আলাে চাই সিকান্দার আবু জাফর কবিতা | কবিতা আলো চাই | Kobita Alo chai Sikandar abu jafar


       
       

    আলাে চাই সিকান্দার আবু জাফর কবিতা  

    কবিতা আলো চাই  

    Kobita Alo chai Sikandar abu jafar


    আলাে চাই 

    সিকান্দার আবু জাফর 


    শাখে শাখে চৈত্রের পল্লবে 

    দেখেছি বিমুগ্ধ চোখে সবুজের বর্ণ সমারােহ ; 

    সে - বর্ণের কিছু আছে রহস্য জটিল 

    কিছু আছে অন্তরের কথা । 

    পত্রঝরা শাখা - বৃন্ত - প্রাণে 

    কী অব্যক্ত অনুনয় ছিল ,

    রুক্ষ শাখা উর্ধ্বশূন্যে কি কথা শােনালাে , 

    উচ্ছসিত বেদনার প্রাণস্পন্দ নিয়ে 

    কোথা থেকে এলাে এই সবুজের শিশু , 

    তার কিছু ইতিহাস অদৃশ্য অক্ষরে আছে লেখা । 

    সে - দুয়ে নীরব কাহিনি 

    রাত্রিদিন বারবার করে 

    শুনতে চেয়েছি আমি উন্মুখ শ্রবণে । 

    শােনার অতীত যত কথা 

    দেখার অতীত যত অপ্রতিম রূপ 

    তাই দিয়ে রূপে - রসে সৃষ্টির নিভৃত মর্মবাণী 

    লিপিবদ্ধ আছে সঙ্গোপনে । 

    সে - রূপের কিছু আলাে পেয়েছি হৃদয়ে 

    কিছু কথা শুনেছি কখনাে 

    মর্মের শ্রবণে 

    বুঝিনি অনেক কিছু তার । 

    যেটুকু বুঝেছি তাও কথা নেই শােনাবার মতাে । 

    তবু সেই সুনিশ্চিত বাণী 

    অস্পষ্ট স্বপ্নের মতাে অনুভূতি ঘিরে 

    স্পর্শ তার রেখে যায় , প্রলােভন রেখে যায় আরও , 

    আমি তাকে পাইনি আমার 

    চেতনার সহজ সন্ধানে । 

    তবু তাকে দেখবার বুঝবার অশেষ বিস্ময়ে 

    রুদ্ধদ্বার হৃদয়ের কাছে । 

    অনুনয় করি বারংবার : 

    আলাে চাই- আরও আলাে , অন্তরের , তীব্রতম আলাে ।



    Tag: আলাে চাই সিকান্দার আবু জাফর কবিতা,  কবিতা আলো চাই,  Kobita Alo chai Sikandar abu jafar


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন