আজ মঙ্গলবার (৫ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পর্কিত উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় যে ভর্তি পরীক্ষা আগামী বছরের ১২, ১৯ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। তবে এই তারিখ এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান।
এবারও ভর্তি পরীক্ষায় প্রার্থী বাছাই প্রক্রিয়া (সিলেকশন) থাকবে বলে তিনি জানিয়েছেন। তার মতে, পাঁচটি বিভাগীয় পর্যায়ে এই পরীক্ষায় সর্বাধিক ১ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। ফলে প্রাথমিক আবেদনকারী সকলেই চূড়ান্তভাবে আবেদন করার সুযোগ পাবেন না। অধ্যাপক ফরিদ উদ্দিন খান জানান, বিভাগীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ১ লাখের বেশি আবেদন এলে সিলেকশন প্রক্রিয়া কার্যকর করা হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ‘ভর্তি কমিটি’ গ্রহণ করবে, যা ১৪ নভেম্বরের সভায় জানা যাবে।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাবি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একই দিনে পরীক্ষা আয়োজনের সুপারিশ করা হয়েছে। ১৪ নভেম্বরের ভর্তি কমিটির সভায় এই সুপারিশসহ অন্যান্য বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আজকের সভায় যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ভর্তি কমিটির কাছে সুপারিশ হিসেবে উপস্থাপন করা হবে। ভর্তি কমিটি তা গ্রহণ করতে পারে অথবা পরিবর্তন আনতে পারে। তবে, তারিখ পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)