এইচ এস সি ২০২০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন|ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন ২০২০
আসছালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী সবাই আছো কি?তোমাদের আবার ভারি ভারি উপদেশ দিয়ে জ্বালাতে এসেছি টেনশন নেই বেশি কষ্ট দিবোনা।
শেষ মুহূর্তে টেনশন না করে,আমাদের দেওয়া সিরিজের প্রতিটি বিষয়ের পোস্ট দেখে নাও তোমাকে কেউ হারাতে পারবেনা।
তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি Hsc ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন ২০২০ এক মাসের পড়াশুনা ১দিনে শেষ করি,চলো।
এইচএসসি সকল বিষয় সাজেশন পড়তে ক্লিক করুন
এইচ.এস.সি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন ২০২০ | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন
★১ অধ্যায়ঃব্যবস্থাপনার ধারণা
★অধ্যায়টি খুবই সহজ,মুখস্থ করতে হবেনা।একবার পড়লেই তুমি বিদ্যাসাগর হয়ে যাবে এই চ্যাপ্টারের
এখানে দেখতে হবে-
★ব্যবস্থাপনা কি?
★বৈশিষ্ট্য
★গুরুত্ব
★ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ
★ব্যবস্থাপনার কার্যাবলি
★ব্যবস্থাপনা চক্র
★ব্যবস্থাপনার বিভিন্ন স্তর
★ব্যবস্থাপনা কি পেশা?
খুব বেশি মনে হচ্ছে তাইনা?বই খুলে দেখো তোমার সব পড়াই রয়েছে,শুধু ঝালাইয়ের কাজটি বাকি সেটি আমার পোস্ট শেষ হওয়ার সাথে সাথেই করে ফেলো।।
এইচ এস সি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন ২০২০ | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন
★২ অধ্যায়ঃব্যবস্থাপনার নীতিমালা
এই অধ্যায়ে মনে রাখবে-
★ব্যবস্থাপনা নীতি কি?
★ব্যবস্থাপনার নীতিসমূহ
★আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা +গুণাবলি +ভূমিকা
★ব্যবস্থাপনা ও প্রশাসন
এইচ এস সি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন ২০২০
★৩ অধ্যায়ঃপরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ★HSC পরীক্ষা আসতে কতদিন বাকি?কিভাবে শেষ করবে?কবে শেষ করবে?এসকল বিষয়ের উত্তর দিতে হলে তোমাকে জানতে হবে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ কিযদিও তোমাদের সকল বিষয় শেষ করানোর দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি কিন্তু তাও তোমাদের জানতে হবে।দেখবে-
★পরিকল্পনা কি?
★পরিকল্পনার বৈশিষ্ট্য
★আদর্শ পরিকল্পনার গুণ
★পরিকল্পনার লক্ষ্য
★পরিকল্পনার বিভিন্ন পদক্ষেপ
★পরিকল্পনার প্রকারভেদ
★সিদ্ধান্ত গ্রহণ কি +প্রয়োজনীয়তা+গ্রহণ প্রক্রিয়া
এইচ এস সি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন ২০২০
★৪অধ্যায়ঃসংগঠিতকরণ/সংগঠন
★আমার কাছে সবথেকে কঠিন চ্যাপ্টার তোমরা কি পারো ভালো?অবশ্যই পারবেতাও শেষ বারের মতো দেখে নাও-
★সংগঠন কি?
★সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ
★আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য
★সংগঠন কাঠামোর প্রকারভেদ
★(সরলরৈখিক সংগঠন+বৈশিষ্ট্য +সুবিধা)
★(সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন+বৈশিষ্ট্য +সুবিধা)
★(কার্যভিত্তিক সংগঠন+সুবিধা)
★(কমিটি+বৈশিষ্ট্য +সুবিধা)
★(মেট্রিক্স সংগঠন+বৈশিষ্ট্য +সুবিধা)
★গ,ঘ এর প্রশ্ন কিন্তু ৪টি সংগঠন থেকেই আসবে,সো ৪টিই ইম্পর্ট্যান্ট।
এইচ এস সি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন ২০২০
★৫অধ্যায়ঃকর্মীসংস্থান★একটু বড় চ্যাপ্টার কিন্তু সহজ।
মনে রাখবে-
★কর্মীসংস্থান কি?
★কর্মীসংস্থান প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ
★কর্মী সংগ্রহ কি?
★কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপ
★কর্মী সংগ্রহের উৎস
*কর্মীসংগ্রহের অভ্যন্তরীণ +বাহ্যিক উৎসের সুবিধা-অসুবিধা
★কর্মী নির্বাচন +পদ্ধতি
★কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য
★পদোন্নতি কি+পদোন্নতির ভিত্তি
★প্রশিক্ষণ +প্রশিক্ষণের পদ্ধতি
★গ,ঘ এর জন্য (কর্মী সংগ্রহের উৎস+সুবিধা) (প্রশিক্ষণ) দেখতে হবে।
এইচ এস সি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন ২০২০ | এইচএসসি সাজেশন ২০২০
★৬ অধ্যায়ঃনেতৃত্বপড়তে হবে-
★নেতৃত্ব কি?
★নেতৃত্বের প্রকারভেদ
*আদর্শ নেতার গুণাবলি
★নির্দেশনার ধারণা+গুরুত্ব
★নির্দেশনার বিভিন্ন পদ্ধতি
★গ,ঘ তে আসতে পারে নেতৃত্বের প্রকারভেদ।।
এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন ২০২০
★৭অধ্যায়ঃপ্রেষণাদেখতে পারো-
★প্রেষণা কি?
★প্রেষণার বৈশিষ্ট্য +গুরুত্ব
★প্রেষণা চক্র
★প্রেষণাদানের পদ্ধতি
★প্রেষণার তত্ত্ব(চাহিদা সোপান তত্ত্ব+হার্জবার্গের তত্ত্ব)
➡বাকি তত্ত্বগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু বেশি প্রশ্ন আসে এই ২টো থেকে।
★চাহিদা ও হার্জবার্গ ২টোই গুরুত্বপূর্ণ গ,ঘ এর জন্য।।
Hsc সাজেশন ২০২০ | এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন ২০২০
★৮ অধ্যায়ঃযোগাযোগজানতে হবে-
★যোগাযোগ কি?
★যোগাযোগ প্রক্রিয়া
★ব্যবসায় যোগাযোগের গুরুত্ব
★ব্যবসায়ে যোগাযোগের প্রকারভেদ
এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন ২০২০ |ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন ২০২০
★৯অধ্যায়ঃসমন্বয়সাধনইম্পর্ট্যান্ট -
★সমন্বয়সাধন কি?
★সমন্বয়সাধনের নীতি
★সমন্বয়সাধনের গুরুত্ব
★কার্যকর সমন্বয়ের পূর্বশর্ত
★সকল নীতিই গুরুত্বপূর্ণ।।
এইচএসসি ২০২০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন
★১০অধ্যায়ঃনিয়ন্ত্রণজেনে নাও-
★নিয়ন্ত্রণের ধারণা
★নিয়ন্ত্রণের গুরুত্ব
★নিয়ন্ত্রণের নীতিমালা
★নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপ
★নিয়ন্ত্রণের কৌশলসমূহ(বাজেট+গ্যান্ট চার্ট)
➡বাকিগুলো দেখে যাবে
★ব্যবসায় প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার নিয়ন্ত্রণ ব্যবস্থা
★নীতিমালা,প্রক্রিয়ার পদক্ষেপ, নিয়ন্ত্রণের কৌশলগুলো -অধিক গুরুত্বপূর্ণ গ,ঘ এর জন্য।।
★★সহজ উপায় দেখিয়ে দিলাম পড়ে নাও কুয়িক।
নিজে একাই পড়োনা বন্ধুদের সাথেও শেয়ার করো,মেনশন করে তাদের জানিয়ে দাও আমার এই সহজ টেকনিকচাইলে নিজের টাইমলাইনেও শেয়ার করতে পারো।।
টাগঃএইচএসসি ২০২০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন, Hsc ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন ২০২০, এইচ এস সি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন,এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন ২০২০
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)