৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ২ টায় লিগ ১ এর ম্যাচে পিএসজি মুখামুখি হবে চ্যাটেউরক্স এর। গত ১ জানুয়ারি বছরের শুরুটা একেবারে খারাপ গেলো পিএসজির। রবিবার রাতে লিগা ১-র ম্যাচে পিএসজি ০-৩ গোলে হারল লেন্সের বিরুদ্ধে। বিশ্বকাপ জিতে মেসি ছুটির আমেজে, লাল কার্ড দেখে নেইমার ছিটকে গিয়েছেন। আর মেসি-নেইমারের অনুপস্থিতিতে ফরাসি লিগের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে পরাস্ত হলেন কিলিয়ান এমবাপেরা। তাই চ্যাটেউরক্স এর ম্যাচে অনেক পরিবর্তন দেখা যাবে পিএসজির। এদিকে পিএসজির কোচ এমবাপ্পে ও আশরাফ হাকিমিকে কিছু দিন ছুটির কাঠিয়ে পুরোপুরি পিঠ হয়ে আসতে বলেছে। তাই এই এই দুজনকে ৭ জানুয়ারি না দেখার সম্ভাবনা রয়েছে।
পিএসজি বনাম চ্যাটেউরক্স লাইভ
পিএসজি বনাম চ্যাটেউরক্স এর লিগ ১ এর খেলাটি ৭ জানুয়ারি ২০২৩ বাংলাদেশ সময় ২ টায় শুরু হবে। এই খেলাটি বাংলাদেশের কোন চ্যানেলে দেখতে পারবেন না। তাই অনেকে এই খেলাটি কিভাবে দেখবেন জানার জন্য আগ্রহ রয়েছে। তাই আজকে আমরা এই আর্টিকেল বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি।
পিএসজি বনাম চ্যাটেউরক্স খেলা কখন শুরু হবে
পিএসজি বনাম চ্যাটেউরক্স খেলাটি বাংলাদেশ সময় আজ ৭ জানুয়ারি রাত ২ টায় শুরু হবে।
পিএসজি আজকের খেলা কোন চ্যানেলে
পিএসজি বনাম চ্যাটেউরক্স লাইভ খেলাটি আপনি Bing Sport Usa তে লাইভ দেখতে পারবেন। অথবা আপনি খেলা চলাকালীন সমগে ফেসবুকে ডুকে PSG Vs Châteauroux লিখে সার্চ দিলে সরাসরি খেলাটি উপভোগ করতে পারবেন।
এ ছাড়া আপনি ভারতের Voot এবং Jio টিভিতে PSG বনাম স্ট্রাসবার্গ লিগ 1 ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারেন।
অথবা আপনি নিচের এপ্লিকেশনটি নামিয়ে খেলাটি দেখতে পারবেন।
PSG Vs Châteauroux 2022 Live Streaming
Title | Football Tv Apk |
PDF Size | 6 |
Link | Download |
পিএসজি লাইনআপ
চ্যাটেউরক্স লাইনআপ
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)