Tree Plantation Paragraph | Tree Plantation প্যারাগ্রাফ |tree plantation paragraph with bangla meaning
আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমরা তোমাদের আরো একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে হাজির হলাম। প্যারাগ্রাফটি হলো Tree Plantation Paragraph এটি সবার জন্য গুরুত্বপূর্ণ। যে কোন ক্লাসের যে কোন পরীক্ষায় কমন আসতে পারে। তাই আমরা আজকে Tree Plantation প্যারাগ্রাফ তোমাদের মাঝে শেয়ার করবো। প্রথমে আমরা দেখে নেই Tree Plantation Paragraph এ কি কি বিষয় থাকতে হবে।Tree Plantation Paragraph | Tree Plantation প্যারাগ্রাফ |tree plantation paragraph with bangla meaning
Tree Plantation Paragraph লেখার সময় আমাদের নিচের বিষয় গুলো আমাদের উল্লেখ করে Tree plantation প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে Tree Plantation paragraph টি সুন্দর হবে।
b) How do they maintain ecological balance?
c) What do we get from trees?
d) How can we take care of them?
e) Why should we plant trees?
ক) গাছগুলি কীভাবে আমাদের সহায়তা করে?
খ) তারা কিভাবে পরিবেশগত ভারসাম্য বজায় রাখবে?
গ) গাছ থেকে আমরা কী পাই?
d) কীভাবে আমরা তাদের যত্ন নিতে পারি?
e) কেন আমাদের গাছ লাগানো উচিত?
বৃক্ষরোপণ অনুচ্ছেদ রচনা | Tree Plantation Paragraph | tree plantation paragraph with bangla meaning
অর্থঃ-★গাছ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপায়ে মানুষের জন্য খুব উপকারী। তারা আমাদের কাঠ এবং অনেক পণ্য সরবরাহ করে। তারা আমাদের ছায়া দেয়। গাছ মাটি শক্তিশালী রাখে। গাছগুলি আমাদের বন্যা এবং অন্যান্য অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচায়। গাছগুলি তাপমাত্রা বৃদ্ধি রোধ করে। তারা আমাদের অক্সিজেন দেয়। তারা বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি রোধ করে। সুতরাং, গাছ পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। গাছ আমাদের খাবার এবং আশ্রয় দেয়। আমরা কাঠের আকারের গাছ পাই এবং এই কাঠ বাড়ি, নৌকা, জাহাজ এবং আসবাব ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় তারা জমিকে উর্বর করে তোলে। তারা আমাদের ঘরটিকে ঘূর্ণিঝড় থেকে বাঁচায়। গাছ আমাদের রোদের উত্তাপ থেকে রক্ষা করে। অনেক গাছ আমাদের ফল দেয়। বৃষ্টি বৃষ্টি হতে সাহায্য করে। তারা কোনও অঞ্চলকে মরুভূমিতে পরিণত হতে বাধা দেয়। গাছ পাখি এবং প্রাণীকে আশ্রয় দেয়। গাছগুলিও সৌন্দর্যের জিনিস। গাছ না কেটে আমরা যত্ন নিতে পারি। আমরা আরও বেশি করে গাছ লাগিয়ে গাছের যত্ন নিতে পারি। আমাদের সুখী ও স্বাস্থ্যকর জীবনের জন্য আমাদের আরও বেশি করে গাছ লাগানো উচিত।
Tree Plantation Paragraph | Tree Plantation প্যারাগ্রাফ
বন্ধুরা নিচে আরো একটি Tree Plantation Paragraph দেওয়া হলো তোমাদের যেটি ভালো লাগে যে কোন একটু মুখস্ত করে নিবে।
Tag:tree plantation paragraph bangladesh,tree plantation paragraph for ssc exam,tree plantation paragraph in bengali,tree plantation paragraph with bangla meaning, tree plantation paragraph,tree plantation paragraph in Bangla, tree plantation essay pdf,Tree plantation প্যারাগ্রাফ
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)