ভোর হলো কাজী নজরুল ইসলাম কবিতা
কবিতা ভোর হলো
Kobita Vor holo Kazi Nazrul Islam
ভাের হলাে
কাজী নজরুল ইসলাম
ভাের হলাে
দোর খােল ।
খুকুমণি ওঠ রে !
ঐ ডাকে
জুঁই - শাখে
ফুল - খুকি ছােট রে !
খুলি হাল
তুলি পাল
ঐ তরী চলল ,
এইবার
এইবার
খুকু চোখ খুলল !
আলসে
নয় সে ।
ওঠে রােজ সকালে ,
রােজ তাই
চাদা ভাই ।
টিপ দেয় কপালে ।
Tag: ভোর হলো কাজী নজরুল ইসলাম কবিতা, কবিতা ভোর হলো, Kobita Vor holo Kazi Nazrul Islam,ভোর হলো দোর খুলো Lyrics, ভোর হলো দোর খুলো খুকুমনি উঠো রে কবিতা,
Post a Comment