এলপিজি গ্যাসের দাম ২০২৩ (মার্চ) | এলপিজি গ্যাসের দাম কত | এলপি গ্যাসের দাম 2023

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। বন্ধুরা  এলপিজি গ্যাসের দাম ২০২৩  নিয়ে আজকের আমাদের এই আর্টিকেল। আসা করি বিস্তারিত আর্টিলে পড়লে এলপি গ্যাসের দাম ২০২৩ সম্পর্কে জেনে যাবেন।

মার্চ ২০২৩ মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেন এর ঘোষিত Saudi CP যথাক্রমে প্রতি মেট্রিক টন ৭২০.০০ মার্কিন ডলার এবং ৭৪০.০০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় Saudi CP প্রতি মেট্রিক টন ৭৩৩.০০ মার্কিন ডলার বিবেচনায় মার্চ ২০২৩ মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তাপর্যায়ের মূল্য নিম্নলিখিতভাবে সমন্বয় করা হলো:

   
       

    এলপিজি গ্যাসের দাম কত ২০২৩

    কেজি

    দাম

    ১২ কেজির সিলিন্ডারের দাম ২০২৩

     ১৪২২ টাকা
    ১৫ কেজি সিলিন্ডারের দাম ২০২৩১৭৭৮ টাকা

    ২০ কেজি সিলিন্ডারের দাম ২০২৩

    ২৩৭১ টাকা
    এলপিজি গ্যাসের দাম ২০২৩ (মার্চ) | এলপিজি গ্যাসের দাম কত | এলপি গ্যাসের দাম 2023


    (ক) বেসরকারি এলপিজি'র রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৮:৫৪ টাকায় এবং বিভিন্ন পরিমাণের বোতলজাতকৃত বেসরকারি এলপিজি'র ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য নিম্নরূপভাবে সমন্বয় করা হলো:

    (খ) রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজি'র ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৫.৩১ টাকায় বা রেটিকুলেটেড পদ্ধতিতে গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজি'র ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি লিটার ০.২৫৬৩ টাকায় সমন্বয় করা হলো।


    (গ) ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটার ৬৬.২২ টাকায় সমন্বয় করা হলো।


    ২। সমন্বয়কৃত উক্ত মূল্য ১৭ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ / ০২ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা ০৬:০০ ঘটিকা হতে প্রযোজ্য ও কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। মূল্য


    ৩। সরকারি এলপিজি'র ইআরএল/আরপিজিসিএল পর্যায়ের মূল্য অপরিবর্তিত থাকায় এবং সরকারি এলপিজি'র সমন্বয়ের সাথে Saudi CP'র সংশ্লিষ্টতা না থাকায় সরকারি এলপিজি'র মূল্য অপরিবর্তিত থাকবে।


    ৪। ২৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/ ১০ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ তারিখে জারীকৃত বিইআরসি আদেশ নম্বর: ২০২১/০৭ এর অন্যান্য আদেশ ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ৫ ।


    ৫। বিস্তারিত মূল্য সমন্বয় আদেশ (বিইআরসি আদেশ নম্বর: ২০২৩/০৪) কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd এ পাওয়া যাবে।

    এলপি গ্যাসের দাম ২০২৩


    নতুন দর অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজির সিলিন্ডারের দাম ৬৫২ টাকা,১২ কেজি সিলিন্ডারের দাম ৪২২ টাকা, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৮২ টাকা, ১৫ কেজি ১৭৭৮ টাকা, ১৬ কেজি ১৮৯৭ টাকা, ১৮ কেজি ১২৩৪ টাকা, ২০ কেজি ২৩৭১ টাকা, ২২ কেজি ২৬০৮ টাকা, ২৫ কেজি ২৯৬৪ টাকা, ৩০ কেজি ৩৫৫৭ টাকা, ৩৩ কেজি ৩৯১২ টাকা, ৩৫ কেজি ৪১৫০ টাকা এবং ৪৫ কেজি ৫৩৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।



    Tag:এলপিজি গ্যাসের দাম ২০২৩ (জানুয়ারি),এলপিজি গ্যাসের দাম কত | এলপি গ্যাসের দাম 2023

                                   
    Previous Post Next Post
    আমাদের ফেসবুক পেইজে যুক্ত হতে ক্লিক করুন  

     


    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)