এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৭ম সপ্তাহের সিভিল কনস্ট্রাকশন-২ (এসাইনমেন্ট ৪)
শিরোনামঃ মোজাইক সম্পর্কে বিস্তারিত বর্ণনাকরণ
১. মােজাইক এর সংজ্ঞা , মােজাইক তৈরির মালামালের নামঃ
সাধারণ পাথরের পরিবর্তে ছােট ছােট মার্বেল পাথরের টুকরা সিমেন্ট , বালি দ্বারা তৈরি বা টাইলযুক্ত কৃত্রিম পাথরের দ্বারা যে মেঝে তৈরি করা হয় তাকে মােজাইক মেঝে বলে । এই পাথরের টুকরাগুলাে বিভিন্ন রংয়ের ও আকারের হয়ে থাকে । এগুলাে দেখতে সুন্দর ও ঝকঝকে , তবে মোজাইক মেঝে তৈরিতে খরচ বেশি পড়ে । আর সি সি স্লাবের উপর পেটেন্ট স্টোনের স্তর তৈরি করে তার উপর সাদা সিমেন্ট , মার্বেল পাউডার , পাের্টল্যান্ড সিমেন্ট ও মার্বেল পাথর চিপস সহযােগে তৈরি পেষ্ট দ্বারা এ মেঝে নির্মাণ করা যায় । তাছাড়া আর সি সি মেঝেকে চিপিং করে তার উপর ১ : ২ অনুপাতে ৩/৮ পুরু মসলার উপর মোজাইক টাইল বসিয়েও মোজাইক টাইলের মেঝে নির্মাণ করা যায় । মোজাইক তৈরির মালামাল নিমের মালামালগুলো মােজাইক মেঝে তৈরিতে ব্যবহার করা হয় ।
১ ) সাদা সিমেন্ট
২ ) মার্বেল চিপস
৩ ) মার্বেল পাউডার
৪ ) পাের্টল্যান্ড সিমেন্ট ( প্রয়ােজন হলে )
৫ ) অজালিক এসিড
৬ ) মোম
২. মােজাইক তৈরির মালামালের অনুপাত , মােজাইক এর প্রয়ােজনীয়তাঃ
মােজাইক তৈরির মালামালের অনুপাত
পেটেন্ট স্টোনের অনুপাত ১ : ২
সাদা সিমেন্টঃ মার্বেল পাউডারঃ গ্রে সিমেন্ট = ১ : ১.৫ : ৩
নিন্মে মােজাইক কাজের প্রয়ােজনীয়তা উল্লেখ করা হলাে ।
১ ) নিচ্ছিদ্র মেৰে তৈরির জন্য মোজাইক করা হয় ।
২) মােজাইক করা মেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সুবিধা বেশি ।
৩ ) মেঝের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সমাজাইক করা হয় ।
৪ ) মেঝে যাতে ফাটল না ধরে বা ধরলেও যেন তা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে সেজন্য মােজাইক করা হয় ।
৫ ) মেঝে উজ্জলতা বৃদ্ধি পায় ।
৬ ) মােজাইক করা মেজে যে কোন প্রকার মেঝে হতে দীর্ঘস্থায়ী হয় ।
৩. মােজাইক কাজে ব্যবহৃত যন্ত্রপাতির নাম ও ব্যাবহারের উদ্দেশ্যঃ
মােজাইক কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও ব্যবহার
নিম্নেমােজাইক কাজে ব্যবহৃত যন্ত্রপাতির নাম উল্লেখ করা হলো ।
১ ) পেটেন্ট স্টেশন করার জন্য
কোদাল বেলচা , ৰাতি , মগু কর্ণি , কড়াই ।
২) মােজাইক করার জন্য
পিউমিক পাথর বা মোজাইক গরিষ্কার করার যন্ত্র পিউমিক গাথর দ্বারা কায়িক শ্রমে বা মেশিন দ্বারা মসৃণ ফয়ে মােজাইক মেয়ে তৈরি করা হয় । মূলত ফিনিশিং কাজে ব্যবহার করা হয় । ফর্শি , কোদাল বা বেলচা , কড়াই বালতি , মগ মােজাইক মেজে তৈরিতে সাহায্যকারী কাজে ব্যবহৃত হয় ।
৪. মােজাইক কাজে প্রয়ােজনীয় সর্তকতা বিবরণঃ
নিন্মে মােজাইক মেঝে তৈরি করার সময় যে সর্তকতা গ্রহণ করতে হয় সেগুলাে উল্লেখ করা হলো ।
১ ) পিউমিক পাথর বা মােজাইক কাটিং মেশিন দ্বারা এমনভাবে ঘষতে হবে যাতে মেঝের উপরি অংশের কোন জায়গা উঠে না যায় ।
২ ) ব্যবহৃত মালামালের অনুপাত যেন সঠিক থাকে।
৩ ) কিউরিং পিরিয়ড শেষ না হওয়ার পূর্বে কিছুতেই মেঝে ব্যবহার করা উচিৎ হবে না ।
২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৭ম সপ্তাহের সিভিল কনস্ট্রাকশন-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান
Tag: এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৭ম সপ্তাহের সিভিল কনস্ট্রাকশন-২ (এসাইনমেন্ট ৪), ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৭ম সপ্তাহের সিভিল কনস্ট্রাকশন-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)