এইচএসসি ফরম ফিলাপ ২০২৩ (শুরু ও শেষ তারিখ) | Hsc ফরম ফিলাপ কত টাকা ২০২৩ | Hsc form fill up 2023 Fee & Date

এইচএসসি ফরম ফিলাপ ২০২৩ (শুরু ও শেষ তারিখ) | Hsc ফরম ফিলাপ কত টাকা ২০২৩ | Hsc form fill up 2023 Fee & Date


আসছালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা সবাই কেমন আছেন। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের এইচএসসি ফরম ফিলাম - Hsc ফরম ফিলাপ কত টাকা ২০২৩ - এইচএসসি ফরম ফিলাপ ২০২৩ pdf তোমাদের মাঝে শেয়ার করবো। ইতিমধ্যে তোমাদের এইচএসসি ফরম ফিলাম ২০২৩  শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত হয়ে গেছে। তাই যারা এখন ও এইচএসসি ফরম পুরন ২০২৩ দেখেন নাই বিস্তারিত দেখে নিবেন। 

HSC form fill up 2023 Chittagong Board,hsc form fill-up 2023 dhaka board,HSC form fill up 2023 Rajshahi Board,HSC form fill up 2023 last date Dhaka Board,HSC form fill up 2023 documents,HSC Form Fill up 2023 Sylhet Board,HSC Form Fill up 2023 Dinajpur Board,এইচএসসি ফরম ফিলাম,  Hsc ফরম ফিলাপ কত টাকা ২০২৩, এইচএসসি ফরম ফিলাপ ২০২৩ pdf,এইচএসসি ফরম পুরন ২০২৩

এইচএসসি ফরম ফিলাম ২০২২ শুরু হয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা এইচএসসি ২০২২ ফরম ফিলাম করতে পারবে। শিক্ষা বোর্ড থেকে নিদৃষ্ট একটা তারিখ দেওয়া হয়েছে এর ফিতরেই এইচএসসি ফরম ফিলাম ২০২২ করতে হবে। নিচে আমরা বিস্তারিত আলোচনা করেছি। 


   
       

        এইচএসসি ফরম ফিলাপ ২০২৩ (শুরু ও শেষ তারিখ)

    ফরম পুরন শুরুর তারিখঃ ১০ জুলাই ২০২৩

    ফরম পুরনের শেষ তারিখঃ ১৩ জুলাই ২০২৩

    এইচএসসি পরিক্ষার তারিখঃ ১৭ আগষ্ট ২০২৩

    Hsc ফরম ফিলাপ কত টাকা ২০২৩


    নিয়মিত শিক্ষার্থী প্রতি ফরম পুরন ফি নিম্নলিখিত হারে নির্ধারণ করা হয়েছেঃ-

    বিভাগের নামনিয়মিতঅনিয়মিত
    বিজ্ঞান বিভাগ২৭৫০২৮৫০
    ব্যাবসায় শিক্ষা২৩৩০২৪৩০
    মানবিক (নিয়মিত এক বিষয়ে ব্যবহারিক)২১৯০২২৯০
    মানবিক (নিয়মিত দুই বিষয়ে ব্যবহারিক) ২৩৩০২৪৩০
    মানবিক (নিয়মিত তিন বিষয়ে ব্যবহারিক)২৪৭০২৫৭০


    পরীক্ষার ফিস জমা (নিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য)

    DBBL টাকা পরিশোধের নিয়মাবলী:

    ছাত্র-ছাত্রীদেরকে পেমেন্ট অপশনে যাওয়ার আগে http://180.211.183.206 /EasyCollegeMate/public/HSC/formfillup লিংকে প্রবেশ করে Click Here বাটনে ক্লিক করার পর ১০ ডিজিটের আইডি নম্বর দিয়ে Next বাটনে চাপ দিলে ডাচ্‌-বাংলা ব্যাংকের পেমেন্ট অপশন আসবে (প্রজোয্য ক্ষেত্রে নিয়মিত/অনিয়মিত বিষয়সংখ্যা নির্বাচন করে নিতে হবে)। তারপর DBBL টাকা পরিশোধের পদ্ধতি অনুযায়ী পেমেন্ট করতে হবে। অন্যথায় পেমেন্ট করা যাবে না। এরপর পেজ রিফ্রেস করে অথবা পুনরায় অনুরূপভাবে উক্ত লিংকে প্রবেশ করে পেমেন্ট কনফার্মেশন স্লিপ ডাউনলোড করবে।


    DBBL টাকা পরিশোধের নিয়মাবলী:

    ১। যে সকল মোবাইলে DBBL মোবাইল এ্যাকাউন্ট রয়েছে, সেই মোবাইল থেকে *322# ডায়াল করে DBBL মোবাইল ব্যাংক মেনুতে যান

    ২। পেমেন্ট1 (One) সিলেক্ট করুন

    ৩।Self (One) সিলেক্ট করুন:

    ৪। Other 2 (Two) সিলেক্ট করুন 

    ৫। Payer Mobile Number (Enter Student Mobile Number)

    ৬। Other 0 (Zero) সিলেক্ট করুন

    7। রাজশাহী/অন্যান্য কলেজের Biller ID 304 টাইপ করুন

    ৮। Bill No-e আপনার Class ID (উদাহরণ 2019000003) ৯। টাকার পরিমাণ লিখুন

    ১০। PIN টাইপ করুন

    ১১। OK/Send বাটন চাপুন 

    ১২। পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হলে (Trx Id পাবেন এবং আপনার ফরম পূরণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং ফরম পূরণের লিংক এ গিয়ে আপনার পেমেন্ট শিপ ডাউনলোড করুন।

    (বিঃদ্রঃ নির্ধারিত সময়ের মধ্যে কোন পরীক্ষার্থী ফি পরিশোধ করতে ব্যর্থ হলে তার ফরম পূরণ সম্পন্ন হয়নি বলে গণ্য হবে।)

     এক/দুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত


    ক. যে সকল পরীক্ষার্থী ২০২০, ২০২১ এবং ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় এক বা একাধিকবার অংশগ্রহণ করে এক/দুই বিষয়ে (৪র্থ বিষয় বাদে) অকৃতকার্য/অনুপস্থিত হয়েছে রেজিস্ট্রেশন মেয়াদ থাকলে তারা ২০২৩ সালের অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশিষ্ট অকৃতকার্য/অনুপস্থিত বিষয় / বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আংশিক বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণ কখনই চতুর্থ বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে পরীক্ষার্থীগণ ইচ্ছা করলে এক/দুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ না করে চতুর্থ বিষয়সহ সকল বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।


    খ.যে সকল পরীক্ষার্থী ২০২০-২০২১/২০২২ সালের এইচএসসি পরীক্ষায় এক/দুই বিষয়ে অকৃতকার্য/অনুপস্থিত হয়ে ২০২০ / ২০২১ / ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় ঐ এক/দুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণকালে বহিষ্কার অথবা অভিযুক্ত হয়েছে এবং শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০২০ / ২০২১ / ২০২২ সালে পরীক্ষা বাতিল হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৩ সালের সকল / এক/দুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।


    ৩। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ৪র্থ বিষয়ের সুবিধা সংক্রান্ত

    পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা উল্লিখিত শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং-শিম/শাঃ১০/৭ পরীক্ষা ২ গ্রেডিং/২০০২/৬১০ তারিখ ০৪/০১/২০০৩ এর ১ (এক) এ বর্ণিত নিয়ম মোতাবেক ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণকে ৪র্থ বিষয়ের সুবিধা প্রদান করা হবে।

    ৪। রেজিস্ট্রেশন ও সেশন সংক্রান্ত

    (ক) ২০১৮-২০১৯ সেশনের পূর্বের রেজিস্ট্রশনধারী কোন পরীক্ষার্থী ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে ২০১৭-২০১৮ সেশনের এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী রেজিস্টেশন নবায়ন করে এক বিষয়ের (চতুর্থ বিষয় বাদে) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

     (খ) পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় সম্পর্কে নিশ্চিত হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ককে অনুরোধ করা হলো।


    রেজিস্টেশন নবায়ন সংক্রান্ত


    (ক) যে সকল পরীক্ষার্থী ২০২২ সালের পূর্বে এইচএসসি পরীক্ষার যে কোন এক বা একাধিক বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে এক বিষয়ের (চতুর্থ বিষয় বাদে)


    পরীক্ষায় অকৃতকার্য হয়েছে এবং যে কোন কারণে তারা ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি অথচ তাদের ২০২২ সালে রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে তারাও ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা নবায়ন বোর্ডে জমা দিয়ে শুধু একবারের জন্য রেজিস্ট্রেশন নবায়নপূর্বক ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।


    (খ) রেজিস্ট্রেশন নবায়নকৃত পরীক্ষার্থীর নবায়ন ফি বাবদ অর্থ ফরম পূরণের (cFF) ফি.এ. সাথে গ্রহণ করা হবে বিধায় নবায়নকৃত পরীক্ষার্থীকে আলাদাভাবে নবায়ন ফি বাবদ অর্থ প্রদান করতে হবে না।


    বি.দ্র.: আংশিক বিষয়ের পরীক্ষার্থী হিসেবে কখনই ৪র্থ বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না এবং দুই বা ততোধিক বিষয়ে অকৃতকার্য থাকলে কখনই রেজিস্ট্রেশন নবায়ন করা যাবে না।


    G.PA উন্নয়ন হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত

    (ক) রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অব্যবহিত পরের বছরেই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে; সেহেতু যে সকল পরীক্ষার্থী ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ (পাঁচ) এর কম পেয়েছে তারা জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় নির্ধারিত সকল বিষয়ে পরীক্ষা দিতে হবে। জিপিএ


    উন্নয়নের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়ন করা যাবে না। (খ) যে সকল পরীক্ষার্থী এক/দুই বিষয়ে পরীক্ষা দিয়ে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা কখনই জিপিএ উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা ।

     (গ) জিপিএ উন্নয়ন ফরম পূরণ সংক্রান্ত কাজ Online-এ সম্পন্ন করতে হবে।

    এইচএসসি ফরম ফিলাপ ২০২৩ (শুরু ও শেষ তারিখ) | Hsc ফরম ফিলাপ কত টাকা ২০২৩ | Hsc form fill up 2023 Fee & Date

    এইচএসসি ফরম ফিলাপ ২০২৩ (শুরু ও শেষ তারিখ) | Hsc ফরম ফিলাপ কত টাকা ২০২৩ | Hsc form fill up 2023 Fee & Date



    নোট: এটা রাজশাহী কলেজের ওয়েবসাইট থেকে সংগ্রহীত 

    Tag:HSC form fill up 2023 Chittagong Board,hsc form fill-up 2023 dhaka board,HSC form fill up 2023 Rajshahi Board,HSC form fill up 2023 last date Dhaka Board,HSC form fill up 2023 documents,HSC Form Fill up 2023 Sylhet Board,HSC Form Fill up 2023 Dinajpur Board,এইচএসসি ফরম ফিলাম,  Hsc ফরম ফিলাপ কত টাকা ২০২৩, এইচএসসি ফরম ফিলাপ ২০২৩ pdf,এইচএসসি ফরম পুরন ২০২৩



    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     


     পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন