আসছালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা সবাই কেমন আছেন? আসা করি সবাই ভালো আছেন। বন্ধুরা বিটকয়েন এই নামটার সাথে আমরা সবাই পরিচিত। ২০০৯ সালে বিটকয়েন পিয়ার টু পিয়ার মুদ্রা নামে আবিষ্কার করেন। আজকে আমরা এই নিবন্ধে ১ বিটকয়েন সমান কত টাকা বাংলাদেশের - 1 বিটকয়েন সমান কত ডলার ২০২৩ নিয়ে আলোচনা করবো।
বিটকয়েন একটু ভার্চুয়াল মুদ্রা এর সম্পূর্ণ কাজ অনলাইনের মাধ্যমেই। প্রথমে বিটকয়েনের দাম খুব কম ছিল। ধীরে ধীরে ২০১৩ সালের পর বিটকয়েনের দাম বারতেই থাকে আর বর্তমানে বিটকয়েনের মূল্য আমাদের হিসাবের বাহিরে। এত টাকা বিটকয়েনের দাম বারবে যদি কেউ আগে জানতো তাহলে অই সময় হাজার হাজার বিটকয়েন কিনে রাখতো।
বিটকয়েন বাংলাদেশে বৈধ নাকি অবৈধ
বিটকয়েন সৌদি আরব সহ মোটামুটি সব দেশে বৈধতা পেয়েছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত বৈধতা লাভ করতে পারি নি। ২০১৪ সালে বাংলাদেশ সরকার বিটকয়েনকে অবৈধ বলে ঘোষণা করেছেন। যা আজও অবৈধ রয়ে গেছে। তারপর ও কিছু মানুষ এখন ও বিটকয়েন নিয়ে কাজ করতেছে।
1 বিটকয়েন সমান কত ডলার ২০২৩
১ বিটকয়েন সমান কত ডলার এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া কখনো সম্ভব না। কারন বিটকয়েনের মুল্য সব সময় উঠানামা করতেই থাকে। তাই আপনি যদি ১ বিটকয়েন সমান কত ডলার জানতে চান তাহলে তাহলে প্লে স্টোর থেকে Coinbase এপ্সটি নামিয়ে নিবেন। তাহলে আজকে ১ বিটকয়েন সমান কত ডলার এটি সহজে জানতে পারবেন।
Apps Link...
https://www.coinbase.com/join/rahman_3f7?src=android-link
- আজ ২৬/৭/২০২২ বিটকয়েন মূল্য -১ বিটকয়েন সমান $21129.24 ডলার।
১ বিটকয়েন সমান কত টাকা বাংলাদেশের
- আজ ২৬/৭/২০২২ বিটকয়েনের দাম- ১ বিটকয়েন সমান কত টাকা বাংলাদেশের 1990848.05 টাকা।