ফিফা রেংকিং তালিকায় ১ নাম্ভারে মেসির আর্জেন্টিনা
৬ এপ্রিল ২০২৩ ফিফা তাদের নতুন রেংকিং তালিকা আবার প্রকাশ করেছে। কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ফিফা রেংকিংয়ে ১ নাম্ভারে এবারের তালিকায়। ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে আর্জেন্টিনা।
![]() |
কয়েকদিন আগে আর্জেন্টিনা পানামা ও কুরাকাওয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয় লাভ করেছে। আর এদিকে ব্রাজিল হেরেছে মরক্কোর কাছে। এবং ইউরো বাছাইপর্বে টানা দুটি জয় পেয়েছে ফ্রান্স। আর তাই ফিফা তালিকায় আর্জেন্টিনা ও ফ্রান্সের হয়েছে উন্নতি হয়েছে। আর ১ম স্থান থেকে নেমে গেলো পাচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন নেইমারের ব্রাজিল। আর্জেন্টিনার মোট পয়েন্ট এখন ১৮৪০.৯৩। ফ্রান্সের পয়েন্ট ১৮৩৮.৪৫, আর ব্রাজিলের ১৮৩৪.২১।
ফিফা রেংকিং তালিকা দেখতে ক্লিক করুন
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-UwC5SHMBcMvRXgPEzzXhb853mxbhZTox9617iAsMfiCiZuj2kqofWkC7qbzIFtw9ukFfRfbjCyyVcb-qhbxti6TObUrdeoshU_Z4GoHg5SSdi6zr88B_emc_7bMbm-yKeZahEUscOpNnWwPJrq1JQ8pjh67rDY-Uog4Iz6oEUwInxNEM3i2quEHC7Zsd/s320/images-removebg-preview.png)
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)