গুরুত্বপূর্ণ তারিখঃ-
অনলাইনে আবেদন গ্রহনের প্রক্রিয়া ২৫/১১/২০২১ খ্রি . সকাল ১১:০০ টা হতে শুরু হয়ে ০৮/১২/২০২১ খ্রি . বিকাল ০৫:০০ টা পর্যন্ত চলমান থাকবে ।
সরকারি স্কুলে /মাধ্যমিক ভর্তি পরীক্ষা ২০২২
ঢাকা মহানগরীসহ সারাদেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে । শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় হতে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না । ভর্তির আবেদন শুধুমাত্র অন - লাইনে http://gsa.teletalk.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে ৷ অন - লাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া ২৫/১১/২০২১ খ্রি . সকাল ১১:০০ টা হতে শুরু হয়ে ০৮/১২/২০২১ খ্রি . বিকাল ০৫:০০ টা পর্যন্ত চলমান থাকবে । ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ / - ( একশত দশ ) টাকা নির্ধারণ করা হয়েছে যা শুধুমাত্র টেলিটক প্রি - পেইড মোবাইল হতে SMS এর মাধ্যমে প্রদান করা যাবে ।
উল্লেখ্য , ঢাকা মহানগরীর ৪৪ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ( ৩ টি ফিডার শাখাসহ ) ৩ টি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে । আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বাধিক ৫ টি বিদ্যালয় নির্বাচন করতে পারবে । এছাড়াও সারাদেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবেন । এক্ষেত্রে প্রার্থীগণ প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ ৫ টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে । উল্লেখ্য , ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে । একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না । ২০২২ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে সারাদেশের সকল সরকারি মাধ্যমিক স্কুলকে অংশগ্রহণ করতে হবে । তবে উপজেলা পর্যায়ে নতুন জাতীয়করণকৃত যে সকল সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক - কর্মচারীরা এখনও এড - হক নিয়োগ পাননি সে সকল স্কুল কর্তৃপক্ষ অবার্য কারনে অংশগ্রহণ করতে না পারলে , শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত উপজেলা ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করে ৩০/১২/২০২১ তারিখের মধ্যে ভর্তির কাজ সম্পন্ন করবেন । শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিস্পন্ন করা ব্যতিত অন্য কোন পরীক্ষা গ্রহণ করা যাবে না । এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ২০২২ শিক্ষাবর্ষে ১ ম শ্রেণিতে ভর্তির জন্য জাতীয় শিক্ষানীতি -২০১০ অনুযায়ী শিক্ষার্থীর বয়স ৬+ বছর নির্ধারণ করা হয়েছে ।
এছাড়া , সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক / শিক্ষিকা / কর্মচারীগণের ভর্তির উপযুক্ত সন্তান সংখ্যার সমসংখ্যক আসন ঐ প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে । এক্ষেত্রে তাঁদের অন - লাইনে আবেদন করার প্রয়োজন নেই । উল্লেখ্য , শিক্ষক / শিক্ষিকা / কর্মচারী সরকারি মাধ্যমিক বালক বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তাঁর ভর্তি উপযুক্ত সন্তান বালিকা হলে পার্শ্ববর্তী সরকারি বালিকা বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে । একইভাবে শিক্ষক / শিক্ষিকা / কর্মচারী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তাঁর ভর্তি উপযুক্ত সন্তান বালক হলে পার্শ্ববর্তী সরকারি বালক বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে । অর্থাৎ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক / শিক্ষিকাদের সন্তান ভর্তির যে ২ % কোটা নীতিমালায় সংরক্ষিত ছিল তা তুলে দেওয়া হয়েছে ।
সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন আগামী ১৫/১২/২০২১ খ্রি . অন - লাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে । অন - লাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি www.dshe.gov.bd এর secondary circular / order ও www.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে ৷
সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি| স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২২ শিক্ষাবর্ষে অন লাইনে আবেদন ফরম পূরনের নিয়মাবলি
Tag:সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২২ শিক্ষাবর্ষে অন লাইনে আবেদন ফরম পূরনের নিয়মাবলি, সরকারি স্কুলে /মাধ্যমিক ভর্তি পরীক্ষা ২০২২, স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, সরকারি বিদ্যালয়ে/মাধ্যমিক ভর্তি ২০২২ আবেদনের নিয়মাবলি
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)