সৃজনশীল প্রশ্ন : সম্প্রতি করিম চাচা বিদেশ থেকে এসে দুই সপ্তাহ তাঁর ঘরে একা অবস্থান করলেন । কোনাে সমস্যা না হওয়ায় এরপর থেকে পরিবারের অন্যদের সাথে মেলামেশা করতে শুরু করলেন ।
১। ক ) উদ্দীপকে কোন রোগের সচেতনতার প্রতি ইঙ্গিত করা হয়েছে ব্যাখ্যা কর ।
খ ) উদ্দীপকের রোগটিকে কীভাবে প্রতিরােধ করা যায়- বর্তমান পরিস্থিতির আলোকে মূল্যায়ন করা
২। রােগের নাম ও প্রতিরােধক টিকার চার্ট তৈরি কর ।
৩। যৌন হয়রানি বা যৌন নিপীড়নের শিকার হলে কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ?
উদ্দীপকে কোন রোগের সচেতনতার প্রতি ইঙ্গিত করা হয়েছে ব্যাখ্যা কর । ৮ম/অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান
১ ) ক.উদ্দীপকে করােনা ভাইরাসের সচেতনতার প্রতি ইঙ্গিত করা হয়েছে ।
করােনা ভাইরাসা একটি মারাত্মক ছোঁয়াচে রােগ । আক্রান্ত কোন ব্যাক্তির সংস্পর্শে থাকলে তার করােনা ভাইরাস হবে । উদ্দীপকে বর্ণিত করিম চাচা বিদেশ থেকে এসে বাড়িতে ২ সপ্তাহ একা অবস্থান করেন । কোন সমস্যা না থাকায় পরে পরিবারের সবার সাথে মেলামিশা করেন ।
করিম চাচা যেহেতু বিদেশ থেকে এসেছেন তাই নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য তিনি ১৪ দিনের হােম কোয়ারান্টাইনে ছিলেন । অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে , কেউ আক্রান্ত হলে লক্ষণ প্রকাশ পেতে ১৪ দিন পর্যন্ত লাগতে পারে । তাই করিম চাচা ১৪ দিন হােম কোয়ারান্টাইনে ছিলেন । তারপর যখন দেখছেন কোন সমস্যা নেই তখন সবার সাথে মেলামিশা করলেন।অতএব আমরা বুঝতে পারি যে , উদ্দীপকে বর্ণিত করিম চাচার ঘটনাটি করােনা ভাইরাসের প্রতি সচেতনতা বুঝানাে হয়েছে ।
উদ্দীপকের রোগটিকে কীভাবে প্রতিরােধ করা যায়- বর্তমান পরিস্থিতির আলোকে মূল্যায়ন করা | ৮ম/অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান
খ . উদ্দীপকে বর্ণিত রােগটি হলাে করােনা ভাইরাস । যা বর্তমান সময়ের আলােচিত ছোয়াচে একটি রােগ । এই রােগ থেকে। প্রতিরােধের অনেক উপায় রয়েছে।নিম্নে সে সম্পর্কে আলােকপাত করা হলাে .....
- সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে ।
- বাহিরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে ।
- জনাকীর্ণ এলাকা পরিহার করতে হবে ।
- রােগীর কাছ থেকে আসার পর খুব ভালাে করে হাত ধুয়ে নিতে হবে ।
- হাঁচি - কাশি দেওয়ার সময় টিস্যু বা রুমাল দিয়ে নাক -মুখ ফেলতে হবে ।
- নাক , মুখ ও চোখে হাতের স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।
- হাঁচি - কাশি বা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকতে হবে ।
- ডিম , গােশত খুব ভালাে করে রান্না করতে হবে ।
- ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলতে হবে ।
- আক্রান্ত ব্যক্তি থেকে দূরে অবস্থান করতে হবে ।
৮ম/অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান | রােগের নাম ও প্রতিরােধক টিকার চার্ট তৈরি কর
২.রােগের নাম ও প্রতিরােধক টিকাঃ
রোগ প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধই উত্তম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যথাসেবায় সারিত টিকাদান কর্মসূচি ( ইপিআই ) একটি গুরুত্বপূর্ণ , উল্লেখযোগ্য ও সময় উপযােগী পদক্ষেপ । ইপিআই একটি বিশ্বব্যাপী কর্মসূচি যার মূল লক্ষ্য হয়ে সরুফ ব্রোন্স থেকে শিশুদের অকাল মৃত্যু ও পঙ্গুত্ব রোধ করা । তাই বিশ্বব্যাপী রোগ প্রতিরােধের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় । এছাড়া রোগ হওয়ার আগে প্রতিরােধ করা অনেক সহজ এবং কম ব্যয় সাপেক্ষ নিম্নে রােগ ও প্রতিরােধক টিকার চার্ট দেওয়া হলােঃ
বিসিজি টিকা –যক্ষ্মা রােগে বিসিজি টিকা দেওয়া হয় । এই টিকা দেওয়ার ২ সপ্তাহ পর টিকার থন লাল হয়ে ফুলে যায় । আরও ২/৩ সন্তাহ পর শক্ত দানা , ক্ষত বা ঘা হতে পারে । ধীরে ধীরে এই ক্ষত বা ঘা শুকি যায় , দাগ থাকে । জর পরই এই টিকা দেওয়া হয় ।
ওপিভি টিকা – ওপিভি ( ওরাল পােলিও ভ্যাকসিন ) টিকা পােলিও ( পােলিও মাইলাইটিস ) রােগ প্রতিরােধ করে । জন্মের পর ৬ সপ্তাহের মধ্যে ১ ম ডােজ , ২৮ দিন পর ২য় ডােজ , পরবর্তী ২৮ দিন পর ৩ য় ডােজ এবং ৯ মাস পূর্ণ হলে ৪ র্থ ডােজ দিতে হয় ।
পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন - এই টিকা ৫ টি রােগ যেমন- ডিপথেরিয়া , চুপিংকাশি , ধনুষ্টংকার , হেপাটাইটিস - বি এবং হিমােফাইলাস ইনফ্লুয়েঞ্জা - বি প্রতিরোধ করে । জন্মের ৬ সপ্তাহ পর প্রথম ডােজ এবং ২ য় ও ৩ য় ভোজ ২৮ দিন অন্তর অন্তর দিতে হয় ।
হামের টিকা – হামের টিকা শিশুকে হাম রােগ থেকে প্রতিরােধ করে । শিশুর বয়স ৯ মাস পূর্ণ হলে এই টিকা দিতে হয়। ।
টিটি টিকা –( টিটেনাস টক্সয়েড ) – টিটি টিকা ধনুষ্টংকার রােগ থেকে রক্ষা করে ।
১৫ থেকে ৪৯ বছর বয়সের সকল মহিলাকে এবং যে সকল শিশুর ডিপিটি / পেন্টাভ্যায়ে ঘিনি খিচুনি হয়েছে তাদের এই টিকা নিতে হবে ।
৮ম/অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান | যৌন হয়রানি বা যৌন নিপীড়নের শিকার হলে কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন
৩.যৌন নিপীড়নের সাবধানতাঃ
আমাদের দেশের প্রেক্ষাপটে কৈশােরে ছেলেমেয়েদের যৌন হয়রানি ও নিপীড়নের ঝুঁকি বেশি থাকে বখাটে দল কিংবা সহপাঠীদের দ্বারা যৌন হয়রানির মতাে ঘটনা ঘটতে পারে । কিন্তু যৌন নিপীড়ন সমবয়সী ছাড়াও নিকট আত্মীয় , পরিচিত ব্যক্তি , বয়ক যে কোনাে সদস্যদের দ্বারা হতে পারে । এসব প্রতিকূল অবস্থা থেকে নিজেদের রক্ষা করার জন্য আমাদের সাবধানতা অবলম্বন করা প্রয়ােজন । আমাদের যে যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেগুলাে হলােঃ-
- বাড়িতে একা থাকলে সাবধানে থাকা
- পরিচিত , অপরিচিত কারও সাথে একা বেড়াতে না যাওয়া
- মন্দ স্পর্শ টের পেলে অবশ্যই তা সঙ্গে সঙ্গে মা - বাবাকে জানানাে
- কোনাে হয়রানির সম্মুখীন হলে কৌশলে পরিস্থিতি মােকাবিলা করা এবং বাবা - মা , শিক্ষক ও আপনজনকে জানানো ।
উদ্দীপকের ছেলেটির সমস্যার কারণ ব্যাখ্যা কর
৮ম/অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান | মুন্নার সমস্যা উত্তরণের উপায় বিশ্লেষণ কর ।
- শিশুদের খাদ্য তালিকায় দুধ থাকা প্রয়োজন । তাই চিনি বা গুর ছাড়া দুধ গ্রহণের অভ্যাস করতে হবে এবং দুধের তৈরি বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার বাদ দিতে হবে ।
- নাশতা হিসাবে সব সময় কম ক্যালরিযুক্ত খাদ্য যেমন- শাকসবজি ও ফল বাছাই করতে হবে । যে সকল খাদ্যে ক্যালরি বেশি থাকে সেই খাদ্য গ্রহণে শরীরের ওজন আরও দ্রুত বৃদ্ধি পাবে । তাই ক্যালরি বল খাদ্য যেমন- তেলে ভাজা খাদ্য , ঘি , মাখন , চিনি ও গুড় দিয়ে তৈরি মিষ্টি জয় খাদ্য , বেবির তৈরি খাদ্য , কেক , পেস্ট্রি , বিস্কুট , সব ধরনের সফট ড্রিংস , চকলেট , ক্যাণ্ডি , আইসক্রিম , ইত্যাদি বাদ দিতে হবে ।
- ওজন কমানোর জন্য শাকসবজি , মাংস , ডিম ও অন্যান্য খাবার রান্নার সময় অবশ্যই কম তেল দিয়ে রান্না করে খেতে হবে । তেলের ব্যবহার কমাবে । অর্থাৎ কান্নার সময় খুব কম তেল দিয়ে কান্না করতে হবে। তেলে ভাজা সব ধরনের খাবার খাদ্য তলিকা থেকে বাদ দিতে হবে।
- ক্ষুধা লাগলে বিভিন্ন তাজা , প্যাকেটজাত ও বেকারির খাবারের পরিবর্তে মৌসুমী ফল খাওয়ার অভ্যাস করতে হবে।
- সফট ড্রিংস ও বােতলজাত কেনা জুসের পরিবর্তে ডাবের পানি ও রসালাে ফল খাওয়ার অভ্যাস করতে হবে। এতে করে যেমন অর্থের সাশ্রয় হবে তেমনি বেশি পুষ্টি পাওয়া যাবে এবং শরীরের ওজন কমাতে সাহায্য করবে।
- মনে রাখতে হবে শরীরের বাড়তি ওজন কমানাের জন্য অবশ্যই নিয়মিত প্রতিদিন ব্যায়াম বা পরিশ্রম করতে হবে । পরিমিত আহারের পাশাপাশি নিয়মিত ব্যায়াম বা পরিশ্রম , নিয়মতান্ত্রিক জীবন যাপন ও পর্যাপ্ত ঘুম এবং সর্বোপরি সার্বিক সচেতনতা শরীরের ওজন কমাতে সাহায্য করবে।
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)