এইসব মূঢ় ম্লান মূক মুখে
এইসব মূঢ় ম্লান মূক মুখে ।
দিতে হবে ভাষা , এইসব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে
ধ্বনিয়া তুলিতে হবে আশা , ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলিয়া শির একত্র দাঁড়াও দেখি সবে ;
যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তােমা - চেয়ে ,
যখনি জাগিবে তুমি তখনি সে পলাইবে ধেয়ে ।
যখনি দাড়াবে তুমি সম্মুখে তাহার তখনি সে ।
পথকুকুরের মতাে সংকোচ সত্রাসে যাবে মিশে দেবতা বিমুখ তারে , কেহ নাহি সহায় তাহার ;
মুখে করে আস্ফালন , জানে সে হীনতা আপনার মনে মনে ।
সারমর্ম : মানুষের মাঝে নিহিত রয়েছে প্রবল আত্মশক্তি । আত্মশক্তিকে মানুষ উপলদ্ধি করতে পারলেই নেতিবাচকতার বিরুদ্ধে সে জয়ী হতে পারবে , কারণ নেতিবাচকতা সব সময় সত্যের সামনে ভীত ।
Tag: সারমর্ম - এইসব মূঢ় ম্লান মূক মুখে, এইসব মূঢ় ম্লান মূক মুখে সারমর্ম, বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)