জীবনের লক্ষ্য জানিয়ে পিতার নিকট একটি পত্র | আমার জীবনের লক্ষ্য


    আমার জীবনের লক্ষ্য

    আসসালামুআলাইকুম সবাইকে Educationblog.Com এ স্বাগতম। 

    আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। 

    বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো জীবনের লক্ষ্য জানিয়ে পিতার নিকট একটি পত্র,  আমার জীবনের লক্ষ্য এই সম্পর্কে পোস্টে পাবেন সবকিছু। 


    জীবনের লক্ষ্য জানিয়ে পিতার নিকট একটি পত্র

    শ্রদ্ধেয় আব্বাজান, 

    আমার সালাম গ্রহণ করুণ । আশা করি করুণাময়ের অশেষ কৃপায় ভালো আছেন । গতকাল আপনার একখানা পত্র পেয়েছি । পত্রে আপনি আমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছেন ।

    আব্বা , আপনি জানেন , আমাদের দেশের অধিকাংশ লোক দরিদ্র ও অশিক্ষিত । অর্থাভবে এরা সুচিকিৎসা থেকে বঞ্চিত । তা ছাড়া জনসংখ্যার তুলনায় আমাদের দেশে ভালো চিকিৎসকের যথেষ্ট অভাব রয়েছে । চিকিৎসার অভাবে অকালে মৃত্যুবরণ করছে হাজার হাজার গরিব মানুষ । এসব ভেবেচিন্তে ঠিক করেছি আমি একজন ডাক্তার হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করব । তাই মাধ্যমিক পরীক্ষা পাসের পর অধ্যাপক আবদুল মজিদ কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার ইচ্ছে রাখি । দুস্থ ও দুঃখী মানুষের দুর্দশার কথা চিন্তা করে এ সিদ্ধান্তকে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছি । কারণ আর্তমানবতার সেবাকেই আমি জীবনের পরম ব্রত বলে মনে করি । 

    আমি আমার মত প্রকাশ করলাম । সবদিক বিবেচনা করে মতামত জানালে খুশি হব। 


    ইতি 

    আপনার আদরের সন্তান 

    খাইরুল



    Tag: জীবনের লক্ষ্য জানিয়ে পিতার নিকট একটি পত্র,  আমার জীবনের লক্ষ্য

                                   
    Previous Post Next Post

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)