বিজয় দিবসের কবিতা আবৃত্তি | শুভেচ্ছা বিজয় দিবসের কবিতা


আসসালামুআলাইকুম সবাইকে Educationblog.Com এ স্বাগতম। 

আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। 

আজকে আমরা আপনাদের মাঝে শেয়ার করবো মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও বিজয় দিবসের কবিতা সম্পর্কে কিছু আলোচনা।

মহান বিজয় দিবস আমাদের বাঙালির গৌরব। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি এই বিজয় এবং স্বাধীন বাংলাদেশ। আর এই বিজয় নিশ্চিত হয় ডিসেম্বর মাসের ১৬ তারিখে। তাই আমাদের বাঙালির জন্য এই ডিসেম্বর মাসটি বিজয়ের মাস হিসেবে রয়েছে আর চিরদিন থাকবে। 

নিচে বিজয় দিবসের কিছু কবিতা ও শুভেচ্ছা বার্তা দেওয়া হলো আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। 


    বিজয় দিবসের কবিতা আবৃত্তি  

    বিজয় মানে

    এম.শিমুলজয় সবুজ

    বিজয় মানে আলোর মিছিল অন্ধকারের তারা বিজয় মানে উদ্ভাসিত আগামীর স্বপ্নধারা,,,,!!!!!

    বিজয় মানে সবুজ ঘাসের প্রজাপতির উড়াউড়ি,,,,,,, বিজয় মানে মায়ের কোলের স্বর্গের কাড়াকাড়ি,,,,,!!!!! 

    বিজয় মানে বাবার শাসন,,,,,, উজ্জল ভবিষ্যৎ বিজয় মানে শির তুলে দাঁড়ানো উচ্চাশার পথ,,,,,!!! 

    বিজয় মানে ন্যায়ের পথে অবিরাম আন্দোলন,,,,,, বিজয় মানে বাংলার বুকে নতুন জাগরণ,,,,,!!!! 

    বিজয় মানে ঝড়ের শেষে সোনালী রোদের হাঁসি বিজয় মানে পুলকের সুরে বেজে উঠা এক বাঁশি,,,,,!!!!!

    বিজয় মানে লাল - সবুজের সোনার বাংলাদেশ,,,,,, বিজয় মানে সেরা খ্যাতি,,,,, সেরা জাতি,,,,,, স্বর্গীয় আবেশ,,,,,!!!!!


    বঙ্গ বিজয় 

    মোঃ জাহিদুল ইসলাম 

    কতকাল পরে বাঙালীর ঘরে এলো বঙ্গ বিজয়ের মাস , হানাদার বাহিনী অঙ্গ সংগঠন করিল বাংলার কত সর্বনাশ,,,,,!!!!! 

    কত মা - বোনের সম্ভ্রম লুটিয়ে করেছে কত গুম , বয়েছে নহর কত মানুষের বুকের তাজা খুন,,,,,,!!!!!

    বাংলা ভাষা আগলে রাখতে দিলো পরিচয় রণে , সালাম , বরকত , রফিক , জব্বার শহীদ হলেন কত জনে,,,,,!!!!

    বাঙালী জাতি গর্জে উঠিল শেখ মুজিবুর যার নেতা , নতশির নয় , যুদ্ধ করিব ছিনিয়ে নিবো স্বাধীনতা,,,,,!!!! 

    বাঙালী জাতির উন্নত শির সমর অস্ত্র ধরিল হাতে , হানাদার বাহিনীর দোসর যারা কেউ যেন প্রাণে না বাঁচে,,,,,!!!! 

    বিতারিত হলো হায়েনার দল করিল আত্মসমর্পন , কত কিছুর বেশে অবশেষে উড়লো বিজয় কেতন,,,,,!!!!!


    শুভেচ্ছা বিজয় দিবসের কবিতা

    ★বিজয় আমাকে পথ দেখিয়েছে,,,,, , দিয়েছে বাচাঁর আশ্বাস । আমি বিজয়ের গান গাই,,,,,,, আমি স্বাধীনতা কে চাই,,,,,,  আমি বিজয়ের পতাকা ধরে,,,,,,, সারাটি পথ পাড়ি দিতে চাই,,,,, মহান বিজয় দিবসের শুভেচ্ছা,,,,,,!!!!!

    ★কত মানুষ শহিদ হলো,,, কত মানুষ হলো নির্যাতিত,,,,তবুও বাঙালি মোরা হার মানি নি,,, এনেছি মোরা বিজয় হয়েছি অমর বাঙালির তরে,,,,, দিয়েছি তাদের বিজয়,,মহান বিজয় দিবসের শুভেচ্ছা,,,!!!!

    ★বাঙালি জাতি মোরা ভয় করি না কোন বুলেট বোমা,,,,,তাইতো ৯ মাস যুদ্ধের পর হয়েছি স্বাধীন মোরা,,,!!!

    তাইতো এই আনন্দে আমরা দিনটাকে বলি বিজয় দিবস,,,!!!!

    ★আজকের বিজয় আমাদের মনে করিয়ে দেই কত না শহিদ যুবকের কথা,,,,তাইতো মোরা পেয়েছি এই মহান স্বাধীনতা,,,,!!! 

    বিজয় দিবসের শুভেচ্ছা,,,!!! 

    ★১৬ই ডিসেম্বর, তুমি মহা বিজয়ের মহা উল্লাস। তুমি বিধবা মায়ের বন্দী শ্বাসের শান্তির নিঃশ্বাস,,,,,,!!!!

    ★প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ,,,,,, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ,,,,,, সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা,,,,,!!!!!



    Tag: বিজয় দিবসের কবিতা আবৃত্তি,  শুভেচ্ছা বিজয় দিবসের কবিতা


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন