
মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে
মানুষের উপার্জিত ধনসম্পদের ব্যয়িত কল্যাণকর দিকটিই তার প্রকৃত পরিচয় বহন করে । ধনসম্পদকে বিলাসিতায় , অপব্যয় না করে যদি মানবের কল্যাণে বা মঙ্গলার্থে ব্যয় করা যায় তবেই তার সার্থকতা প্রমাণিত হয় ।মানবজীবনে ধনসম্পদের প্রয়ােজনীয়তা অনস্বীকার্য ।
মানুষ কষ্ট করে ধনসম্পদ উপার্জন করে । এ কষ্টকর । ধনসম্পদ সার্থকভাবে কাজে লাগাতে পারলেই তা অর্থবহ হয় । পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা নিজের । বিলাসিতায় ধন ব্যবহার না করে তা মানবকল্যাণে নিয়ােজিত করেন । সেসব মহৎপ্রাণ মানুষের জন্যই আজ । মানব সভ্যতা উন্নতির চরম শিখরে উপনীত । অপরদিকে , কেউ কেউ তার উপার্জিত ধনকে যক্ষের ধনের মতাে । আগলে রাখে । এতে আত্মসুখ লাভ করা যায় ; কিন্তু মঙ্গলার্থে অর্থ ব্যয় করে যে সুখ লাভ করা যায় তা পাওয়া যায় না ।
ধনসম্পদের প্রকৃত গুরুত্ব নির্ভর করে মানবকল্যাণে তা কাজে লাগানাের ওপর । ভােগবিলাসিতায় যথেচ্ছ অর্থ ওড়ানাের মধ্যে অর্থসম্পদের প্রকৃত সার্থকতা নেই । উপযুক্ত ও যথার্থ ব্যবহার করে মানবতার । উপকার সাধনের মধ্যেই রয়েছে এর সার্থকতা । ধনবান ব্যক্তি যদি তার কিছু পরিমাণ অর্থ নিপীড়িত , দরিদ্র ও অভাবগ্রস্তের জন্য খরচ করে বা দেশের উন্নয়নমূলক কাজে ব্যয় করে তবেই তা সার্থক হয়ে ওঠে ।
যুগ যুগ ধরে বহু মহৎ মানুষ তাদের ধনসম্পদ নিঃস্বার্থভাবে জনগণের ও দেশের কল্যাণের জন্য উৎসর্গ করে গেছেন । যে অর্থ মানুষের কল্যাণের জন্য ব্যয় করা হয় না , কেবল বিলাসিতায় ব্যয় হয় সে অর্থের বা ধনের সার্থকতা নেই । মানবকল্যাণের জন্য যে অর্থ বা সম্পদ ব্যয় করা হয় , সেটিই প্রকৃত ধন । আর বিলাসিতায় ধনের পচয়ই ঘটে । তাই ভােগবিলাসে গা না ভাসিয়ে মানবতার কল্যাণে সম্পদের ব্যয় করাই উত্তম ।

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)