১৭ তম নিবন্ধন পরীক্ষার সাজেশন ২০২০ - বাংলাভাষা ও সাহিত্য

১৭ তম নিবন্ধন পরীক্ষার সাজেশন ২০২০ - বাংলাভাষা ও সাহিত্য 

১৭ তম নিবন্ধন পরীক্ষার সাজেশন ২০২০ - বাংলাভাষা ও সাহিত্য

১। ছন্দের যাদুকর বলা হয় কাকে?
- সত্যেন্দ্রনাথ দত্ত
২। প্রতিদান কবিতাটির রচিয়তা কে?
- জসীমউদ্দীন
৩। পুকুরে মাছ আছে। কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে ৭মী
৪। বাংলা ভাষায় প্রথম উপন্যাস কোনটি?
- আলালের ঘরের দুলাল
৫। সূর্য দীঘল বাড়ি- উপন্যাসের লেখক কে?
- আবু ইসহাক
৬। কোনটি মনসা মঙ্গলের চরিত্র?
- লক্ষিন্দর
৭। বাক্যের অপরিহার্য পদ কোনটি?
- ক্রিয়াপদ
৮। অলিন্দ শব্দের অর্থ কি?
- বারান্দা
৯। সে স্কুলে গিয়েছে।-বাক্যটি ---
- পুরাঘটিত বর্তমান
১০। চাঁদ কোন শ্রেণির শব্দ?
- তদ্ভব
১১। অনুতাপ কোন সমাস?
- অব্যয়ীভাব সমাস
১২। ওরা কদম আলী- নাটকটির রচিয়তা কে?
- মামুনুর রশীদ
১৩। কত বঙ্গাব্দে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য আবিষ্কৃত হয়?
- ১৩১৬ বঙ্গাব্দে
১৪। চণ্ডীমঙ্গল কাব্য কে রচনা করেন?
- মুকুন্দরাম
১৫। যুগ সন্ধিক্ষণের কবি?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
১৬। বসন্তে ফুল ফুটে। বাক্যে বসন্ত কোন কারক?
- অধিকরণ কারক
১৭। কোনটি ইংরেজি উপসর্গ?
- ফুল
১৮। গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ?
- তৎপুরুষ
১৯। কাজটা ভালো দেখায় না- এ বাক্যের 'দেখায়' ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?
- কর্মবাচ্যের ধাতু
২০। বাক্যে ব্যহহৃত শব্দকে বলা হয়--
- পদ

১৭ তম নিবন্ধন পরীক্ষার বাংলাভাষা ও সাহিত্য সাজেশন


২১। লেবেদেফ নাটকটির রচিয়তা কে?
- মামুনুর রশীদ
২২। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেককে কি বলে?
- সমস্যমান পদ [Raisul Islam Hridoy]
২৩। অবাক্ষ জলে নেমে স্নান। এর এক কথায় কি হবে?
- অবগাহন
২৪। আষাঢ়ে বৃষ্টি নামে- এখানে "আষাঢ়ে" শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরনে ৭মী
২৫। হারামণি কোন সমাস?
- কর্মধারয় সমাস
২৬। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কি বলে?
- লাইব্রেরি
২৭। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
- রাত্রিশেষ
২৮। মনোরঞ্জিকা পত্রিকার সম্পাদক কে?
- কৃষ্ণচন্দ্র মজুমদার
২৯। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?
- যৌগিক স্বর
৩০। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ রচনা কোনটি?
- শ্রীকান্ত
৩১। আনারস কোন শব্দ?
- পর্তুগীজ
৩২। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন?
- উইলিয়াম কেরি
৩৩। রায় গুণাকর কার উপাধি?
- ভারতচন্দ্র
৩৪। বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
- ৬টি
৩৫। বিচরণ শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- গতি
৩৬। গীতিকাকে ইংরেজিতে কি বলা হয়?
- ব্যালাড
৩৭। বিদ্যাপতি কোন ভাষার কবি?
- ব্রজবুলি
৩৮। একা এবং কয়েকজন কর লেখা?
- সুনীল গঙ্গোপাধ্যায়
৩৯। বাংলা সাহিত্যে আধুনিকতার উদ্যোক্তা কে?
- মাইকেল মধুসূদন দত্ত
৪০। বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য কোনটি?
- মেঘনাদবধ কাব্য

১৭ তম নিবন্ধন পরীক্ষার সাজেশন ২০২০ - বাংলাভাষা ও সাহিত্য

৪১। স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?
- রঙ্গলাল বন্দোপাধ্যায়
৪২। মৃন্ময়ী চরিত্রটি কোন ছোটগল্পের?
- সমাপ্তি
৪৩। শান্তিপুরের কবি বলা হয় কাকে?
- মোজাম্মেল হক
৪৪। রবীন্দ্রনাথের প্রথম কাব্য 'বনফুল' প্রকাশিত হয় কোন পত্রিকায়?
- জ্ঞানাঙ্কুর
৪৫। ভারতী পত্রিকার সম্পাদকের নাম কি?
- দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
৪৬। 'চাষাভুষার কাব্য' কার সাহিত্যকর্ম?
- নির্মলেন্দু গুণ
৪৭। বাংলা ভাষার প্রথম মুসলিম কবির নাম কি?
- শাহ মুহম্মদ সগীর
৪৮। বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪৯। 'কেউ কিছু বলতে পারেনা' নাটকটি অনুবাদ করেছেন কে?
- মুনীর চৌধুরী
৫০। কোন আমলে বাংলা গজল ও সুফী সাহিত্যের সৃষ্টি হয়?
- হোসেন শাহী
৫১। সর্বহারা কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
- ১৯২৬
৫২। 'নতুন চাঁদ' কাব্যটির রচিয়তা কে?
- কাজী নজরুল ইসলাম
৫৩। জাল উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
- ১৯৮৮
৫৪। 'রাণী খালের সাঁকো' কাব্যগ্রন্থের রচিতয়তা কে?
- আহসান হাবীব
৫৫। বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক হিসেবে খ্যাত কে?
- সৈয়দ শামসুল হক
৫৬। বাংলা উপন্যাসের স্থপতি কে?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫৭। 'কাশ বনের কন্যা' কোন জাতীয় রচনা?
- উপন্যাস
৫৮। কবর নাটকের উপজীব্য বিষয় কি?
- ভাষা আন্দোলন
৫৯। জহির রায়হান কত সালে জন্মগ্রহণ করেন?
- ১৯৩৫ সালের ১৯ আগস্ট
৬০। 'খোয়াবনামা' উপন্যাসের রচিয়তা কে?
- আখতারুজ্জামান ইলিয়াস

১৭ তম নিবন্ধন পরীক্ষার বাংলাভাষা ও সাহিত্য সাজেশন ২০২০


৬১। 'ঠিকানা' কবিতার রচিয়তা কে?
- আতোয়ার রহমান
৬২। 'লাইলী মজনু' কাব্যের মূল উৎস কি?
- আরবীয় লোকগাঁথা
৬৩। পুঁথি সাহিত্য বলতে বুঝায়-
- ইসলামী চেতনা সম্পর্কিত সাহিত্য
৬৪। 'মেঘদূত' কাব্য কার রচনা?
- মহাকবি কালিদাস
৬৫। 'সিন্ধু-হিন্দোল' হল--
- প্রেমের কবিতা
৬৬। 'পদ্মাবতী' পুঁথি প্রথম সম্পাদনা করেন কে?
- ড. মুহম্মদ এনামুল হক
৬৭। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত বাংলা বাংলা গ্রন্থের সংখ্যা কত?
- ১৩টি
৬৮। 'বনফুল' কাব্যটি প্রকাশিত হবার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিলো-
- ১৫ বছর
৬৯। শিশু পত্রিকা 'আঙ্গুর' সম্পাদনা করেন কে?
- ড. মুহম্মদ শহীদুল্লাহ
৭০। ঠাকুর মার ঝুলির রচিয়তা কে?
- শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
৭১। আল মাহমুদ রচিত বিখ্যাত কথা সাহিত্য কোনটি?
- পানকৌড়ির রক্ত
৭২। বাংলা কবিতায় আধুনিক কবিতার প্রবর্তক কে?
- মাইকেল মধুসূদন দত্ত
৭৩। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
- বিয়ে পাগলা বুড়ো
৭৪। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি?
- রামায়ণ
৭৫। 'আবোল তাবোল' কে রচনা করেন?
- সুকুমার রায়
৭৬। বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় কখন?
- ১৮৫২ সালে
৭৭। সংশপ্তক কার রচনা?
- শহীদুল্লা কায়সার
৭৮। বাঙ্গালির ইতিহাস বইটির লেখক কে?
- নীহাররঞ্জন রায়
৭৯। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
- বসন্ত কুমারী
৮০। 'হুতোম- প্যাঁচার নকশা'র রচিয়তা কে?
- কালীপ্রসন্ন সিংহ

১৭ তম নিবন্ধন পরীক্ষার সাজেশন ২০২০ - বাংলাভাষা ও সাহিত্য 

৮১। রবীন্দ্রনাথ নোবেল পুরুষ্কার পান কোন গ্রন্থের জন্য?
- song offerings
 ৮২। চোখের বালি কোন ধরনের উপন্যাস?
- দ্বন্দ্বমূলক উপন্যাস
৮৩। ব্যথার দান হল-
- গদ্যকাব্য
৮৪। রাজলক্ষ্মী চরিত্রটি কোন উপন্যাসের?
- শ্রীকান্ত
৮৫। জয়যাত্রা কবিতাটির রচিয়তা কে?
- আব্দুল কাদির
৮৬। পূর্বাশার আলো কথাটির অর্থ কি?
- নতুন স্বপ্ন ও সম্ভাবনা
৮৭। কালকূট কোন লেখকের ছদ্মনাম?
- সমরেশ বসু
৮৮। বাংলা সাহিত্যে প্রাচীন যুগ শুরু হয় কোন রাজত্বকাল থেকে?
- পাল রাজত্বকাল
৮৯। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?
- বসন্ত[Raisul Islam Hridoy]
৯০। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান
তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সমান
কণ্টক মুকুট শোভা। ---- কোন কবির রচিয়তা ?
- কাজী নজরুল ইসলাম
৯১। কপোতাক্ষ নদ কবিতায় যে সম্বোধনসূচক শব্দ ব্যবহার করা হয়েছে?
- হে নদ
৯২। সুন্দর ব্যবহার একটি--
- প্রবন্ধ
৯৩। এটিকেট কথার অর্থ-
- মার্জিত আচরণ
৯৪। দুরন্ত পথিক কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে নেওয়া?
- রিক্তের বেদন
৯৫। নোলক কবিতাটি রচনা করেছেন?
- আল মাহমুদ
৯৬। চাঁদের অমাবস্যা কার রচনা?
- সৈয়দ ওয়ালিউল্লাহ
৯৭। শেষ বিকেলের মেয়ে উপন্যাসের লেখক কে?
- জহির রায়হান
৯৮। সেলিনা হোসেনের  উপন্যাস—
- পোকামাকড়ের ঘর বসতি
৯৯। খেলারাম খেলে যা’ উপন্যাসের রচয়িতা কে ?
- সৈয়দ শামসুল হক
 ১০০। সোনালি কাবিন রচনা করেন-
- আল মাহমুদ

১৭ তম নিবন্ধন পরীক্ষার বাংলাভাষা ও সাহিত্য সাজেশন 


১০১। আলাউদ্দীন আল আজাদের উপন্যাস—
- তেইশ নম্বর তৈল চিত্র(১৯৬০)
১০২। রাইফেল রোটি আওরাত” কার লেখা?
- আনোয়ার পাশা
১০৩। ”রেখা চিত্র” আবুল ফজলের কোন ধরনের রচনা?
- আত্মজীবনীমূলক
১০৪। 'দত্তা’ কার লেখা?
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০৫। শ্রীকান্ত কার লেখা এবং কয়টি খণ্ড?
- শরৎচন্দ্রচট্টোপাধ্যায়,এবং ৪টি খণ্ড
১০৬। শামসুর রাহমানের বিখ্যাত কাব্য_____
- দ্বিতীয় মৃত্যুর আগে
১০৭। শেষের কবিতা কি?
- উপন্যাস
১০৮। রমনা পার্কে’ কার লেখা?
- নীলিমা ইব্রাহিম
১০৯। উত্তম পুরুষ’কার রচনা?
- রশীদ করিম
১১০। প্রেমের সমাধী’কে লিখেছেন?
- মজিবর রহমান
১১১। কাঁটাতারে প্রজাপতী’কার রচনা?
- সেলিনা হোসেন
১১২। পথের দাবী’কে লিখেছেন ?
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১১৩। অভয়া’কোন উপন্যাসের চরিত্র?
- শ্রীকান্ত
১১৪। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস?
- বউ ঠাকুরাণীর হাট
১১৫। মৃত্যু ক্ষুধা কার লেখা?
- কাজী নজরুল ইসলাম
১১৬। পুতুল নাচের ইতিকথা,পদ্মানদীর মাঝি, জননী, কার লেখা?
- মানিক বন্দ্যোপাধ্যায়
১১৭। অমিত,লাবন্য,ও কেটি কোন উপন্যাসের চরিত্র?
- শেষের কবিতা
১১৮। প্রথম সার্থক উপন্যাস কোনটি?
- দুর্গেশনন্দিনী’বঙ্কিমচন্দ্রচটোপাধ্যায়
১১৯। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?
- সপ্তম শতাব্দী।
১২০। পানিনি রচিত গ্রন্থের নাম কি?
- ব্যাকরণ অষ্টাধয়ী।

১৭ তম নিবন্ধন পরীক্ষার বাংলাভাষা ও সাহিত্য সাজেশন 


১২১। পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন?
- সংস্কৃত ভাষা।
১২২। বাংলা ভাষার মূল উৎস কোনটি?
- বৈদিক।
১২৩। বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি?
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
১২৪। বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত?
- ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী।
১২৫। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে?
- খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।
১২৬। ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়? [Raisul Islam Hridoy]
- প্রাচীন গ্রন্থ ঋগেদের মন্ত্রগুলোতে।
১২৭। বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে?
- আধুনিক যুগে।
১২৮। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল?
- পাঁচ হাজার বছর।
১২৯। আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যের ভাষার নাম কি?
- বৈদিক ও সংস্কৃত ভাষা।
১৩০। প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় ?
- উপমেয়।
১৩১। বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি?
- প্রচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য।
১৩২। কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত?
- আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন।
১৩৩। কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
- ব্যাকরণবিদ পানিনির হাতে।
১৩৪। সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
- খ্রিষ্টপূর্ব ৪০০ দিকে।
১৩৫। কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে?
- খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রীঃ দিকে বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে জনসাধারন যে ভাষায় নিত্য নতুন কথা বলত।
১৩৬। প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি?
- অপভ্রংশ।
১৩৭। সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভর কোন অপভ্রংশ থেকে কোন সময় কালে?
- পূর্ব ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ এবং খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়।
১৩৮। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে?
- গৌড় অপভ্রংশ থেকে।
১৩৯। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
- মাগধী প্রাকৃত।
১৪০। প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?
- তিনটি।

১৭ তম নিবন্ধন পরীক্ষার বাংলাভাষা ও সাহিত্য সাজেশন 

১৪১। বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি?
- তিনটি।
১৪২। বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর?
- হিন্দু-ইউরোপী গোষ্ঠীর।
১৪৩। কোন যুগে বাংলা লিপির গঠনকার্য স্থায়ীরূপ লাভ করে?
- প্রাচীন যুগে।
১৪৪। বাংলার প্রথম মুদ্রন প্রতিষ্ঠানের নাম কি ?
- শ্রীরামপুর মিশন।
১৪৫। কত সালে ‘শ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠিত হয় ?
- ১৮০০ খ্রিষ্টাব্দে।
১৪৬। বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভদ ঘটেছে ?
- সিংহলী, শ্যামী, নবদ্বীপি, তিব্বতী ইত্যাদি।
১৪৭। বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে ?
- খ্রিঃ দশম ও একাদশ শতাব্দীর মধ্যে।
১৪৮। ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্নমালা থেকে বাংলা বর্নমালার উৎপত্তি ?
- পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে।
১৪৯। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি?
- খরোষ্ঠী লিপি।
১৫০। ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কয়টি?
- দুইটি।
১৫১। খ্রিষ্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন পাওয়া যায়?
- সম্রাট অশোক।
১৫২। বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?
- কুটিল লিপি।
১৫৩। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি ?
- খরোষ্ঠী লিপি।
১৫৪। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয় ?
- সেন যুগে।
১৫৫। কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান ?
- উড়িষ্যা মৈথিলি ও আসামী লিপির উপর।
১৫৬।বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে-?
- সাময়ীক পত্র।
১৫৭। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি?
- চর্যাপদ।
১৫৮। চর্যাপদ রচনা করেন কারা ?
- বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।
১৫৯। চর্যাপদ কোন যুগের নিদর্শন?
- আদি/ প্রাচীন যুগ।
১৬০। চর্যাপদের পুঁথিকে কোথা কে এবং কখন আবিস্কার করেন?

১৭ তম নিবন্ধন পরীক্ষার বাংলাভাষা ও সাহিত্য সাজেশন ২০২০

- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭।
১৬১। চর্যাপদের রচনা কাল কত?
- সপ্তম -দ্বাদশ শতাব্দী।
১৬২। চর্যাপদ কোন ভাষায় রচিত হয়?
- বঙ্গকামরুপী ভাষায়।
১৬৩। চর্যাপদ কোথায় পাওয়া যায়?
- নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে।
১৬৪। টীকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কি ?[Raisul Islam Hridoy]
- আশ্চর্য চর্যাচয়।
১৬৫। নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলির কি নাম দেযা হয়েছে ?
- চর্যাচর্য বিনিশ্চয়।
১৬৬। বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার?
- মুন্ডা ভাষার।
১৬৭। কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে?
- ব্রহ্মী লিপি।
১৬৮। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কি কি?
- দুইটি ক. খরোষ্ঠী, খ. বাহ্মী।
১৬৯। ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা বলে?
- ব্রাহ্মী লিপি।
১৭০। চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন?
- অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যয়।
১৭১। আধুনিকের পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি ?
- চর্যাগীতি কোষ।
১৭২। চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয় নি ?
- ১১ সংখ্যক পদ।
১৭৩। কত বঙ্গাব্দে চর্যাপদ প্রথম প্রকাশিত হয়?
- ১৩২৩ বঙ্গাব্দে
১৭৪। পুরাণ কোন ভাষায় রচিত?
- সংস্কৃত
১৭৫। চণ্ডীমঙ্গলের আদি কবি কে?
- মানিক দত্ত
১৭৬। ‘ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট ’ এই ইটকে বাংলা ভাষায় বলে
- বর্ণ
১৭৭। ষড়ঋতু এর সন্ধি বিচ্ছেদ
- ষট্ + ঋতু
১৭৮৷ অপমান শব্দের অপ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়—
- বিপরীত
১৭৯। ইচ্ছা শব্দের বিশেষণ —
- ঐচ্ছিক
১৮০। নিশীথ রাতে বাজছে বাঁশী। নিশীথ শব্দটি—
- বিশেষণ।

১৭ তম নিবন্ধন পরীক্ষার সাজেশন ২০২০ - বাংলাভাষা ও সাহিত্য 


১৮১। যা বলা হয়নি
- অনুক্ত
১৮২। গুরু শব্দের স্ত্রী লিঙ্গ কি?
- গুর্বী
১৮৩। বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি?
- ২০ টি
১৮৪। গোঁফ খেজুরে বাগধারার অর্থ
- নিতান্ত অলস
১৮৫। রাবনের চিতা অর্থ হল—
- চির অশান্তি
১৮৬। পহেলা বৈশাখ চালু করেন
- সম্রাট আকবর
১৮৭। হনন করার ইচ্ছা —
- জিঘাংসা
১৮৮। কোনগুলো শিশ ধ্বনি?
- শ,স,ষ
১৮৯। আভরন শব্দের অর্থ –
-  অলংকার
১৯০। নন্দিত নরকে যাঁর উপন্যাস
-  হুমায়ুন আহমেদ
১৯১। চলিত ভাষার প্রবর্তক রূপে খ্যাত কে?
- প্রমথ চৌধুরী
১৯২। হাসনাহেনা কোন ভাষার শব্দ?
- জাপানি
১৯২। অপলাপ শব্দের অর্থ
- অস্বীকার
১৯৩। প্রত্যয়গতভাবে শুদ্ধ —
- উৎকর্ষ, উৎকৃষ্ট, উৎকৃষ্টতা,
১৯৪। পুণ্যে মতি হোক। পুণ্যে শব্দটি কি অর্থে ব্যবহৃত?
- বিশেষ্য রুপে ব্যবহৃত
১৯৫। সমাস ভাষাকে কি করে?
- সংক্ষেপ করে
১৯৬। তিনি দরিদ্র কিন্তু খুব উদার — কোন ধরণের বাক্য
- যৌগিক বাক্য
১৯৭। বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- রূপতত্ত্ব
১৯৮। যে ব্যক্তির দুহাত সমান চলে
- সব্যসাচী
১৯৯। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোন শব্দটির?
- ননদ
২০০। পদ মূলত কত প্রকার?
- ২ প্রকার
[নোটঃ সর্বমোট হলো ৫ প্রকার]
বিঃদ্রঃ- নিবন্ধনের সাবজেক্ট অনুযায়ী সাজেশন একসাথে বড় পোস্ট করে আপলোড করা সম্ভব হচ্ছে না। পরে pdf আপলোড করে দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারবেন। আপডেট পেতে ফলো করে নোটিফিকেশন অন করে রাখুন।


আরো পড়ুন

১৭ তম নিবন্ধন পরীক্ষার গনিত সাজেশন   

১৭ তম নিবন্ধন পরীক্ষার ইংরেজি সাজেশন     


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন