এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (১ম অধ্যায়) সাজেশন ২০২১ |পৌরনীতি ও সুশাসন সাজেশন
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (১ম অধ্যায়)
১। Civics শব্দের অর্থ কি?
= পৌরনীতি
২। Civics শব্দটি কোন কোন শব্দ থেকে এসেছে?
= Civis, Civitas
৩।Civis& Civitas শব্দের অর্থ কি?
= নাগরিক & নগররাষ্ট্র
৪। পৌরনীতি কি?
= যে শাস্ত্র নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে তাই পৌরনীতি।
৫। পুর শব্দের অর্থ কি?
= নগর
৬। কোন ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয়?
= সংস্কৃত ভাষায়
৭। নগর রাষ্ট্র কি?
= প্রাচীন গ্রিসের এক একটি নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি রাষ্ট্রই নগর রাষ্ট্র।
৮। পৌরনীতি ও সুশাসন কি ধরনের বিজ্ঞান?
= নাগরিকতা বিষয়ক বিজ্ঞান।
৯।" মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব" উক্তিটি কার?
= বিখ্যাত দার্শনিক এরিস্টটলের।
১০।পৌরনীতি সম্পর্কে ই.এম. হোয়াইট -এর সংজ্ঞাটি লিখ।
= ই.এম.হোয়াইট এর সংজ্ঞা -নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি।
১১।পৌরনীতি সম্পর্কে এফ.আই.গ্লাউড-এর সংজ্ঞাটি কি?
= এফ আই গ্লাউড এর সংজ্ঞাটি হলো-
যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস,কার্যাবলি ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে তার অধ্যয়নই হচ্ছে পৌরনীতি।।
১২। প্রাচীনকালে কোথায় নগররাষ্ট্র গড়ে ওঠেছিল?
= গ্রিসে
১৩। জাতিরাষ্ট্রের আদিরূপ কোনটি?
= নগর রাষ্ট্র।
১৪। মানব সভ্যতার আদি সংগঠন কোনটি?
= পরিবার
১৫।" ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন" উক্তিটি কার?
= অধ্যাপক জন সিলির
১৬। Polites ও Polis শব্দের অর্থ কি?
= নাগরিক ও নগর রাষ্ট্র।
১৭। Polites & Polis কোন ভাষার শব্দ?
= গ্রিক
১৮। Civis & Civitas কোন ভাষার শব্দ?
= ল্যাটিন ভাষার শব্দ
১৯। "আজকের পৌরনীতি আগামীকালের ইতিহাস " উক্তিটি কিসের ইঙ্গিত দেয়?
= গভীর সম্পর্ক
২০। কোন স্থানীয় সংস্থার তুমি প্রাথমিক সদস্য?
= ইউনিয়ন পরিষের। ©️
Tag:এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (১ম অধ্যায়) সাজেশন ২০২১, পৌরনীতি ও সুশাসন সাজেশন
Post a Comment