এবার এসএসসি পরীক্ষার পাশের হার কত ২০২২ |কোন বোর্ডে পাসের হার কত ২০২২


এবার এসএসসি পরীক্ষার পাশের হার কত ২০২২ |কোন বোর্ডে পাসের হার কত ২০২২


   
       

    এবার এসএসসি পরীক্ষার পাশের হার কত ২০২২

     ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  (এসএসসি) ও সমমান পরীক্ষায় এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে ২,৬৯,৬০২ জন। পরীক্ষায় ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। গত বছর এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল।

    নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮৮ দশমিক ১০। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ। শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

    এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি অংশ নেয়। মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

    গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

    কোন বোর্ডে পাসের হার কত ২০২২

    এসএসসি রেজাল্ট ঢাকা বোর্ড পাশের হার ৯০.০৩%
    এসএসসি রেজাল্ট দিনাজপুর বোর্ড পাশের হার৮১.১৪%
    এসএসসি রেজাল্ট বরিশাল বোর্ড পাশের হার৮৯.৬১%
    এসএসসি রেজাল্ট সিলেট বোর্ড পাশের হার৭৮.৮২%
    এসএসসি রেজাল্ট যশোর বোর্ড পাশের হার৯৫.০৩%
    এসএসসি রেজাল্ট কুমিল্লা বোর্ড পাশের হার৯১.২৮%
    এসএসসি রেজাল্ট চট্রগ্রাম বোর্ড পাশের হার৮৭.৫৩%
    এসএসসি রেজাল্ট রাজশাহী বোর্ড পাশের হার৮৫.৮৭%
    এসএসসি (দাখিল) রেজাল্ট মাদ্রাসা বোর্ড পাশের হার৮২.২২%
    এসএসসি রেজাল্ট কারিগরি বোর্ড পাশের হার৮৪.০৭%
    এসএসসি রেজাল্ট ময়মনসিংহ বোর্ড পাশের হার৮৬.৭%

    এবার পাসের হারে এগিয়ে কোন বোর্ড ২০২২?


    এবার পাসের হারে এগিয়ে যশোর শিক্ষা বোর্ড। আর সিলেট শিক্ষা বোর্ডের পাসের হার সবচেয়ে কম।

    এসএসসিতে পাসের হারে এগিয়ে কারা ছেলেরা নাকি মেয়েরা?

    ছাত্রীদের পাসের হার ৮৭.৭১ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৮৭.১৬ শতাংশ। এবার ও মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছে।

    এস.এস.সি তে জিপিএ-৫ ২০০১-২০২২ সাল পর্যন্ত।
    ...
    ♦২০০১ সালে ৭৬ জন,
    ♦২০০২ সালে ৩২৭ জন,
    ♦২০০৩ সালে ১ হাজার ৩৮৯ জন,
    ♦২০০৪ সালে ৮ হাজার ৫৯৭ জন,
    ♦২০০৫ সালে ১৫ হাজার ৬৩১ জন,
    ♦২০০৬ সালে ২৪ হাজার ৩৮৪ জন,
    ♦২০০৭ সালে ২৫ হাজার ৭৩২ জন,
    ♦২০০৮ সালে ৪১ হাজার ৯১৭ জন,
    ♦২০০৯ সালে ৪৫ হাজার ৯৩৪ জন,
    ♦২০১০ সালে ৬২ হাজার ১৩৪ জন,
    ♦২০১১ সালে ৬২ হাজার ২৮৮ জন,
    ♦২০১২ সালে ৮২ হাজার ২১২ জন,
    ♦২০১৩ সালে ৯১ হাজার ২৬৬ জন,
    ♦২০১৪ সালে ১ লক্ষ ৪২ হাজার ২৭৬ জন,
    ♦২০১৫ সালে ১ লক্ষ ১১ হাজার ৯০১ জন,
    ♦২০১৬ সালে ১ লক্ষ ০৯ হাজার ৭৬৮ জন,
    ♦২০১৭ সালে ১ লক্ষ ০৪ হাজার ৭৬১ জন,
    ♦২০১৮ সালে ১ লক্ষ ১০ হাজার ৬২৯ জন,
    ♦২০১৯ সালে ১ লক্ষ ০৫ হাজার ৫৯৪ জন,
    ♦২০২০ সালে ১ লক্ষ ৩৫ হাজার ৮৯৮ জন,
    ♦২০২১ সালে ১ লক্ষ ৮৩ হাজার ৩৪০ জন,
    ♦২০২২ সালে ২ লক্ষ ৬৯ হাজার ৬০২ জন।
    সুতরাং আমরা বলতে পারি

     A+ এর সমীকরণ =(Previous year Result)^2🤪
    সমীকরণটা বুঝতে পারবে যদি তুমি লিজেন্ড হও / বাণিজ্য শাখার ছাত্র হন।

    Tag:এবার এসএসসি পরীক্ষার পাশের হার কত ২০২২,কোন বোর্ডে পাসের হার কত ২০২২ 

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)