বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার
বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়
অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়
লভিব মুক্তির স্বাদ ! এ বসুধার
মৃত্তিকার পত্রখানি ভরি বারম্বার
তােমা অমৃত ঢালি দিবে অবিরত
নানা বর্ণ গন্ধময় । প্রদীপের মতাে ।
সমস্ত সংসার মাের লক্ষ বর্তিকায়
জ্বালায়ে তুলিবে আলাে তােমারি শিখায় ।
সারমর্ম : বৈরাগ্য সাধনের মাধ্যমে কখনােই স্রষ্টাকে পাওয়া যায় না । বরং সংসার জীবনের কর্মের । মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য লাভ করা যায় । সংসারের সকল ঘাত - প্রতিঘাতের সাথে সংগ্রাম করে চলার । মাধ্যমেই জীবন হয়ে ওঠে সার্থক ।
Tag: সারমর্ম - বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার সারমর্ম, বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)