Class 8 Home Science Assignment 2021 Answer,৯ম শ্রেণির ৩য় সাপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১

Class 8 Home Science Assignment 2021 Answer


       
       
             

    Class 8 Home Science Assignment 2021 Answer 

     ১। বর্তমান কোভিড -১৯ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তু =ি সারাদিন বাসায় অবস্থান করছে । সময় তালিক প্রণয়ন করে লেখা - পড়া ও অন্যান্য কাজ - কর্ম কর উচিত । তাই এ পরিস্থিতিতে তােমার দৈনন্দিন কাজকর্ম কীভাবে করছে 

    ( ক ) তােমার সারাদিনের কর্মকান্ডের জন্য একটি সময় তালিকা প্রণয়ন কর । 

    ( খ ) সময় তালিকা প্রণয়নের প্রয়ােজনীয়তা ব্যাখ্যা কর।

    ( গ ) সময় তালিকা প্রণয়নের ক্ষেত্রে তুমি কোন কোন বিষয় বিবেচনা করেছাে ?

    ৮ম শ্রেণির ৩য় সাপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১

    উত্তরঃমানুষের জীবনে সময় এমনই এক সম্পদ , যা সবার জন্য সমান এবং একেবারেই সীমিত । এই সীমিত সম্পদের মধ্যে যে ব্যক্তি যত বেশি অর্থবহ কাজ দিয়ে নিজেকে সময়ের সাথে সম্পৃক্ত করতে পারবে , জীবনে সে ততাে বেশি সফলকাম হবে । সময়কে যথাযথভাবে ব্যবহার করে মানুষ ব্যক্তিগত , অর্থনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে । প্রতিদিন আমাদের জন্য ২৪ ঘন্টা সময় বরাদ্দ রয়েছে । কোন অবস্থাতেই একে বাড়ানাে সম্ভব নয় । অথচ চাহিদা অনুযায়ী আমাদের অনেক কাজ করার থাকে । সে কারণেই সময়ের সদ্ব্যবহার এর প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে । আমাদের উদ্দেশ্য হবে কম সময় ব্যয় করে বেশি কাজ করা এবং সময়ের অপচয় না করা । আর সেজন্যই আমাদের সময়ের পরিকল্পনা করা প্রয়ােজন । একদিনে আমরা কি কি কাজ করব , কখন করব , নির্দিষ্ট কাজে কতটুকু সময় ব্যয় করব ইত্যাদির সমন্বয়ে একটি লিখিত পরিকল্পনা বা সময় - তালিকা প্রণয়ন করা হয় ।

    তােমার সারাদিনের কর্মকান্ডের জন্য একটি সময় তালিকা প্রণয়ন কর

    তােমার সারাদিনের কর্মকান্ডের জন্য একটি সময় তালিকা প্রণয়ন কর

    সময় তালিকা প্রণয়নের ক্ষেত্রে তুমি কোন কোন বিষয় বিবেচনা করেছাে ?

    সময় তালিকা প্রণয়নের প্রয়ােজনীয়তা

     ছােটবেলা থেকেই আমাদের সবারই সময়ের প্রতি যত্নবান হওয়া আবশ্যক । সময় মতাে কাজ করলে কাজ জমে যায় না । ফলে প্রয়ােজনীয় কাজগুলাে সহজেই সম্পন্ন করা যায় । যেমন- ছাত্রছাত্রীরা যদি প্রতিদিনের পড়ালেখা সময়মত সম্পন্ন করে , তাহলে সে খুব সহজে কৃতকার্য হতে পারবে । আর যে সময় মত পড়ালেখা করে না , পরীক্ষার সময় পড়া তার কাছে বােঝা মনে হবে । তাইতাে একটি প্রচলিত বচন আছে যে- “ সময়ের এক ফোঁড় , অসময়ের দশ ফোঁড় । ” নিচে সময় তালিকা প্রণয়নের প্রয়ােজনীয়তা আলােচনা করা হলােঃ

    •  কোন কাজগুলাে বেশি প্রয়ােজনীয় এবং কোন কাজগুলাে কম প্রয়ােজনীয় সে সম্বন্ধে সঠিক ধারণা লাভ করা যায় । |
    • সময়মতাে কাজ করার অভ্যাস গড়ে উঠে । কাজের সময় নির্ধারিত থাকে বলে সময়ের কাজ সময়ে করার অভ্যাস গড়ে ওঠে । 
    • প্রতিটা কাজে কতটুকু সময় ব্যয় করতে হবে সে সম্পর্কে ধারণা জন্মে ।
    • কাজের দক্ষতা ও গতিশীলতা বাড়ে । সময় - তালিকা অনুসরণ করলে সময় মত কাজ শেষ হয়ে যায় । বাড়তি সময়ে বিভিন্ন রকম সৃজনশীল কাজের সুযােগ পাওয়া যায় । 
    •  বিশ্রাম , অবসর ও বিনােদন করা সম্ভব হয় । কারণ- সময় তালিকায় কাজ , বিশ্রাম ও অবসর বিনােদনের ব্যবস্থা থাকে । 

    সময় তালিকা প্রণয়নের ক্ষেত্রে তুমি কোন কোন বিষয় বিবেচনা করেছাে ?

    সময় তালিকা প্রণয়নের ক্ষেত্রে আমার বিবেচ্য বিষয়সমূহ 

    সময় তালিকা করার সময় কিছু বিষয় বিবেচনায় আনতে হয় । 
    • দৈনিক করণীয় কাজগুলাে নির্ধারণ করতে হবে এবং গুরুত্ব অনুসারে কাজের অগ্রাধিকার দিতে হবে । 
    • যৌথভাবে কাজ করতে হলে অন্যের সুবিধা - অসুবিধার বিষয়টি লক্ষ্য রাখতে হবে ।
    •  সময় - তালিকায় কাজের সময় বিশ্রাম ও অবসর সময় রাখতে হবে । 
    • একটা কঠিন বা ভারী কাজের পর হালকা কাজ বা বিশ্রাম দিতে হবে ।


    টাগঃClass 8 Home Science Assignment 2021 Answer,৯ম শ্রেণির ৩য় সাপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১,৩য় সাপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)