সরকারিভাবে জর্ডানে মহিলা গার্মেন্টস অপারেটর নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় মালিকানাধীন বিদেশে জনশক্তি প্ৰেৱণকারী একমাত্র প্রতিষ্ঠান বােয়েসেল । ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর হতে বিশ্বের বিভিন্ন দেশে বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যে এ প্রতিষ্ঠান অভিবাসন প্রত্যাশীদের জন্য দক্ষতা ও বিশ্বাসযােগ্যতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । এ দেশের স্বল্পদক্ষ , দক্ষ ও পেশাজীবী লক্ষাধিক অভিবাসন কর্মীদের নৈতিক , নিরাপদ ও স্বল্প ব্যয়ে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করে মূল্যবান রেমিট্যান্স আহরণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে । এ ধারাবাহিকতায় বর্তমানে বােয়েসেল - এর মাধ্যমে জর্ডানে মহিলা গার্মেন্টস অপারেটর নির্ধারিত নিয়ম - বিধি প্রতিপালন সাপেক্ষে বাংলাদেশ থেকে জনশক্তি প্রেরণ করা হচ্ছে ।
- জর্ডানের শ্রম আইনে নিযুক্ত এসব কর্মী বিনা খরচে থাকা , খাওয়া ও চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন ।
- নিয়ােগকারী নির্বাচিত কর্মীদের যাতায়াত সহ অন্যান্য খরচ বহন করে থাকে ( সম্পূর্ণ বিনা খরচে নিয়ােগ ) ।
- গার্মেন্টস ভেদে মাসিক বেতন কম বেশী ২০,০০০-২৫,০০০ টাকা ।
- প্রার্থীর বয়স ১৮-৩৯ বছরের মধ্যে হতে হবে ।
- বােয়েসেল প্রতি শুক্রবার সকাল ৮:০০ ঘটিকায় নিম্নবর্ণিত ৩ টি স্থানে কর্মী বাছাই করে থাকে ।
- ১. শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( এসএফএমএমটিটিসি ) দারুস - সালাম , মিরপুর -১ , ঢাকা ।
- ২. বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ( বিকেটিটিসি ) , দারুস - সালাম , মিরপুর -১ , ঢাকা ।
- ৩ , বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ( বিজিটিটিসি ) , মিরপুর -২ , ঢাকা ।
- নির্বাচনের জন্য ( ক ) বায়ােডাটা ( খ ) ০৪ কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি ( ব্যাক গ্রাউন্ড সাদা ) ( গ ) মূল পাসপোর্ট ও মূল পাসপাের্টের ছবিযুক্ত অংশের ০১ ( এক ) সেট রঙিন ও চার সেট সাদাকালাে ফটোকপি ( ঘ ) প্রযােজ্য ক্ষেত্রে বর্তমান অফিসের পরিচয়পত্র / হাজিরা কার্ড , শিক্ষাগত যােগ্যতা ও অভিমতার সনদ সঙ্গে আনতে হবে ।
Tag:জর্ডানে মহিলা গার্মেন্টস নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১, সরকারিভাবে জর্ডানে মহিলা গার্মেন্টস অপারেটর নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১, জর্ডানে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)