَعَلَى اللّٰهِ رَبِّنَا تَوَكَّلْنَا
বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়াবিমিল্লাহি খারাজনা, ওয়া ‘আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা
আল্লার নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহ্র নামেই আমরা বের হলাম এবং আমাদের রব আল্লাহর উপরই আমরা ভরসা করলাম
আবু দাউদ- ৪/৩২৫ , ৫০৯৬
ঘরে প্রবেশের দোয়া ছবি
ঘরে প্রবেশের সুন্নত সমূহ
ঘরে প্রবেশের সুন্নাত সমূহ
১.প্রবেশের পূর্বে অনুমতি নেওয়া। এটা জরুরী।
সূরা নূর- ২৭; বুখারী- ৬২৪১
২. প্রবেশের সময় বিসমিল্লাহ বলা।
ইবনে মাজাহ- ৩৮৮৭; মুসলিম- ৫৩৮১
৩. অতঃপর এই দুআ পড়া-
اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
৪. ডান পা দিয়ে প্রবেশ করা।
বুখারী- ১৬৮; মুসনাদে আহমাদ- ২৫৫৪৫
৫. প্রবেশের পর ঘরবাসিকে সালাম দেওয়া।
সূরা নূর- ২৭;আবূ দাউদ- ৫০৯৮
শুআবুল ঈমান- ৮৮৪৩
Tag:ঘরে প্রবেশের ছোট দোয়া, ঘরে প্রবেশের দোয়া ছবি, ঘরে প্রবেশের সুন্নত সমূহ

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)