তিন ফেজ ইন্ডাকশন মোটর চালু করার পদ্ধতি সম্পর্কে দক্ষতা অর্জন | এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৮ম সপ্তাহের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (এসাইনমেন্ট ৬) | ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৮ম সপ্তাহের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান


       
       

    এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৮ম সপ্তাহের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (এসাইনমেন্ট ৬)  


    তিন ফেজ ইন্ডাকশন মোটর চালু করার পদ্ধতি সম্পর্কে দক্ষতা অর্জন


    মােটর চালুকরনের বিশেষ পদ্ধতি অবলম্বনের কারনঃ 


    মােটর চালু করার মুহূর্তে রােটর স্থির অবস্থায় থাকে । ফলে স্টেটরে পূর্ণ ভােল্টেজ প্রয়ােগ করা হলে , স্থির অবস্থায় রােটরে কোনাে ব্যাক ই , এম , এফ থাকে না । ফলে মােটর চালু করার সময় লাইন হতে হল লােড কারেন্টের ৫ হতে ৭ গুণ বেশি কাৱেন্ট প্রবাহিত হয় । চালু করার মুহূর্ত হতে রােটর পূর্ণ গতিতে না পৌঁছানাে পর্যন্ত এ কারেন্ট প্রবাহিত হয় । ফলে মােটরের ওয়াইন্ডিং , ফিউচ্ছ , সুইচ , তার ইত্যাদি পুড়ে যেতে পারে । মােটর চালু করার সময় অধিক কারেন্ট প্রবাহিত হলে লাইনে ভােল্টেজ ড্রপ বেশি হয় । ফলে সরবরাহের সাথে সংযুক্ত অন্যান্য রানিং মেশিন কম ভােল্টেজ পাওয়ায় বন্ধ হয়ে যেতে পারে । চালু করার সময় যাতে নিরাপদের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হতে পারে এবং পূর্ণ গতিতে চলার সময় ফুল ভােল্টেজ সরবরাহ পেতে পারে , তার জন্য বিশেষ চালুকরণ পদ্ধতি অবলম্বন করা হয় । 


    মােটর চালুকরণে বিভিন্ন পদ্ধতির নাম 

    তিন ফেজ ইন্ডাকশন মােটর চালু করার জন্য নিম্নলিখিত পদ্ধতিসমূহ ব্যবহৃত হয় - 

    ( ক ) ফুল ভােল্টেজ পদ্ধতি 

    ( খ ) হ্রাসকৃত ভােল্টেজ পদ্ধতি 

    ( গ ) আংশিক ওয়াইন্ডিং পদ্ধতি 

    ( ঘ ) রােটর রেজিস্ট্যান্স পদ্ধতি । 

    পদ্ধতিগুলাের মধ্যে রােটর রেজিস্ট্যান্স শুধুমাত্র স্লিপ রিং মােটরের ক্ষেত্রে এবং অন্যান্য পদ্ধতিগুলাে স্কুইরেল কেজ ইন্ডাকশন মােটরের ক্ষেত্রে ব্যবহৃত হয় । হ্রাসকৃত ভােল্টেজ পদ্ধতিতে চালু করার সময়ে মােটরের স্টেটরে লাইন ভােল্টেজের চেয়ে কম ভােল্টেজ প্রয়ােগ করা হয় এবং মােটর পূর্ণ গতিতে ঘুরতে শুরু করলে স্টেটরে ফুল ভোল্টে প্রয়ােগ করা হয় । এই পদ্ধতিতে নিমলিখিত ব্যবস্থাসমূহ গ্রহণ করা হয় - 

    ( ক ) প্রাইমারি রিহােষ্টেট পদ্ধতি 

    ( খ ) অটো - ট্রান্সফরমার পদ্ধতি 

    ( গ ) স্টার - ডেল্টা স্টার্টার পদ্ধতি ।


    ইন্ডাকশন মােটর চালু করার সময় মােটরের রােটরে কোনাে ব্যাক ই এম এফ থাকে না । ফলে মােটর চালু করার সময় লাইন হতে ফুল লােড কারেন্টের চেয়ে ৫ হতে ৭ গুণ বেশি কারেন্ট প্রবাহিত হয় । মােটরে স্টার্টার ব্যবহার করলে লাইন হতে ১.৫ গুণ হতে ২ গুণের বেশি কারেন্ট প্রবাহিত হতে দেয় না । ফলে মােটরকে নিরাপদে চালু করা যায় । তিন ফেজ 



    ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৮ম সপ্তাহের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান



    Tag: এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৮ম সপ্তাহের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (এসাইনমেন্ট ৬),  ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৮ম সপ্তাহের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান, তিন ফেজ ইন্ডাকশন মোটর চালু করার পদ্ধতি সম্পর্কে দক্ষতা অর্জন

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)