এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম | এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২০

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম | এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২০ | এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২০

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম | এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২০ | এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২০


আসছালামু আলাইকুম প্রিয় পাঠক ২০২০ সালের এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে। অনেক পরীক্ষার্থী ভালো রেজাল্ট করেছে আবার অনেকে খারাপ আবার এমন ও আছে যারা রেজাল্ট ভালো হবার কথা ছিলো কিন্তু তেমন ভালো হয় নি যে সাবজেক্টে মার্ক বেশি পাওয়ার কথা সেটায় কম পেয়েছে। এমন শিক্ষার্থীদের জন্য এসএসসি বোর্ড চ্যালেঞ্জ কারন যদি আপনার ১০০% কনফিফেন্স থাকে বোর্ড চ্যালেঞ্জ করলে ভালো হবে রেজাল্ট তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন।

তো আজকে আমরা এই পোস্টে তোমাদের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২০ বিস্তারিত জানিয়ে দেবো। ধৈর্য সহকারে পোস্টটি পড়তে থাকুন। 

বোর্ড চ্যালেঞ্জ ফলাফল পুনঃনিরীক্ষণ ‘পুনঃমূল্যায়ন’, ‘খাতা চ্যালেঞ্জ’ প্রভৃতি নামে এটি পরিচিত । তবে, এই বোর্ড চ্যালেঞ্জ ব্যাপারটি নিয়ে অনেকেরই তেমন ধারনা নেই। অনেকেই জানে না যে, বোর্ড চ্যালেঞ্জে খাতাটি পুনরায় দেখা হয় না, বরং খাতার নাম্বার পুনরায় গণনা করা হয়। খাতার কোথাও নাম্বার প্রদানে ভুল আছে কিনা শুধুমাত্র তা দেখা হয়।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জের সময়সীমা ২০২০
  
প্রক্রিয়া ০১-০৬-২০২০ তারিখ থেকে ০৭-০৬-২০২০ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম | এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২০ | এসএসসি বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়া   


অনেকে আছে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় জানেন না। বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়াটি একদম সহজ আপনি ঘরে বসে মোবাইল দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। এই জন্য যা যা লাগবে।

  • একটি টেলিটক সিম সহ একটি মোবাইল ফোন। যে কারো টেলিটক সিম হলে চলবে।
  • একটি বক্তিগত যে কোন অপারেটর সিম।যেই সিম সব সময় খুলা থাকে এমন সিম।
  • বোর্ড চ্যালেঞ্জ করার জন্য  প্রতি সাবজেক্ট এর জন্য ১২৫ টাকা করে লাগবে তাই পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে।   

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২০

পিকচার এ ভালো করে পড়ুন বিস্তারিত শিখে যাবেন  


আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন   RSC< space >First three letters of exam board< space >Roll number< space >Subject code
এরপর পাঠাতে হবে 16222 নাম্বারে।
যেমনঃRSC COM 1234 107 and send to 16222
একটি সিম দিয়ে একাধিক বিষয়ে আবেদন করতে পারবেন।আর যদি দুইটি সাবজেক্ট করতে হয় তাহলে কমা ব্যবহার করে করতে হবে।
যেমনঃ ইংরেজি ও বাংলায় আবেদনের জন্য লিখতে হবে এভাবে-
RSC COM 1234 107,101

আপনার এসএমএস টি সঠিকভাবে সম্পর্ণ হলে ফিরতি একটি এস এম এস আসবে এবং কত টাকা কেটে নিবে তা জানিয়ে দিয়ে একটি পিন দেওয়া হবে।যদি বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়া সম্পর্ণ করতে চান তাহলে মেসেজ অপশনে গিয়ে লিখুন।   
  • RSC< space >YES< space >Pin Number< space >Contact ণুম্বের
  • যেমনRSC YES 0123 01XXXXXXXXX; এবং Sent করুন ১৬২২২ নাম্ভারে। 
এখানে RSC YES তারপর ০১২৩ এটা পিন নাম্ভার যা SmS দিয়ে দেওয়া হয়েছে। এবং  ০১xxxxxxxx এখানে আপনার ফোন নাম্ভার দিতে হবে। 

এই এই প্রক্রিয়া সঠিকভাবে হয় তাহলে টেলিটক নাম্ভারে একটি কনফার্ম মেসেজ আসবে। 

বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দেওয়া হয়

বোর্ড চ্যালেঞ্জ করার পর ১ মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশিত করা হয়। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশিত হলে আপনার দেওয়া মোবাইল নাম্ভারে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেওয়া হবে।তা ছারা যদি ভুল বসত নাম্ভারে দেওয়া না হয় তাহলে ওয়েবসাইটে গিয়ে আপনি রেজাল্ট দেখতে পারবে।  
Tag:এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম, এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২০,এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২০এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২০,এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করার প্রক্রিয়া    

          
                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)