হাড় আলাউদ্দিন আল আজাদ কবিতা
কবিতা হাড়
Kobita Har Alauddin Al Azad
হাড়
আলাউদ্দিন আল আজাদ
লাল পলাশের ভস্মতূপে কিসের জ্বালা
স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতাে ?
শিবির - সীমায় মনের ছায়ায় ইতস্তত
ছড়ায় সে তার কূট - মন্ত্রণা ঘৃণায় ঢালা
দুই শতকের সেই একদিন মনে কি পড়ে ?
মিরজাফরের গুলির শিখায় , সমুদ্ধত
নিভলাে তােমার দিনের সূর্য দিগন্তরে
দূর গােধূলির সেই একদিন মনে কি পড়ে
মনে কি পড়ে ?
নিভলাে তােমার ঘরের প্রদীপ পথের বাতি
নিভলাে সহসা মহাশূন্যের লক্ষ তারা
কালাে রাত্রির যাত্রিক হলে , লক্ষ্যহারা
সড়কে সড়কে ঝড় - ঝঞাই তােমার সাথি ।
সমুখে কোথাও এমন সে দেশ আছে কি ভাই
যেখানে আলাের সম্ভারে হাসে বসুন্ধরা ?
স্বদেশ আমার চক্র - রাতের মুঠোয় ভরা
গ্রাম জনপদ কাপে বগীর অশ্বখুরে
সােনার শস্য পােড়ে ছারখার ; দৃষ্টি পুড়ে
হলাে সঙ্গীন , তাই নেই আর অশ্রুঝরা
টোটায় ঝরে
অযুত প্রাণের অগ্নিশিখার সূর্য - কুঁড়ি
ফৌজের হাঁকে কাঁপে থরথর দস্যুপুরী
নিমেষে ছড়ায় তারই আওয়াজ দিগন্তরে
মনে কি পড়ে ?
রক্ত ঝরে
অগ্নির মতাে বাঁশের কেল্লা বেদির পরে
রক্ত ঝরাই ফাঁসির মঞ্চে দ্বীপান্তরে
ঝরেছে সকল রক্ত । এখন কখানা হাড়ে
ঝকঝক করে তীব্র তীক্ষ বর্শা - ফলা ।
নতুন দস্যু আসে যদি , দেশ দেবােনা তারে
ইস্পাত - হাড়ে গড়েছি বজ্র বহ্নি - জ্বালা ।
Tag: হাড় আলাউদ্দিন আল আজাদ কবিতা, কবিতা হাড়, Kobita Har Alauddin Al Azad
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)