এটা স্মরণ রাখা কর্তব্য যে
এটা স্মরণ রাখা কর্তব্য যে , পৃথিবীতে যেখানে এসে তুমি থামবে , সেখান থেকেই তােমার ধ্বংস আরম্ভ হবে । কারণ তুমিই কেবল একলা থামবে , আর কেউ থামবে না । জগৎ - প্রবাহের সঙ্গে সমগতিতে যদি না চলতে পার তাে প্রবাহের সমস্ত সচল বেগ তােমার উপর এসে আঘাত করবে একেবারে বিদীর্ণ , বিপর্যস্ত হবে কিংবা অল্পে অল্পে ক্ষয়প্রাপ্ত হয়ে কাল স্রোতের তলদেশে অন্তর্হিত হয়ে যাবে । হয় অবিরাম চল এবং জীবনচর্চা কর , নয় বিশ্রাম কর এবং বিলুপ্ত হও , পৃথিবীর নিয়ম এই রকমই ।
সারাংশ : পৃথিবীতে কারও থেমে থাকার সুযােগ নেই , কারণ পৃথিবীর সবকিছুই চলমান । চলমান এ বিশ্বে থেমে থাকা মৃত্যুরই নামান্তর । কাজেই বাঁচতে হলে প্রত্যেককে বিশ্বের চলমানতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে অথবা মৃত্যুকে বরণ করতে হবে।
Tag: সারাংশ - এটা স্মরণ রাখা কর্তব্য যে, এটা স্মরণ রাখা কর্তব্য যে সারাংশ, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ বইয়ের
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)