আমি কোনো আগন্তুক নই আহসান হাবীব কবিতা | কবিতা আমি কোনো আগন্তুক নই | kobita Ami kono Aguntok noi Ashan Habib


       
       

    আমি কোনো আগন্তুক নই আহসান হাবীব কবিতা  

    কবিতা আমি কোনো আগন্তুক নই  

    kobita Ami kono Aguntok noi Ashan Habib


    আমি কোনো আগন্তুক নই 

    আহসান হাবীব 


    আসমানের তারা সাক্ষী 

             সাক্ষী এই জমিনের ফুল , এই 

    নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী 

    সাক্ষী এই জারুল জামরুল , সাক্ষী 

    পুবের পুকুর , তার ঝাকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি 

    মাছরাঙা আমাকে চেনে 

            আমি কোনাে অভ্যাগত নই 

    খােদার কসম আমি ভিনদেশি পথিক নই ।

    আমি কোনাে আগন্তুক নই । 

    আমি কোনাে আগন্তুক নই , আমি 

    ছিলাম এখানে , আমি স্বাপ্নিক নিয়মে 

    এখানেই থাকি আর 

        এখানে থাকার নাম সর্বত্রই থাকা - 

             সারা দেশে । 

    আমি কোনাে আগন্তুক নই । এই 

    খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের 

    পাখিরা আমাকে চেনে 

    তারা জানে আমি কোনাে অনাত্মীয় নই । 

    কার্তিকের ধানের মঞ্জরী সাক্ষী 

    সাক্ষী তার চিরােল পাতার 

    টলমল শিশির - সাক্ষী জ্যোত্সার চাদরে ঢাকা 

                 নিশিন্দার ছায়া 

    অকাল বার্ধক্যে নত কদম আলী 

                তার ক্লান্ত চোখের আঁধার - 

    আমি চিনি , আমি তার চিরচেনা স্বজন একজন । আমি 

    জমিলার মা'র 

    শূন্য খা খা রান্নাঘর শুকনাে থালা সব চিনি 

            সে আমাকে চেনে । 

    হাত রাখাে বৈঠায় লাঙলে , দেখাে

    আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর । দেখাে 

    মাটিতে আমার গন্ধ , আমার শরীরে 

               লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস । 

    আমাকে বিশ্বাস করাে , আমি কোনাে আগন্তুক নই।

    দু'পাশে ধানের খেত 

            সরু পথ 

         সামনে ধু ধু নদীর কিনার 

    আমার অস্তিত্বে গাঁথা । আমি এই উধাও নদীর 

             মুগ্ধ এক অবােধ বালক ।



    Tag: আমি কোনো আগন্তুক নই আহসান হাবীব কবিতা,  কবিতা আমি কোনো আগন্তুক নই |, kobita Ami kono Aguntok noi Ashan Habib


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)