কলেজে ভর্তি হতে কি কি প্রয়োজন |একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র

আসছালামু আলাইকুম প্রিয় পাঠক সবাই কেমন আছেন। আসা করি সবাই ভালো আছেন। এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে কিছু দিন হয়েছে। যে কোন সময় একাদশে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে।
তাই একাদশে ভর্তি হতে কি কি প্র‍য়োজন বা একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে এই গুলো জেনে রাখা জরুরি তাই আজকে এই পোস্ট থেকে একাদশে ভর্তির জন্য কি কি লাগবে বিস্তারিত জানতে পারবেন। ধৈর্য সহকারে পোস্টটি পড়তে থাকন।
কলেজে ভর্তি হতে কি কি প্রয়োজন |একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র

 কলেজে ভর্তি হতে কি কি প্রয়োজন |একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র

শিক্ষার্থী বন্ধুরা প্রথমে জেনে রাখা ভালো যে সকল কলেজে একি নিয়মে ভর্তি ফি আর কাগজপত্র একি রকম লাগবে না। তবে আবশ্যিক ডকুমেন্ট মিল থাকবে আমরা সে গুলো তুলে ধরবো।আর অবশ্যই নিদৃষ্ট কলেজে গিয়ে কি কি লাগবে ভর্তি শুরুর আগে জেনে নিবেন।


  • গুরুত্বপূর্ণ যে গুলো সব কলেজে লাগবে তা হলোঃ মার্কসিট,অ্যাডমিট,ছবি,সিকিউরিটি কোটটি আর ভর্তি ফি লাগবে।


নিচে আরো ধারাবাহিক প্রয়োজনিয় যা যা লাগবে তুলে ধরা হলোঃ 

একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র

  1. ভর্তি ফরম নিজ নিজ কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে সব কিছু পূরন করে জমা দিতে হবে। তবে কিছু কলেজে অনলাইনে ভর্তি ফরম পূরন করার ব্যবস্থা রেখেছে।সেটা নিজ নিজ কলেজে গিয়ে জানতে পারবেন সেই ব্যবস্থা আছে কি না।
  2. এসএসসি/দাখিল পাশের মেইন মার্কশীট এবং দুই কপি করে ফটোকপি। 
  3. এসএসসি/দাখিল পাশের মেইন প্রসংশাপত্র এবং দুই কপি ফটোকপি।  
  4. এসএসসি/দাখিল পাশের মেইন এ্যাডমিট কার্ড এবং দুই কপি ফটোকপি।
  5. এসএসসি/দাখিল পাশের রেজিষ্ট্রেশন কার্ড এবং দুই কপি ফটোকপি।
  6. শিক্ষার্থীর পাসপোর্ট সাইজ ও স্টাম্প সাইজে ছবি ৫/১০ ও ২/৫ টা করে নিবেন।
  7. পাঠ বিরতি সনদপত্র ( শুধুমাত্র ২০১৭-২০১৮ সালের এইচএসসি/দাখিল পাশ শিক্ষার্থীর জন্য প্রযোজ্য।
  8. কোটার সনদ পত্র। যাদের কোটা আছে।

নোটঃ অবশ্যই মূল ডকুমেন্টস জমা দেওয়ার আগে সব গুলোর ফটোকপি করে নিবেন।পরে প্রয়োজনে কাজে আসবে।  


    

   


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন